বাইক দূর্ঘটনায় মারা গেল বাইশ বছরের এক তরুণ৷

Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, এসইউভি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, ভাইরাল ভিডিও

গুরুগ্রাম:  বাইক দুর্ঘটনায় মারা গেল বাইশ বছরের এক তরুণ৷ ভুল রাস্তায় বাইকটি চলে আসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে৷

সকাল ৫টা ৪৫-এ এই দূর্ঘটনা ঘটে৷ গুরুগ্রামের ডিএলএফ ফেজ টু কোর্সে হঠাৎ করে একটা মোটরসাইকেলে ভুল দিকে চলে আসে ৷ এর ফলে কালো রঙের এসইউভির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়৷ আর তাতেই মৃত্যু ঘটে ২২ বছরের সেই তরুণ৷ মৃতের নাম অক্ষত গর্গ৷

আরও পড়ুন: বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি, সামাল দিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! জেনে নিন

অন্য আর একটি মোটর বাইকে ছিলেন গর্গের এক বন্ধু৷ তাঁর গোপ্রো ক্যামেরায় পুরো দুর্ঘটনাটির ভিডিও রেকর্ড হয়েছিল৷ ১৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, গর্গ একটা বাঁকের কাছে দ্রুত গতিতে বাইকটি চালাচ্ছিল৷ তখনই হঠাৎ করে একটা বিকট শব্দ হল৷ কালো একটা এসইউভির সঙ্গে বাইকটির সংঘর্ষ হল৷

আরও পড়ুন: এবার চন্দ্রযান ৪, চাঁদের মাটি থেকে নমুনা নিয়ে ফিরে আসবে পৃথিবীতে, বরাদ্দ ২,১০৪ কোটি টাকা

সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা দ্রুত উপস্থিত হয়৷ পাঁচ মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে গর্গকে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

দুর্ঘটনা বিষয়ে নিয়ে এক পুলিশ অফিসার জানান, এসইউভির গাড়ির চালক বা গর্গ কারওরই সংঘর্ষ এড়ানোর কোনও উপায় ছিল না৷ দূর্ঘটনার তীব্রতায় মৃত তরুণটি গাড়ির সামনে পড়ে গিয়েছিল৷ মোটর সাইকেলটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে৷