Tag Archives: Alipurduar

Dengue News: ভয় ধরাচ্ছে ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্ট! ‘ডেন- থ্রি’ কতটা বিপজ্জনক, চিন্তায় স্বাস্থ্যমহল

আলিপুরদুয়ার: ডেঙ্গির প্রকোপ হবে আরও ভয়াবহ। ‘ডেন থ্রি’ ভ্যারিয়েন্টের হদিস মিলল কালচিনি ব্লকে। ঘন ঘন জ্বর, বমি হলেই ভর্তি হতে হবে হাসপাতালে। তাই আগের থেকে সতর্কবার্তা জানিয়ে দিল স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ার জেলায় ৫২ জন ডেঙ্গি আক্রান্ত। ৪৪ জন কালচিনির। ডেঙ্গি রুখতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর এবং কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পূর্বে কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মধ্যে সন্ধান মিলতো ‘ডেন টু’ ভেরিয়েন্টের। ফলে সাধারণ মানুষ কেউ ডেঙ্গি আক্রান্ত হলে অধিকাংশ রোগী বাড়িতেই সঠিকভাবে চিকিৎসা মিললে তাঁরা সুস্থ হয়ে যেতেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবার কালচিনি ব্লকের ৩০ জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করার পর সেখানে ৩জনের মধ্যে ‘ডেন থ্রি’ ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ফলে পূর্বের তুলনায় ডেঙ্গির তীব্রতা বেড়েছে। স্বাস্থ্য দফতরের মতে, দিন প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভেরিয়েন্ট পাল্টাতে থাকে। এরূপ পরিস্থিতিতে বেশ কিছু ডেঙ্গি আক্রান্তকেই ভর্তি করতে হয় হাসপাতালে। যা রপরেই ডেঙ্গি নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য দফতর ও কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা।

কালচিনি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্রীকান্ত মণ্ডল বলেন, “ডেন থ্রি ভেরিয়েন্টের প্রকোপ এবার ব্লকে লক্ষ্য করা যাচ্ছে। ফলে কিছুটা চিন্তায় রয়েছি এবং সাধারণ মানুষকে নিয়মিত এ নিয়ে সচেতন করছি।”

বর্ষার পূর্বেই কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে এখনও পর্যন্ত সর্বাধিক আক্রান্ত কালচিনি গ্রাম পঞ্চায়েতে। ১৪ জন আক্রান্ত রয়েছেন। যারপরে ডেঙ্গি রুখতে পুরোপুরি ময়দানে নেমে পড়েছেন তারা।

অনন্যা দে

Alipurduar News: খাবারের লোভে এসে খাঁচা বন্দি লেপার্ড! ডিমডিমা চা বাগানে শোরগোল

আলিপুরদুয়ার: ছাগল খাবার লোভে এগিয়ে আসতেই খাঁচা বন্দি হল লেপার্ড। ঘটনাটি ডিমডিমা চা বাগান এলাকার।

বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল লেপার্ড। শুক্রবার খাঁচা বন্দি লেপার্ডটিকে উদ্ধার করল জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। জানা যায়, এদিন খাঁচা বন্দি লেপার্ডটি দেখতে পেয়ে স্থানীয়রা বন দফতরে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা বন্দি লেপার্ডটি উদ্ধার করে নিয়ে যান। বন দফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার জানান,  ডিমডিমা চা বাগান থেকে একটি স্ত্রী লেপার্ড উদ্ধার করা হয়েছে। . এর কোনও শাবক এলাকায় রয়েছে কি না, তার সন্ধান করা হচ্ছে।

আরও পড়ুন: ভাবা যায় না… বৃদ্ধের গায়ের উপর দিয়ে চলে গেল লরি! সাংঘাতিক কাণ্ড… ধুন্ধুমার এলাকা

আরও পড়ুন: অশান্ত তিস্তাকে শান্ত করতে হয় এই পুজো… লাগে জোড়া ডিম! কেন জানেন?

লেপার্ডটির অত্যাচারে আতঙ্কিত থাকতেন গ্রামের বাসিন্দারা। ছোট শিশুদের দিকে অনেকদিন তেড়ে এসেছে লেপার্ডটি। অবশেষে এটি খাঁচা বন্দি হওয়ায় স্বস্তি চা বাগান এলাকায়।

অনন্যা দে

Alternative Energy: জেলার সম্মান বাড়ালেন শৌর্য্যদীপ, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করতে পাড়ি জমালেন তরুণ

আলিপুরদুয়ার: প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা,খনিজ তেল সহ অন্যান্য জ্বালানির ভান্ডার। চলছে বিকল্প জ্বালানির খোঁজ। এবার বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ারের শৌর্য‌্যদীপ পাল।

