Tag Archives: South 24 pargana

Crime News: বাবাকে খুন করে বাগানে পুঁতল ছেলে, পরে আত্মহত্যার চেষ্টা! যুবকের কাণ্ড শুনে গায়ে কাঁটা দেবে

দক্ষিণ ২৪ পরগনা: নেশাগ্রস্ত ছেলেকে প্রতিবাদ করায় খুন হলেন বাবা। কুলতলী থানার জালাবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা গ্রামের পরিমল হালদার নামের এক যুবক প্রতিনিয়ত নেশাগ্রস্থ অবস্থায় থাকত। এ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া ঝামেলা লেগে থাকত। প্রতিবেশীদের দাবি, বেশ কিছুদিন আগে পরিমল হালদার তার বাবাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

আরও পড়ুন: বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী

গত চার পাঁচ দিন আগে তার বাবা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এলাকার লোকজন পরিমলকে জিজ্ঞাসা করলে পরিমল বলত, আমি জানি না। গতকাল দুপুরে পরিমল কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ায় প্রতিবেশীরা তাকে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তখনই তাকে প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে পরিমল তাদেরকে জানায় প্রতিনিয়ত নেশা করার প্রতিবাদ করায় বাবাকে সে খুন করে এলাকায় একটি বাগানে মাটিতে পুঁতে দিয়েছে বাবার মৃতদেহ।

প্রতিবেশীরা কুলতলী থানায় খবর দেন। পরিমলের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা পরিমলকে বারাইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। কুলতলী থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনার স্থল থেকে পরিমলের বাবা কাশিনাথ হালদারের দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে কুলতলী থানার পুলিশ। ঘটনা তদন্তে কুলতলী থানার পুলিশ।

সুমন সাহা

South 24 Parganas News: ৭ দিন কোনও খোঁজ নেই! হঠাৎ মাঝসমুদ্রে… গায়ে কাঁটা দেওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী ১৩ মৎস্যজীবী

রায়দিঘি: অবশেষে রায়দিঘি ঘাটে ফিরল ১৩ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ট্রলারটি‌। নিখোঁজ ট্রলারটি ১৫ জুন মাছ ধরতে বের হয়েছিল। এরপর তাদের কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে যায়। যার জেরে স্থলভাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে প্রচণ্ড ঢেউয়ের দাপটে বাঘের চরের কাছে ট্রলারটি চলে যায়।

দল থেকে আলাদা হয়ে পড়ায় তারা সমুদ্রের বুকে একা হয়ে পড়ে। এদিকে মাঝির উপস্থিত বুদ্ধির জোরে এই যাত্রায় উদ্ধার পায় তারা। হাওয়ার দিকে ত্রিপল টাঙিয়ে সেটিকে পাল হিসাবে ব্যবহার করে তারা। ফলে পুরনো দিনের মতো পালে হাওয়া লাগিয়ে ট্রলারটি ঘাটে ফিরতে সক্ষম হয়। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবী সকলেই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি! নিকষ অন্ধকারে ছেয়ে আকাশ, মুহুর্মুহু বজ্রপাত, গৌড়বঙ্গের আবহাওয়ায় বড় বদল

বঙ্গোপসাগরে বাঘের চরের কাছে এম ভি মাতৃ আশিষ নামের ট্রলারটির যখন ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল সেই সময় যোগাযোগ রক্ষার জন্য স্যাটেলাইট সিস্টেম ফ্রিকোয়েন্সি সিগন্যালও খারাপ হয়ে গিয়েছিল। পরে উপকূল রক্ষীবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় ট্রলারটির খোঁজ মেলে। শুক্রবার রাতেই ট্রলারটির ফেরানোর ব্যবস্থা করা হয়। শনিবার সকালেই ট্রলারটি ঘাটে এসেছে। ফলে খুশি সকল মৎস্যজীবীই।

নবাব মল্লিক

Joynagar Name Origin: মোয়া খেতে ভালবাসেন? কিন্তু ‘জয়নগর’ নাম এল কোথা থেকে? জানলে চমকে যাবেন…

