গাড়িটি 

Alipurduar News: বাঁশের আড়ালে হচ্ছিল বার্মাটিক কাঠ পাচার! ছক ভেস্তে দিল বন বিভাগ 

আলিপুরদুয়ার: বারবিশা বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত ৭০০ সিএফটি বার্মাটিক বোঝাই গাড়ি। বাঁশের আড়ালে চলছিল বার্মাটিক কাঠ পাচার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের ছক ভেস্তে দিল বন বিভাগ।

আলিপুরদুয়ার জেলার অসম সীমানা বারবিশার পূর্ব চকচকা এলাকায় জাতীয় সড়কে বার্মাটিক বোঝাই একটি গাড়ি আটক করে বন বিভাগ। ওই গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক ৭০০ সিএফটি বার্মাটিক কাঠ। যাতে মূল্যবান এই কাঠটি না দেখা যায় তার জন্য কাঠের ওপরে বাঁশ বোঝাই করা হয়েছিল। তার নীচে বার্মাটিক কাঠ বোঝাই করে সেগুলি অসম থেকে হরিয়ানাতে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ Sourav Ganguly: ফের মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়, মানুষের পাশে দাঁড়াতে নিলেন বড় উদ্যোগ

বন বিভাগের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ৭০০ সিএফটি কাঠের আনুমানিক বাজার মূল্য ২৪ লক্ষ টাকা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে বন বিভাগ। গাড়িটি আটক করা হয়েছে, পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসিকে।

Annanya Dey