সেখানকার চারটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন শৌর্য‌্যদীপ। ইতিমধ্যেই তাঁর ভিসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৪ আগস্ট তিনি মার্কিন মুলকে পাড়ি দেবেন এবং ২৬ শে আগস্ট থেকে তার গবেষণা শুরু হবে। গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান শৌর্য‌্যদীপ। তার সাফল্যে খুশি প্রতিবেশীরাও।

আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের বিবেকানন্দ ২ অঞ্চল অন্তর্গত পশ্চিম জিৎপুর এলাকার বাসিন্দা শৌর্য‌্যদীপ। জিৎপুর বিএফপি স্কুলে প্রাথমিক স্তরে পড়ার পর জিৎপুর হাইস্কুল থেকে ২০১৬ সালে ৯৩% নাম্বার পেয়ে মাধ্যমিক এবং ২০১৮ সালে ৯৩% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ৭১ শতাংশ নম্বর পেয়ে বিএসসি এবং ৭৬ শতাংশ নম্বর পেয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন- Easy Egg Recipes: গরমে মুখের স্বাদ নেই, বাড়িতেই সহজে বানিয়ে নিন ডিমের টেস্টি রেসিপি

শৌর্য‌্যদীপ জানান, “গত বছর ২৩ আগস্ট আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টোয়েফেল পরীক্ষা দিয়েছিলাম । তাতে ১২০ এর মধ্যে ১০৩ পাই ।টোয়েফেল সফল হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ পেয়েছি।”

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন শৌর্য‌্যদীপ। শৌর্য‌্যদীপ জানান একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই নন অর্গ্যানিক কেমিস্ট্রি ভাল লাগতো। তারপর স্নাতক, স্নাতকোত্তরে আগ্রহ বাড়ে।

বিকল্প শক্তির উৎস খোঁজাই শৌর্য‌্যদীপের লক্ষ্য। তিনি জানালেন পৃথিবীতে কয়লা পেট্রোলের যোগান দিন দিন কমে আসছে। তাই বিকল্প জ্বালানির সন্ধান পাওয়া খুব জরুরী।কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের মাধ্যমে মিথানল তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে খরচও কমবে। বিকল্প আবিষ্কার করতে পারলে গোটা বিশ্বের জন্যও ভালহবে।শৌর্য‌্যদীপ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া আলিপুরদুয়ারে।

Ananya Dey

Alipurduar News: এখনও পাকেনি ধান! তবু রাত নামলেই দল বেঁধে হামলা চালাচ্ছে ‘ওরা’

সবে মাত্র ছয় বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন কৃষকেরা। ধান গাছের দেখা মিলতেই খেতে হাজির হাতির দল। নষ্ট করেছে প্রচুর ধান গাছ।

Alipurduar News: এখনও পাকেনি ধান! তবু রাত নামলেই দল বেঁধে হামলা চালাচ্ছে ‘ওরা’! চারদিকে আতঙ্ক

আলিপুরদুয়ার: সবে মাত্র ছয় বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন কৃষকেরা। ধান গাছের দেখা মিলতেই খেতে হাজির হাতির দল। নষ্ট করেছে প্রচুর ধান গাছ।

প্রতিদিন এই ঘটনা দেখতে দেখতে ক্ষিপ্ত মাদারিহাট এলাকার কৃষকরা। মাদারিহাটের খয়েরবাড়ি সহ বিভিন্ন এলাকা চাষের জন্য নামকরা। এইসব এলাকাগুলিতে হয় ধান চাষ। বর্তমানে আমন ধানের চারা রোপণ করেছিলেন এলাকার চাষিরা। ধান গাছ শুধুমাত্র উঠেছে, এখনও বীজ আসেনি। ফসল পাকতে রয়েছে প্রচুর দেরি। এই অবস্থাতেই হাতির হানা ঘটেছে ধান চাষের জমিতে। হাতির হানায় কৃষি কাজ বিপন্ন বলে অভিযোগ এলাকার কৃষকদের।

বিশেষ করে রাতে হানা দিয়ে ছ’বিঘা জমির ফসল তছনছ করে দিয়েছে হাতির দল। এই ঘটনার পর মাথায় হাত কৃষকদের। এলাকার বাসিন্দা আলিমুল হকের দুই বিঘা ধান, মেহেমুদ ইসলামের দুই বিঘা ধান , আমিরুল হকের দুই বিঘা ধান তছনছ করে দেয়।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোট শেষ! নির্বাচন মিটতেই চেনা ছন্দে পাহাড়… দেখা মিলল পর্যটকদের 