সুমন সাহা, দক্ষিণ 24 পরগনা : জয়নগর মানে নলেন গুড়ের মোয়া। দেশ-বিদেশের জয়নগরের খ্যাতি এই মোয়ার জন্য! কিন্তু কেন এই এলাকার নাম জয়নগর হয়েছে তা জানেন কি?এক সময় আদিগঙ্গা এখান থেকেই প্রবাহিত ছিল। শ্রী চৈতন্য দেবের আদি গঙ্গার তীর ধরে চক্র তীর্থ গমন করে জয়নগর হয়ে পুরীধামে গমন করেন। জয়নগরের ইতিহাসে প্রসিদ্ধ কুলদেবী হলেন জয়চণ্ডী। ‌ গবেষকদের কেউ বলেন দেবীর নামে জয়নগর নামটির উৎপত্তি।  এই জয়চণ্ডী দেবীর মন্দিরে আজ ও সেই পরম্পরায় ১৫ দিনব্যাপী মায়ের রূপ পরিবর্তনের বিভিন্ন রূপ ফুটে ওঠে।

সুদূর অতীতে কোন এক পুণ্য জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে প্রত্যাদেশ অনুসারে দেবীকে স্থাপন করা হয়। তার পর আজ পর্যন্ত প্রতি বছরই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জয়নগর জয়চণ্ডীতলায় দেবী মন্দিরে মায়ের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে জ্যৈষ্ঠ মাসের শুক্লা প্রতিপদ হইতে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ব্যাপী প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাজসজ্জায় ও বিচিত্র ভাবভঙ্গিমায় মায়ের রূপ পরিবর্তন হয়। দেশ দেশান্তরের বিভিন্ন ভক্তরা, শক্তি রূপিণী মায়ের নিত্য নতুন বিভিন্ন রূপ স্বচক্ষে দর্শন করে। মায়ের মন্দির জয়নগর মজিলপুর ষ্টেশন হইতে মাত্র আট মিনিটের পথ।

আরও পড়ুন : কালো ছোপ ধরা পেঁয়াজ, রসুন কি খাওয়া যায়? খেলে কতটা ক্ষতি শরীরের? জানুন সর্বনাশ থেকে বাঁচতে

কলকাতা- লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের মধ্যে বা সংলগ্ন এলাকা থেকে রোজ বিকেলের ট্রেনে এসে রাত্রে ফেরা যায়। যানবাহনের সুবিধা হওয়ায় নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, উত্তরভাগ, রায়দিঘী, বেহালা প্রভৃতি স্থান থেকেও আসা যায়। জয়নগর রথতলা হইতে পশ্চিমদিকে ৪ মিনিটের পথের শ্রীশ্রী জয়চণ্ডীমাতার মন্দির অবস্থিত।

এ বার দেখে নেওয়া যাক ১৫ দিনে মায়ের কী কী রূপ থাকছে-২৪ জ্যৈষ্ঠ শুক্রবার প্রতিপদ মাহেশ্বরী, ২৫ জ্যৈষ্ঠ  শনিবার দ্বিতীয়ায় কমলেকামিনী, ২৬ জ্যৈষ্ঠ রবিবার তৃতীয়ায় দেবীমনসা, ২৭ জ্যৈষ্ঠ সোমবার চতুর্থীতে বৈষ্ণবী, ২৮ জ্যৈষ্ঠ মঙ্গলবার পঞ্চমীতে বিপত্তারিণী, ২৯ জ্যৈষ্ঠ বুধবার ষষ্ঠীতে  গণেশ জননী, ৩০ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সপ্তমীতে ব্রহ্মাণী, ৩১ জ্যৈষ্ঠ শুক্রবার অষ্টমীতে মা শীতলা, ৩২ জ্যৈষ্ঠ শনিবার নবমী , দশমী একাদশী উপলক্ষে জগদ্ধাত্রী। ১ আষাঢ় রবিবার জাহ্নবী, ২ আষাঢ় সোমবার অন্নপূর্ণা, ৩রা আষাঢ় মঙ্গলবার দ্বাদশী রাইরাজা, ৪ আষাঢ় বুধবার দ্বাদশী, ৫ আষাঢ় বৃহস্পতিবার ত্রয়োদশী চতুর্দ্দশী শ্রীলক্ষ্মী, ৬ই আষাঢ় শুক্রবার ইন্দ্রাণী, ৭ আষাঢ় শনিবার পূর্ণিমা কাত্যায়নী মায়ের রাজবেশ।

