Tag Archives: Bike Accident

Bike Accident: নিমন্ত্রণ খেতে যাওয়াটাই কাল! হেলমেট পরেও লাভ হল না যুবকের

নদিয়া: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা মারে, তারপর সজোরে ধাক্কা মারে একটি লরিতে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিৎ অধিকারী নামে এক যুবকের।

মৃত যুবকের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিজিৎ তার এক বন্ধুকে নিয়ে শান্তিপুরে নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছিল। এরপর মধ্যরাতে বাড়ি ফেরার সময় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। বাইকটি সজোরে ধাক্কা মারে গার্ড‌ওয়ালে, তারপর ছিটকে গিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাইকের পিছনে বসে থাকা অভিজিতের বন্ধুর অল্প আঘাত লাগলেও সে গুরুতর আহত হয়। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: প্রার্থীকে দেখেই জল, মিষ্টি নিয়ে হাজির সবাই! ব্যাপারটা কী

রাতেই ওই যুবকের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে অভিজিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। এদিকে মৃত যুবকের পরিবারের দাবি, অভিজিৎ মাথায় হেলমেট পরেই বাইক চালাচ্ছিলেন। তারপরেও বাড়ির ছেলের এমন মর্মান্তিক পরিণতি হওয়ায় তাঁরা বিধ্বস্ত হয়ে পড়েছেন।

মৈনাক দেবনাথ

Bike Accident: মধ্যরাতে গতির নেশায় ঝরে গেল তরতাজা দুটি প্রাণ!

মুর্শিদাবাদ: ঝড়ের গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা এবং তার জেরে প্রাণহানি যেন বন্ধ হওয়ার নয়। বৃহস্পতিবার মধ্যরাতে সামশেরগঞ্জে জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই যুবকের। আর‌ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত ওই যুবকদের নাম তন্ময় সরকার (১৯) ও বিমান সরকার (২২)। মুর্শিদাবাদের সুতি থানার ফরিদপুর গ্রামে তাদের বাড়ি। এই ঘটনায় আহত হয়েছে অরিজিৎ সরকার নামে আরও এক যুবক। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যেরাতে সুতির সাজুর মোড়ের দিক থেকে বাইকে করে সামশেরগঞ্জের বাসুদেবপুর হয়ে ডাকবাংলার দিকে যাচ্ছিল ওই তিন যুবক। সেই সময় বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই সুতির মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তন্ময় ও বিমানকে মৃত বলে ঘোষণা করেন। আহত অরিজিতের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।

আর‌ও পড়ুন: খোল বাজিয়ে কীর্তন, রোড শোয়ে জমজমাট প্রচার শাসক-বিরোধী সবার

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। মধ্যরাতের এমন দুর্ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বাইকের দ্রুত গতি থাকার কারণেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

কৌশিক অধিকারী

Bike Accident: ইদের ছুটিতে বাড়ি এলেও আনন্দ করা হল না, বাইক দুর্ঘটনায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু

মুর্শিদাবাদ: সুতিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। বুধবার সকালে সুতির ধলার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সানোয়ার শেখ (৩৩) ও তারিকুল শেখ (৩০)। মৃতরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। এই দুর্ঘটনায় আর‌ও চারজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের বাড়ি সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে দুটি বাইকে করে ছয়জন যাচ্ছিলেন। সেই সময়‌ই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন সানোয়ার ও তারিকুল। স্থানীয়রা দ্রুত তাঁদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: প্রাচীন খোঁয়াড় প্রথা জানেন! সেই প্রথা চালুর দাবি উস্কে দিল কৃষকরা

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষে বাড়ি এসেছিলেন তাঁরা। এদিন সকালে দিদির বাড়ি যাবেন বলে বাইক নিয়ে বের হন। তখনই এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

কৌশিক অধিকারী

Elephant Attack: বাইকের পিছন থেকে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনল! হাতির হানায় ফের মৃত্যু

আলিপুরদুয়ার: হাতি ও বাইসনের জোড়া হামলা ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায়। সকালে বাইসনের পর রাতে বুনো হাতির হানা কালচিনিতে। আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে বাবুরাম ওঁরাও নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, দু’জন আটিয়াবাড়ি চা বাগান থেকে বাইকে করে ঘরে বাঙ্গাবাড়ি এলাকায় ফিরছিলেন। একটি বুনো হাতি সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকা বাইক আরোহীদের উপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শিতা জানিয়েছেন, জঙ্গলের রাস্তার ঘাপটি মেরেছিল বুনো হাতিটি। রাতের অন্ধকারে বাইক আরোহীরা কেউ তাকে প্রথমে দেখতে পাননি। হাতিটি বাইকের পিছনে বসে থাকা বাবুরাম ওরাঁও-কে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনে। তাতেই মারাত্মক জখম হন তিনি।

আর‌ও পড়ুন: নতুন ভোটারদের বুথমুখী করতে কমিশনের উদ্যোগ

হাতিটি চলে গেলে বাইক চালক বাবুরাম ওঁরাও-কে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই বনকর্মীরা হাসপাতালে আসেন। এদিকে আচমকা এমন বিপর্যয় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা।

