বেঙ্গালুরু: ধরে নিন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আপনার সামনে একটা অটো হুশ করে চলে এলো৷ ড্রাইভার জিজ্ঞালা করল কোথায় যাবেন আপনি৷ কিন্তু আপনার চোখ আটকে গেল ড্রাইভারের সিট দেখে৷ সাধারণ অটো নয়, সেখানে বসানো রয়েছে অফিসের চেয়ার! ব্যাপারটা নিশ্চয়ই আপনাকে অবাক করে দেবে?
না গল্প নয়, ঘটনাটি একবারে সত্যি৷ এমন ঘটনা ঘটেছে খোদ বেঙ্গালুরুতে৷ যেখানে দেখা গিয়েছে, এক অটোচালক তার গাড়িতে ড্রাইভারের সাধারণ সিট রাতারাতি পাল্টেই ফেলেছেন৷ তার জায়গায় লাগিয়ে ফেলেছেন কর্পোরেট অফিসের চেয়ার৷
নিত্য নতুন ঘটনার জন্য বেঙ্গালুরুর নাম বিভিন্ন সময় সংবাদের শিরোনামেই থাকে৷ কিছুদিন আগেই আর এক অটোচালকের কীর্তি অবাক করে দিয়েছিল সবাইকে৷ দেখা গিয়েছিল, তিনি নিজের হাত ঘড়িতে একটি কিউআর কোড লাগিয়েছেন৷ পিক টাইম মানে ব্যস্ততার সময়৷ তার উপর অনলাইনের যুগ৷ চটপট কাস্টমারদের থেকে টাকা তুলতেই এই ব্যবস্থা করেছিলেন তিনি৷ কাস্টমরা তার ঘড়ি স্ক্যান করেই পেমেন্ট করে দিচ্ছিলেন৷
আরও পড়ুন : ভারতে মোট জেলার সংখ্যা কত? সঠিক উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়েছেন ৯০ শতাংশ
তবে কর্পোরেট চেয়ার লাগানো অটোচালকের কীর্তি রীতিমতো ভাইরাল৷ এক যাত্রী সেই ছবিটি তুলে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেন৷ ছবিটি ২৩ সেপ্টেম্বর শেয়ার করা হয়েছিল৷ প্রায় ২৭ হাজার ভিউ এসেছে৷ ছবিটি শেয়ার করে, শিবানী মাতলাপুদি নামের সেই অটোযাত্রী লিখেছিলেন, “এই কারণেই বেঙ্গালুরুকে আমি এত ভালোবাসি৷ অটোচালক কত ভালোভাবে নিজের সিটটি আপগ্রেড করেছে দেখুন” অটোচালকের এই কাজে অনেকে যেমন অবাক হয়েছেন, তেমন অনেকে আবার প্রশংসাও করেছেন৷ অনেকে লিখেছেন, ঘণ্টার পর ঘণ্টা অটো চালানো পরিশ্রমের কাজ৷ তাছাড়া বেঙ্গালুরু প্রবল জ্যামে আটকে থাকার ব্যাপারটিও রয়েছে৷ হাত ও পিঠের বিশ্রামের জন্য অটোচালক যা করেছেন তা প্রশংসার দাবী রাখে৷
ছবি ভাইরাল হতেই নেট জগতে একের পর এক কমেন্ট ভেসে উঠছে৷ সবাই যে ব্যাপারটায় বেশ মজা পেয়েছেন সেটা পরিষ্কার৷ একজন যেমন লিখেছেন, “এই অটোচালকই রূপার পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন, কিউকি আরম কা মামলা হ্যায়৷” অন্য আর একজন লিখেছেন, “এমন কিছু হতে পারে আমি সত্যিই ভাবতে পারছি না৷ নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস হচ্ছে৷ আমি এখনই বেঙ্গালুরু যাব৷ পুরো ব্যাপারটা নিজের চোখে দেখতে চাই৷ অবিশ্বাস্য৷”
এখানেই শেষ নয়৷ নেটিজেনদের অনেকে অটোচালককে ব্যাটম্যানের সঙ্গেও তুলনা করেছেন৷ লিখেছেন, “প্রবল ট্রাফিক থেকে বাঁচটে ভাই দারুণ একটি উপায় বের করেছে৷ ভিড় ঠেলে এবার ও ব্যাটম্যানের মতো যাত্রীদের নিয়ে যাবে৷” একজন লিখেছেন, “যে ভঙ্গিতে অটোচালক বসে রয়েছে আর অটো চালাচ্ছে সেটা কিন্তু দারুন৷”