পুজো মণ্ডপে পুরীর জগন্নাথ মন্দির

Durga Puja 2024: পুরীর জগন্নাথ মন্দির এবার আন্দুলে… কত খরচ জানেন? শুনলে চমকে যাবেন

হাওড়া: বাতাসে পুজো পুজো গন্ধ। শরতের সেই চেনা রোদ হাজির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠেছে গ্রাম-গঞ্জ, শহর-শহরতলি। কার থিম কাকে টক্কর দেয়, সেটাই তো দেখার। জোর কদমে চলছে ও প্রতিমা তৈরির কাজ। হাওড়ার আন্দুল ‘ আমবাগান আমার সবাই ‘ পুজো কমিটির পুজো মণ্ডপ এবার আলোচনার শীর্ষে।

মূলত দ্বিতীয়া থেকেই মানুষের ঢল নামে এখানে। বিজয়াতেও থাকে মানুষের উপস্থিতি। গত বছর মণ্ডপ তৈরি হয়েছিল ডিজনি ল্যান্ডের আদলে। এবার মণ্ডপ  জগন্নাথ মন্দির আদলে।  প্রায় ৫-৬ মাস আগে থেকে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে। মণ্ডপের উচ্চতা প্রায় ১০৪-১০৫ ফুট। ব্যয় করা হয়েছে প্রায় ১৮-২০ লক্ষ টাকা।

আরও পড়ুন: ‘৮৫ হাজারে কী হয়, অন্তত ১০ লক্ষ দিন!’ পুজো অনুদান মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

এ প্রসঙ্গে পুজো উদ্যোক্তাদের কথায় জানা যায়, যেভাবে মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আর প্রতি বছর দর্শকদের আমাদের মণ্ডপে প্রতি যে আকর্ষণ থাকে তাতে বলা যেতে পারে এবারও আরও বেশি মানুষের ঢল নামবে তা আশা করা যায়।
রাকেশ মাইতি