অনন্যা দে

Bike Accident: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন, তাতেও রেহাই পেলেন না ভ্যানচালক! বেপরোয়া বাইক কেড়ে নিল প্রাণ

উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকায় আবারও বেপরোয়া গতির বলি হল তরতাজা যুবক। মেলায় দোকান দিয়ে ইঞ্জিনভ্যানে চালিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল তরণী সেনের। একই দুর্ঘটনায় বাইকে থাকা তিন যুবকের মধ্যে অর্ক রায় নামে একজনের মৃত্যু হয়েছে। পথ দুর্ঘটনায় জোড়া মৃত্যুর বিষয়টি ঘটেছে বাগদা থানার কাকলিমারি ব্রিজ সংলগ্ন চাঁদা রায়পুর এলাকায়।

দুর্ঘটনার জেরে বাইকে থাকা আরও দুই যুবক মুস্তাকিন মণ্ডল ও প্রসেনজিৎ মণ্ডল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি বনগাঁ থানার গাড়াপোতার পাগলতলা এলাকায়। ইঞ্জিন ভ্যানচালক মৃত তরণী সেনের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মেলায় দোকান দিয়েছিল তিনি। রাতে মেলা শেষ করে বাগদা থেকে বাড়ি ফিরছিলেন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত তরণী সেনের সঙ্গে আরও দু’জন সহকর্মী ছিলেন। তাঁরা অন্য ইঞ্জিন ভ্যানে করে আসছিলেন। সহকর্মী বিষ্ণু দাস বলেন, দাদা ইঞ্জিনভ্যান নিয়ে রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল। সে সময় একটি বাইক সজোরে এসে ইঞ্জিনভ্যানে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইঞ্জিনভ্যান থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন দাদা ও বাইকে থাকা তিন যুবক।

আর‌ও পড়ুন: অবাক কাণ্ড! তাঁতিদের তাঁত ঘরে নেই কাপড়, ঝুলছে পেঁয়াজ

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। তিন বাইক আরোহী ও ইঞ্জিন ভ্যানচালকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ইঞ্জিন ভ্যানচালক এবং এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে আরও দুই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা মেনে নিতে পারছে না ইঞ্জিন ভ্যান চালক তরণী সেনের পরিবার। সংসারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে।

রুদ্রনারায়ণ রায়

Bike Accident: বাইক নিয়ে উড়ে চলেছিল, হঠাৎ বিকট শব্দ! মুহূর্তে সব শেষ

মালদহ: হঠাৎ বিকট শব্দ। রাস্তার পাশেই চায়ের দোকান বসেছিলেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে আসেন সবাই। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ ঘটার ঘটে গেছে। রাস্তার উপর পড়ে রয়েছেন দুই বাইক আরোহী। একজনের দেহে আর প্রাণ নেই, অপরজনের অবস্থা আশঙ্কাজন। বাইকের সামনে দাঁড়িয়ে ছিল একটি ম্যাক্সি ট্যাক্সি। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুখুরিয়া রাজ্য সড়কের উপর।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বেপরোয়া গতির বলি হয়েছেন এই দুই বাইক আরোহী। বাইক নিয়ে তাঁরা কার্যত উড়ে যাচ্ছিলেন। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মালদহের পুখুরিয়া রাজ্য সড়কের উপর পীরগঞ্জ বটতলিা স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশ। বাইক আরোহী দুইজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আর‌ও পড়ুন: সেরে ওঠা রোগীর হঠাৎ মৃত্যু! ব্যাপক উত্তেজনা বালুরঘাট হাসপাতালে

মৃত দুই যুবকের নাম শেখ জামিদুল ( ২৪) ও শেখ সাজুল( ২৩)। দু’জনের‌ই বাড়ি পুখুরিয়া থানার মহারাজপুর গোকুলনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বলেন, আমরা সকলেই চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দোকান থেকে বেরিয়ে দেখি বাইক-ম্যাক্সি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলাই একজনের মৃত্যু হয়। কিছুক্ষণ পরে আরও একজনের মৃত্যু হয়। ট্যাক্সির চালক পলাতক।

আর‌ও পড়ুন: শিল্পায়নের ছন্দে নতুন স্লোগান বেঁধে তমলুকে বাজিমাতের লক্ষ্য বাম প্রার্থী সায়নের

জানা গিয়েছে, যাত্রী বোঝাই ম্যাক্সি ট্যাক্সিটি মালদহ থেকে পুখুরিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়ার দিক থেকে বাইকটি মালদহের দিকে আসছিল। এই ঘটনার নেপথ্যে অন্য কোন‌ও কারণ আছে কিনা এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হরষিত সিংহ

Actor Naveen Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা, গুরুতর আহত নবীন, এখন কেমন আছেন?