আরও পড়ুন: ভোট দিতে এসে বুথের এখানে ভিড় করছে সবাই, সেলফি তোলার হিড়িক

আলিমুল  জানান, “ভুট্টা ক্ষেতে প্রতিনিয়ত চলছে হাতির হানা। ধানের গাছ সবে মাত্র উঠছে। ফসল পাকতে প্রচুর দেরি রয়েছে, তার আগেই ধান ক্ষেতে হাতি ঢুকে তছনছ করে দিচ্ছে গাছ। এভাবে চললে ধান চাষে ব্যাপক ক্ষতি হবে। বন দফতরের কাছে আর্জি জানাচ্ছি বিষয়টি দেখার।”

জানা যায় হাতির হানা শুরু হয় গভীর রাত থেকে। চলে ভোর পর্যন্ত। চাষের জমি থেকে কখন হাতির দল কখন চলে আসে, তা নিয়ে উদ্বিগ্ন থাকেন এলাকার বাসিন্দারা।

অনন্যা দে

Alipurduar News: কাজ করবেন সকলের জন্য, পিএসি কমিটির চেয়ারম্যান হওয়ার পর বললেন সুমন কাঞ্জিলাল 

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জংশন স্টেশনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে সংবর্ধনা জানালেন জেলা তৃণমূল নেতৃত্ব।

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে দায়িত্বে নেওয়ার পর আলিপুরদুয়ারে আসলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।গত ২৪  এপ্রিল কলকাতায় বিধানসভায় গিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নেন সুমন কাঞ্জিলাল।চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকও করেন সুমন কাঞ্জিলাল।

আরও পড়ুন: বিজেপি, সিপিএম ‘চাকরিখেকো!’ মানুষখেকো বাঘের সঙ্গে তুলনা টানলেন ক্ষুব্ধ মমতা

আগে এই পদে দায়িত্বে ছিলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী। এর পরে এই পদ ফাঁকা হয়ে যায়। বিধানসভার স্পিকার এই পদে সুমন কাঞ্জিলালকে নিয়োগ করেন।

কলকাতায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে দায়িত্বেনেওয়ার পর শুক্রবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে নামেন সুমন কাঞ্জিলাল। এদিন সুমন কাঞ্জিলালকে উত্তরীয় এবং ফুলের তোড়া  দিয়ে সংবর্ধনা জানান আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এ দিন সুমন কাঞ্জিলাল জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি। তাঁর কাজের দায়িত্ব বাড়ল।

Annanya Dey

Alipurduar News: বিরল প্রজাতির রেড ন‍্যাপড আইবিস পাখি উদ্ধার! কোথায় পাওয়া যায় গেল

আলিপুরদুয়ার: শ্রীলঙ্কার রেড ন্যাপড আইবিস পাখি উদ্ধার হল আলিপুরদুয়ারের জ্বটেশ্বর এলাকা থেকে।এই পাখিটি দেখতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ফালাকাটা ব্লকের জটেশ্বরের সুকান্ত নগর এলাকা থেকে একটি অসুস্থ রেড ন্যাপড আইবিস পাখি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাখিটির ডানায় আঘাত রয়েছে।তাই সেটি উড়তে পারছিল না।

এলাকার বাসিন্দা মানিক সান্যালের কাকা সকলের প্রথমে পাখিটিকে দেখেছিলেন নদীর ধারে। পাখিটি উড়তে পারছিল না। অন্য পাখিদের থেকে এই পাখিটিকে বাঁচানোর জন্য মানিক সান্যালের কাকা নিয়ে আসেন পাখিটিকে।

আরও পড়ুন: মানবিক কেন্দ্রীয় বাহিনী! ভোট দিতে আসা বয়স্কদের পাশে থাকলেন তাঁরা, কী ভাবে জানেন

আরও পড়ুন: প্রবল গরমে কিডনি থাকবে সতেজ! কেবল ‘এই’ ৫ ফলেই শরীরে ম্যাজিক ঘটবে, কাছে ঘেঁষবে না বড়সড় অসুখ, এক নজরে তালিকা

মানিক সান্যাল পাখিটিকে দেখে ফোন করেন বন দফতরে।জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা অসুস্থ ওই পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে পাখিটিকে বেশি দেখা যায় শ্রীলংকাতে। তবে ভারতের দক্ষিণে এই পাখিটি দেখা যায়। এমনি শান্ত স্বভাবের হলেও এই পাখির ডাক খুব তীব্র।

অনন্যা দে

Lok Sabha Elections 2024: শেষবারের মতন ভোট দিলেন গাঙ্গুটিয়ার ৩০৫ জন! কারণ জানলে অবাক হবেন আপনিও