Murder: প্রেমিকের সঙ্গে ফোনে মত্ত স্ত্রী, কাটারি নিয়ে এগিয়ে এলেন স্বামী! কুলতলিতে নৃশংস কাণ্ড

কুলতলি: স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কাটামারি গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মন্ডল। মৃত স্ত্রী বিমলা মন্ডল। কিন্তু কী কারণে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? তদন্ত উঠে এসেছে চাঞ্চল‍্যকর তথ‍্য।

অভিযোগ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ঘটেছে এই ভয়ঙ্কর খুনের ঘটনা। অভিযোগ স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করেন অভিযুক্ত বিপ্লব মন্ডল।

আরও পড়ুন: বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় স্ত্রী বিমলা মন্ডল ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলা নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে বচসা হয়। তখন স্বামী বিপ্লব বাড়িতে থাকা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন। তখন স্বামী বিপ্লব বাড়িতে থাকা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

পুলিশ খবর পেয়ে স্বামীকে গ্রেফতার করে। আজ বারুইপুর আদালতে পেশ করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী।

অর্পন মন্ডল

South 24 Parganas News: নুরপুরের শ্রীফলবেড়িয়া নতুন বাঁধ নির্মাণ, প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: নুরপুরের শ্রীফলবেড়িয়ায় নির্মিত হল নতুন বাঁধ। যার ফলে প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা। খুশি সকলেই।

রাজ্য সরকারের উদ্যোগে ডায়মন্ড হারবারের হুগলি নদীর বাঁধ কংক্রিটের তৈরি করা হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের নুরপুরের শ্রীফলবেড়িয়া এলাকার শান্তিধাম থেকে হাটখোলা পর্যন্ত প্রায় ৯০০ মিটার স্থায়ীভাবে কংক্রিটের নদী বাঁধ গড়ে তোলা হয়। যার ফলে উপকৃত হবেন নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা। কারণ, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নদীর জল ফুলেফেঁপে উঠে মাটির বাঁধ উপছে বা ভেঙে প্লাবিত হত এলাকা।

আরও পড়ুন: গরমকালে ‘এই’ সুস্বাদু ফলেই যেন আরাম, কিন্তু খুব সাবধান! ভয়ানক ক্ষতি হতে পারে শরীরে, কী কী সতর্কতা অবলম্বন করবেন!

এই কংক্রিটের বাঁধ নির্মাণের ফলে প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন এলাকার ৫০টিরও বেশি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এই কাজের জন্য রাজ্য সরকারের সেচ ও জলপথ দফতরের পক্ষ থেকে প্রায় ৭ কোটি ৬৪ লক্ষেরও বেশি টাকা ব্যয় করা হয়েছে।

নতুন এই বাঁধ নির্মাণের ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষায় এই বাঁধ এলাকাবাসীদের উপর আশীর্বাদ হয়ে আসবে, এমনই মনে করছেন সকলে।

নবাব মল্লিক

Woman’s Day: ৩০ বছরের কর্মজীবনে একদিনও ছুটি নেননি…মানবসেবায় নিয়োজিত সমস্ত জীবন, বঙ্গের এই মহিয়সী মহিলাকে চেনেন?