ওয়াশিংটন: ফের খারাপ খবর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে৷ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেতা নবীন পলিশেট্টি৷ জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন নবীন পলিশেট্টি৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেতা৷

কীভাবে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা৷ জানা গিয়েছে, আপকামিং ছবির জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন৷ সেখানেই বাইক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা৷ জানা গিয়েছে দুর্ঘটনায় অভিনেতার হাত ভেঙে গেছে৷

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

জানা গিয়েছে, এই চোট সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে৷ আপাতত শরীরের যত্ন নিচ্ছেন অভিনেতা৷ তবে শরীর খারাপ নিয়েও তিনি শ্যুটিং চালিয়ে যাবেন বলে জানা গেছে৷ তবে নবীন এখনও পর্যন্ত তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খোলেননি৷ তাঁর দুর্ঘটনার খবর পেয়ে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন৷

Bike Accident: শ্বশুরবাড়িতে রং খেলতে যাওয়াই কাল হল! বেঘোরে প্রাণ গেল নব দম্পতির

বাঁকুড়া: রাস্তার ধারে দাঁড়িয়ে শৌচকর্ম করার সময় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল নব দম্পতির। সিমলাপালের বাসিন্দা বছর ২৬-এর শুধাময় রানা তাঁর স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি গিয়েছিলেন দোল খেলার জন্য। আনন্দ উৎসব সেরে এই নবদম্পতি বাইকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না, মুহূর্তেই চলে গেল দু’জনের প্রাণ।

আর‌ও পড়ুন: ক্রিকেট ম্যাচ খেলে আর বাড়ি ফেরা হল না, লরি কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাইপুর থানার অমৃতপালের কাছে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কে দুর্গাপুর থেকে বাঁকুড়া হয়ে ঝাড়গ্রামগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাইককে ধাক্কা মারে। এরপর বাসটি উল্টে যায় রাস্তার পাশের জমিতে। ওই বাইকের চালক ছিলেন সুধাময় রানা, বাইকের পিছনের সিটে বসে ছিলেন তাঁর স্ত্রী। রাস্তার ধারে শৌচকর্ম করার জন্য বাইক দাঁড় করিয়ে নেমেছিলেন তাঁরা। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুর্ঘটনাগ্রস্থ সরকারি বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন‌। অন্যতম উদ্ধারকারী বিশ্বনাথ সেনাপতি জানান, বাসটি উল্টে গেলেও তার ভেতর থাকা যাত্রীদের কারোর তেমন একটা চোট লাগেনি। এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে সবকিছু খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। ফলে ক্রমশ দুর্ঘটনা বাড়ছে। অবিলম্বে রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নীলাঞ্জন ব্যানার্জী

Road Accident: ক্রিকেট ম্যাচ খেলে আর বাড়ি ফেরা হল না, লরি কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

হুগলি: স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবে, সবুজ ঘাসের বুক চিরে সাঁই সাঁই করে বাউন্ডারির দিকে ছুটে চলবে কভার ড্রাইভ। কিন্তু সব স্বপ্নই স্বপ্ন হয়ে থেকে গেল তরুণ ক্রিকেটার তন্ময় গুহের (২২)। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এই তরুণের।

আর‌ও পড়ুন: দাঁড়িয়ে থাকা অটোয় প্রাইভেট কারের ধাক্কা! সামশেরগঞ্জে মৃত্যু মায়ের, আশঙ্কাজনক মেয়ে

ক্রিকেট ম্যাচ খেলে বাইকে করে বাড়ি ফিরছিলেন তরুণ ক্রিকেটার তন্ময় গুহ। কিন্তু লরির ধাক্কায় অকালেই নিভে গেল এই তরতাজা প্রাণ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। আহত যুবকের নাম বিক্রমাদিত্য দাস।

মৃত তন্ময়ের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায়। বিক্রমাদিত্যর বাড়ি আরামবাগের নৈসড়ায়। দুর্ঘটনা পর স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তরুণ ক্রিকেটার তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মৃত তরুণের পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ম্যাচ খেলতে যাবেন বলেই বাইকে করে রাত্রির দিকে বেরিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে হঠাৎই তাঁরা খবর পান ছেলে আর নেই। এই আকস্মিক দুর্ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

শুভজিৎ ঘোষ

Truck Accident: ভুটান থেকে আসা ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

আলিপুরদুয়ার: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বাইকে দুই বন্ধু ছিল, তার মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চাঞ্চল‍্যকর ঘটনাটি সীমান্ত শহর জয়গাঁর।

আরও পড়ুন: রাস্তা পেরোনোর সময় ট্রাকের চাকায় পিষ্ট

ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ভুটান থেকে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিমা লামা’র। বাইকের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিশ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিকে এই দুর্ঘটনার পর ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই রাস্তাটির কোনও মেরামতি হয় না। যার কারণে ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকে। যে ঘটনা ঘটেছে তার অভিঘাত এলাকার অনেকেই ভুলতে পারছেন না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের সামনেই ছটফট করতে করতে মারা যান যুবক নিমা লামা। এরপরেও কি রাস্তা ঠিক হবে না? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অনন্যা দে