বিসর্জনে গিয়ে বিপত্তি।

Ganga river drowning incident: বিসর্জনের সময় বিপত্তি! গঙ্গায় তলিয়ে গেলেন ৪ জন, রইল ভয়ঙ্কর ভিডিও

বজবজ: বজবজে বিশ্বকর্মা পুজোর বিসর্জনের সময়ে বিপত্তি। হঠাৎ করে গঙ্গায় বান ডাকায় নদীতে তলিয়ে যান ৪ জন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুন: গৌড়বঙ্গের জন্য দুঃসংবাদ, পুজোর আগে বাড়তে পারে গরম! কবে থেকে স্বস্তি?

যদিও ওই চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বকর্মা পুজোর জন্য বজবজের বালুরঘাটে বিসর্জন চলছিল, ঠিক সেই সময় হুগলি নদীতে বাস আছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই চোখ কপালে ওঠে সবার। যদিও পুলিশ জানিয়েছে, ওই চারজনকেই তড়িঘড়ি উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের একটু আঘাত লেগেছিল। তাকে হাসপাতালেও পাঠানো হয়।

আরও পড়ুন: বলুন তো দেশের সবচেয়ে ধনী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাই বা কেমন?

বৃষ্টির পরে বজবজে নদীর জলের স্তর বেড়েছে অনেকটাই, নদীর জল ফুঁসছে। হঠাৎই বিসর্জনের সময় নদীতে বান আসে, তারপরেই ঘটে বিপদ। সেই ছবি ও ভিডিও পোস্ট হয়েছে সামাজমাধ্যমে। তবে দু’একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আপাতত নদীর ধারে না যেতে সকলকে পরামর্শ দিচ্ছে প্রশাসন।