কুলপি: কর্মজীবনে একদিনও ছুটি না নিয়ে অন্য মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন কুলপির এক স্বাস্থ্যকর্মী। তাঁর নাম রীতা মণ্ডল। কর্মজীবনের ৩০টি বছর এভাবেই কাটিয়েছেন তিনি। তাঁর এই কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে ন্যাশ্যানাল ফ্লোরেন্স নাইটিঙ্গল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন তাঁকে।

বর্তমানে ইন্টারন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গল আ্যওয়ার্ডের জন্য তাঁর নাম মনোনীত হয়েছে। চাকরি জীবনে একদিনও ইএল, সিসিএল নেননি তিনি। একটি উপ স্বাস্থ্যকেন্দ্রের এএনএম নার্স হয়েও, কাজের বাইরে অবসর সময়ে সর্বদা মা ও শিশুদের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে সচেতন করেন তিনি। পরিবার পরিকল্পনা, সংক্রামক ব্যাধি নিয়ে মানুষজনের সচেতন করার কাজ একা হাতে চালিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: সরাসরি বিধায়ককে ফোন? ED আধিকারিকদের উপরে হামলার দিন ঠিক কী করেছিল শেখ শাহজাহান..সিবিআইয়ের রেডারে আরও অনেক

তাঁর এই কাজের পুরস্কার হিসেবে ২০০৯ ও ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সেরা স্বাস্থ্যকর্মী, ২০২১ সালে রাজ্যের সেরা স্বাস্থ্যকর্মী হিসাবে মনোনীত হয়ে ছিলেন। দৈনন্দিন জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েও, কর্তব্যে অবিচল থেকেছেন তিনি। ছুটে গিয়েছেন তাঁর দায়িত্বে থাকা ১২ টি গ্রামের মানুষদের রাত দিন স্বাস্থ্য পরিষেবা দিতে।

আরও পড়ুন: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?

তাঁকে দেখে গ্রামের মহিলা থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও অনেক কিছু শিখেছেন। তিনি এখন সকলের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এ নিয়ে রীতা দেবী জানান, তাঁর মতো অন্যান্য মহিলারা সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসুক। মানুষের পাশে পৌঁছে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর কাজ সারাজীবন করতে চান তিনি‌। সেই কাজই করে যাবেন আজীবন।

নবাব মল্লিক

South 24 Parganas News: ১৫টা বছর ধরে চাকরির জন্য অপেক্ষা.. অবশেষে হবে শেষ! দক্ষিণ ২৪ পরগনায় চাকরি পাবেন ৩৬৪ জন চাকরিপ্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে চাকরি পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ৩৬৪ জন চাকরিপ্রার্থী। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৩৪ জনের মধ্যে ১,৫০৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ৩২৮ জনের তালিকা প্রকাশ করা হয়নি।

পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি ছিল, ৩২৮ জনের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ ও নন জয়েনিং মিলিয়ে ১০৪২ জনের নিয়োগের কথা ঘোষণা হলে তবেই অবস্থান বিক্ষোভ ও অনশন তোলা হবে।

আরও পড়ুন: ‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে…,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি

এ নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন একমাত্র তিনি পারেন চাকরি দিতে। কারণ, তিনি চাকরি দিতে ইচ্ছুক। কিন্তু আইনি জটিলতার ও কিছু প্রতিবন্ধকতা যতটা সম্ভব তাড়াতাড়ি কাটিয়ে উঠে তিনি যে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে আগ্রহী তার ব্যতিক্রম ঘটেনি। দীর্ঘদিন আগে আন্দোলনকারীরা আদালতে আবেদন করেছিলেন যে, ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে। সেইসঙ্গে, ৫ শতাংশ অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করতে হবে। যদিও মহামান্য আদালত থেকে সেই রায় এখনো আমরা পায়নি।’’

আরও পড়ুন: লাগাতার ধর্ষণ..মারধর! গরম ডাল ঢেলে পুড়িয়ে দেওয়া হল শরীর..দিল্লিতে নারকীয় নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী

তারপরে ফের তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চান যারা বেকার যুবক-যুবতী আছেন যারা যোগ্য যারা মেধা তালিকায় আসবেন তাদের চাকরি হোক। এদিনের এই তালিকা প্রকাশের পর সেটা পরিষ্কার হয়ে গেল। পূর্ণাঙ্গ তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এখানে লুকোচুরির কোন জায়গা নেই। এটা দেখে সকলেই বুঝে নিতে পারবে প্যানেল একেবারে স্বচ্ছ তৈরি হয়েছে।’’এই খবর, পাওয়ার পর খুশির জোয়ার বইছে ডায়মন্ডহারবারে।