আলিপুরদুয়ার: এবারই শেষ ভোট আলিপুরদুয়ার জেলার এই বুথে। চোখের সামনে বিগত দিনের স্মৃতি ভেসে উঠছে গ্রামবাসীদের। শেষবার বুথটিতে ভোট দিতে এলেন গাঙ্গুটিয়ার বাসিন্দারা।

বক্সা জঙ্গলের কোর এলাকায় অবস্থিত গাঙ্গুটিয়া বনবস্তি। জঙ্গলে বাঘ ছাড়া হবে দেখে ডিসেম্বর মাসে অন্যত্র নিয়ে যাওয়া হয় গাঙ্গুটিয়া বস্তির বাসিন্দাদের। বর্তমানে তাঁদের ঠিকানা বিজয়পুর বস্তি। সেখানে ভোটারদের নাম নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু না হওয়াতে এবার গাঙ্গুটিয়ার ১৫৫ নম্বর বুথে শেষ বারের মত ভোট দিলেন ৩০৫ জন ভোটার। বুথে শেষবারের জন্য ভোট এই নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সকলে। বুথটিকে মডেল বুথের রূপ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

গাঙ্গুটিয়ার ১৯১ টি পরিবারের বর্তমান ঠিকানা বিজয়পুর বস্তি। জঙ্গলে ঘেরা পুরনো ঠিকানা গাঙ্গুটিয়ার স্কুল ঘরে ভোট দিতে এসে চোখের কোনে জল চিকচিক করে ওঠে বাসিন্দাদের।এদিন বিজয়পুর বস্তি থেকে গাঙ্গুটিয়ার ভোটেরদের বাসে করে নিয়ে আসা হয় কালচিনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

Annanya Dey

Lok Sabha Elections 2024: জন বার্লার গড়ে চা বানিয়ে জনগণের মন জয়ের চেষ্টা তৃণমূল প্রার্থীর! চায়ে চুমুক দিয়েই চলল ভোট প্রচার

*কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার গড়ে গিয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।
*কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার গড়ে গিয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।
*লক্ষ্মীপাড়ার একটি চা দোকানে গিয়ে বিক্রেতাকে সরিয়ে দিয়ে চা বানাতে শুরু করেন।
*লক্ষ্মীপাড়ার একটি চা দোকানে গিয়ে বিক্রেতাকে সরিয়ে দিয়ে চা বানাতে শুরু করেন।
*প্রার্থীকে চা বানাতে দেখে অবাক হয়ে যান সকলে, দাঁড়িয়ে যান পথচলতি মানুষ।
*প্রার্থীকে চা বানাতে দেখে অবাক হয়ে যান সকলে, দাঁড়িয়ে যান পথচলতি মানুষ।
*চা বানাতে পারেন আগে থেকেই, প্রচারে বেরিয়ে সকলকে চা খাওয়াতে ইচ্ছে হয় তাঁর।
*চা বানাতে পারেন আগে থেকেই, প্রচারে বেরিয়ে সকলকে চা খাওয়াতে ইচ্ছে হয় তাঁর।
*তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক জানান,
*তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক জানান, “প্রচারে বেরিয়ে জনসংযোগ বেশি জরুরি। সকলের সঙ্গে কথা বলা দরকার।চায়ের দোকানের চাইতে এর থেকে ভাল জায়গা আর হয় না।”

Alipurduar News: রডোডেনড্রন ফুলের উৎসব! বর্ণিল চারদিক! কোথায় গেলে দেখতে পাবেন

ভুটানের লামপেলরি রিক্রিয়েশনাল পার্কে চলছে রডোডেনড্রন ফুল উৎসব।
ভুটানের লামপেলরি রিক্রিয়েশনাল পার্কে চলছে রডোডেনড্রন ফুল উৎসব।
২৯ প্রজাতির রডোডেনড্রন ফুল রয়েছে এই পার্কে।
২৯ প্রজাতির রডোডেনড্রন ফুল রয়েছে এই পার্কে।
ভুটানে পাওয়া যায় ৪৬ প্রজাতির রডোডেনড্রন ফুল, যা ফোটে বসন্তকালে।
ভুটানে পাওয়া যায় ৪৬ প্রজাতির রডোডেনড্রন ফুল, যা ফোটে বসন্তকালে।
উৎসব উপলক্ষে এই পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে এই পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রডোডেনড্রন ফুলের দেশ ভুটানে এই সময় দেখা যায় দেশ বিদেশের পর্যটকদের।
রডোডেনড্রন ফুলের দেশ ভুটানে এই সময় দেখা যায় দেশ বিদেশের পর্যটকদের।