আলোক শিল্পী 

Durga Puja 2024: পুজোয় এখন ডিজিটাল আলোই ট্রেন্ডিং, আলোর বোর্ড তৈরিতে ব্যস্ত আলোক শিল্পীরা

উত্তর দিনাজপুর: আর মাত্র দিন কয়েক বাকি তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই জোর কদমে চলছে পূজোর মণ্ডপ তৈরির কাজ। শুধু প্রতিমা শিল্পী কিংবা মণ্ডপ শিল্পীই নয় এই পুজোয় ব্যস্ততা তুঙ্গে আলোক শিল্পীদেরও। ডিজিটাল রঙ বাহারি আলোর ঝলকানিতে সেজে উঠবে পুজো মণ্ডপ গুলির পাশাপাশি রাস্তা ঘাট। তাই এখন বেজায় ব্যস্ততা বিভিন্ন ধরণের ডিজিটাল আলোর বোর্ড বানাতে কারিগরদের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের রাতন এলাকা। এখানে আলোক শিল্পীরা রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড বানাতে ব্যাস্ত।

আরও পড়ুন: প্লাবিত একাধিক গ্রাম! জলে নেমে এলাকা পরিদর্শন করলেন সভাপতি, দেখুন

সারা বছর তেমন কাজ না থাকলেও পুজোর আগে দুটো কাজ পাওয়ায় হাসি ফোটে তাদের। চন্দন নগরের আদলেই তাদের হাতে তৈরি বিভিন্ন ধরণের আলোর বোর্ড পুজো মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। পুজোর আগে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করা জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা। কালিয়াগঞ্জে কাঠের ফ্রেম বানিয়ে তাতে বিভিন্ন রঙের লাইট লাগিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লাইটিং বোর্ড গুলি তৈরি করে বলে জানান আলোক শিল্পী বিমল দেবশর্মা। তাদের একটি লাইট বোর্ড তৈরি করতে তিন থেকে চার দিন লেগে যায়। তাদের তৈরি লাইট বোর্ড গুলি যেমন বিভিন্ন মহাজনেরা কিনে নিয়ে যান তেমনি বিভিন্ন পুজো মণ্ডপে ভাঁড়া হিসাবেও দেন তাঁরা।

আলোক শিল্পী বিমল দেবশর্মা আরও বলেন প্রতিটি পুজো মন্ডপ গুলি কম বেশি ডিজিটাল আলোর লাইটিং চেয়ে থাকে এখন আর আগের মতো সাদামাটা লাইট কোন পুজো কমিটি পছন্দ করে না । তাই তারা কলকাতা,চন্দনগর সহ বিভিন্ন জায়গা থেকে রঙ বেরঙের লাইট এনে ডিজিটাল আলোর বোর্ড কিংবা লাইটিং তৈরি করে। পুজোতে আর কয়েকদিন বাকি তাই এখন বেজায় ব্যস্ত কারিগরেরা।

পিয়া গুপ্তা