Pedicure Hacks at Home: বাজে খরচ একদম নয়! পুজোর আগে বাড়িতেই পেডিকিওর! ঝকঝকে পা কীভাবে পাবেন, রইল টিপস

সামনে পুজো আসছে । মুখের সঙ্গে হাত-পায়েরও যত্ন নেওয়ায় কোনও খামতি নেই। কিন্তু স্যালোঁতে এসব করানোর খরচা অনেক। বাড়িতে খুব সহজেই পেডিকিওর করানো যেতে পারে। বিস্তারিত জেনে নিন।
সামনে পুজো আসছে । মুখের সঙ্গে হাত-পায়েরও যত্ন নেওয়ায় কোনও খামতি নেই। কিন্তু স্যালোঁতে এসব করানোর খরচা অনেক। বাড়িতে খুব সহজেই পেডিকিওর করানো যেতে পারে। বিস্তারিত জেনে নিন।
বাড়িতে পেডিকিওর করা সহজ। পেডিকিওরের প্রথম ধাপ হল পা ভিজিয়ে রাখা। এটি করার জন্য প্রয়োজন হবে গরম জল।
বাড়িতে পেডিকিওর করা সহজ। পেডিকিওরের প্রথম ধাপ হল পা ভিজিয়ে রাখা। এটি করার জন্য প্রয়োজন হবে গরম জল।
প্রথমে ২ গ্লাস জল গরম করতে দিন। এতে দু'টি কাটা লেবু দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর পা ভিজিয়ে রাখুন ৫ মিনিট।
প্রথমে ২ গ্লাস জল গরম করতে দিন। এতে দু’টি কাটা লেবু দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর পা ভিজিয়ে রাখুন ৫ মিনিট।
এর পর কাটা লেবুর খোসায় ক্লিনজার এবং স্ক্রাব ঢেলে নিন। যদি ক্লিনজার পাওয়া না যায় তবে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
এর পর কাটা লেবুর খোসায় ক্লিনজার এবং স্ক্রাব ঢেলে নিন। যদি ক্লিনজার পাওয়া না যায় তবে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
স্টেপ ২-এ ঘরে বসেই তৈরি করবেন DIY ফুট ক্রিম। এটি তৈরি করতে ১ চা চামচ নারকেল তেল, বেবি অয়েল এবং ১ চা চামচ সোডা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। সেই পেস্ট সারা রাত লাগিয়ে ঘুমাতে পারেন। এটি ফাটা গোড়ালি সেরে যাবে এবং সমস্ত ট্যানিংও চলে যাবে।
স্টেপ ২-এ ঘরে বসেই তৈরি করবেন DIY ফুট ক্রিম। এটি তৈরি করতে ১ চা চামচ নারকেল তেল, বেবি অয়েল এবং ১ চা চামচ সোডা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। সেই পেস্ট সারা রাত লাগিয়ে ঘুমাতে পারেন। এটি ফাটা গোড়ালি সেরে যাবে এবং সমস্ত ট্যানিংও চলে যাবে।