নবাব মল্লিক

Sundarban Honey: সুন্দরবনের মধু GI তকমা পাওয়ার পর, মউলিদের ভবিষৎ নিয়ে বড় আভাস

বছরের শুরুতেই জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) তকমা পেল সুন্দরবনের মধু। কিন্তু এই জিআই ট্যাগে আদৌ কি সুন্দরবনের মৌলেদের জীবন জীবিকার মাধ্যমে পরিবারে স্বাচ্ছন্দ আসবে তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে।
বছরের শুরুতেই জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) তকমা পেল সুন্দরবনের মধু। কিন্তু এই জিআই ট্যাগে আদৌ কি সুন্দরবনের মৌলেদের জীবন জীবিকার মাধ্যমে পরিবারে স্বাচ্ছন্দ আসবে তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে।
উল্লেখ্য, পুণের একটি সংস্থাকে হারিয়ে সুন্দরবনের মধু গত বুধবার এই তকমা পেয়েছে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরনবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগের মৌলেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান।
উল্লেখ্য, পুণের একটি সংস্থাকে হারিয়ে সুন্দরবনের মধু গত বুধবার এই তকমা পেয়েছে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরনবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগের মৌলেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান।
মাসখানেক ধরে জঙ্গলে মৌচাক খুঁজে সেখান থেকে মধু সংগ্রহ করেন। বন দফতর নির্দিষ্ট দামে তা মৌলেদের থেকে কিনে নেয়। সেই মধুই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশ ও বিদেশে বিক্রি হয়।
মাসখানেক ধরে জঙ্গলে মৌচাক খুঁজে সেখান থেকে মধু সংগ্রহ করেন। বন দফতর নির্দিষ্ট দামে তা মৌলেদের থেকে কিনে নেয়। সেই মধুই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশ ও বিদেশে বিক্রি হয়।
কোভিড পরবর্তী সময়ে সুন্দরবনের মধুর চাহিদা যথেষ্ট বেড়েছে। পাশাপাশি বছরের শুরুতেই সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ায় মধুর চাহিদা বাড়লেও আদতে যারা সুন্দরবনে জলে কুমির ডাঙ্গায় বাঘের সঙ্গে লড়াই করে সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে তাদের আদতে জীবন সুরক্ষা ও আর্থিক সংগতি কতটা উন্নয়ন হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন তুললেন সুন্দরবন বিষয়ক গবেষক অধ্যাপক অনিমেষ মন্ডল।
কোভিড পরবর্তী সময়ে সুন্দরবনের মধুর চাহিদা যথেষ্ট বেড়েছে। পাশাপাশি বছরের শুরুতেই সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ায় মধুর চাহিদা বাড়লেও আদতে যারা সুন্দরবনে জলে কুমির ডাঙ্গায় বাঘের সঙ্গে লড়াই করে সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে তাদের আদতে জীবন সুরক্ষা ও আর্থিক সংগতি কতটা উন্নয়ন হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন তুললেন সুন্দরবন বিষয়ক গবেষক অধ্যাপক অনিমেষ মন্ডল।
যদিও এবার জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। খুশির হাওয়া মৌলেদের মধ্যে।
যদিও এবার জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। খুশির হাওয়া মৌলেদের মধ্যে।
সারা বছর ধরে মধুর মরশুমের দিকে বাড়তি রোজগারের আশায় তাকিয়ে থাকেন তাঁরা। গত বার মধুর দামে কিছুটা বাড়তি আয় হয়েছে, এবারে কতটা দাম বাড়বে তা কিন্তু সময়ই বলবে। (জুলফিকার মোল্যা)
সারা বছর ধরে মধুর মরশুমের দিকে বাড়তি রোজগারের আশায় তাকিয়ে থাকেন তাঁরা। গত বার মধুর দামে কিছুটা বাড়তি আয় হয়েছে, এবারে কতটা দাম বাড়বে তা কিন্তু সময়ই বলবে। (জুলফিকার মোল্যা)