মালগাড়ি লাইনচ্যুত

Train Accident: উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ৫ বগি! সাতসকালে কান ফাটানো বিকট শব্দ! গ্রাস করছে তীব্র আতঙ্ক

জলপাইগুড়ি: বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। রোজই কোনও না কোনও রুটে রেল দুর্ঘটনা ঘটছে। কখনও মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে, কখনও যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে ফের লাইনচ্যুত মালগাড়ি। ব্যাহত উওর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ।

নিউ ময়নাগুড়ির বেদগাড়ায় এ দিন সকালে লাইনচ্যুত হয় ট্রেনটি। হঠাৎই বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। স্থানীয় বাসিন্দারা এত সকালে এমন ভয়ানক শব্দ পেয়ে ছুটে এসে দেখেন ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। সাতসকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৎক্ষণাত রেল দফতরে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ চুম্বকের মতো টানে টাকা-সম্পদ, এই ৫ গাছের একটিও রয়েছে আপনার ঘরে? সামান্য যত্নে জীবনে অর্থাভাব হবে না

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দুর্দান্ত খবর! দার্জিলিংয়ে শুরু হয়ে গেল হাইকিং, কোন কোন রুটে যেতে পারবেন? জানুন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যেই রেল দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। কীভাবে মালগাড়ির লাইনচ্যুত হল খতিয়ে দেখছে রেল দফতর। ঘটনা প্রসঙ্গে ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, রেল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে বেদগাড়া স্টেশনে।

সুরজিৎ দে