জলের তলায় রাস্তা

South 24 Parganas News: কংক্রিটের রাস্তা কোথায়? চলছে নৌকা, সারা বছর জলের উপর দিয়েই যাতায়াত! কোন পথের এই হাল?

দক্ষিণ ২৪ পরগনা: নদীর জলের উপর দিয়ে হাঁটা ও বাইক চালানোর ভিডিও অনেক দেখেছেন। কিন্তু বাস্তবে সেগুলি হয় কিনা তা নিয়ে সন্দেহ ছিল সকলের। কিন্তু কুমারপুরে গেলে সেই সন্দেহ দূর হবে।

পাথরপ্রতিমার আঠারোগাছি থেকে খেয়া পেরিয়ে যেতে হয় এখানে। এখানে তৈরি করা হয়েছিল কংক্রিটের রাস্তা। যা অধিকাংশ সময় থাকে জলের তলায়। জলের তলায় থাকলেও স্থানীয়রা সেই রাস্তাটিকে চেনেন।

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

ফলে তারা দিব্যি যাতায়াত করেন সেখান থেকে। কিন্তু নতুন ব্যক্তি সেখানে গেলেই প্রথম দেখাতেই ঘাবড়ে যেতে পারেন। জল খুব বাড়লে ছোট নৌকাও  চালানো যায়।

এই সমস্যা সমাধানের জন্য রাস্তা উঁচু করার দাবি তুলেছেন স্থানীয়রা। এ নিয়ে শিবশঙ্কর কয়াল ও প্রসেনজিৎ দাসের মত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সমস্যার কথা সব জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন: রুটি খেয়েই কমবে ডায়াবেটিস! গমের সঙ্গে মাত্র ২ টি জিনিস মেশালেই ম‍্যাজিক, রুটি হবে পুষ্টির ভাণ্ডার

শুধু যাতায়াতের সমস্যা তা নয়। সন্ধ্যার পর সেখানে কোনও আলো থাকেনা। ফলে জলের উপর দিয়ে অন্ধকারে যাওয়া খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। রাস্তা পেরিয়ে নদীর পাড়ে তৈরি করা বিশ্রামাগারটিও থাকে জলের তলায়। ফলে সমস্যা হয় বিস্তর। কিন্তু তারপরও সাধারণ মানুষজন মানিয়ে নিয়েছেন এর সঙ্গে।

নবাব মল্লিক