মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে যাওয়ায় তৃণমূল কাউন্সিলরকে সতর্ক করেন চন্দননগরের পুলিশ কমিশনার৷

Mamata Banerjee আচমকা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে! তৃণমূল কাউন্সিলরকে জোর ধমক পুলিশ কমিশনারের

রানা কর্মকার, ডানকুনি: সড়কপথে বীরভূম থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তাঁর হাতে চিঠি ধরাতে গিয়ে পুলিশ কমিশনারের ধমক খেলেন এক তৃণমূল কাউন্সিলর৷ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে হুগলির ডানকুনি টোলপ্লাজার সামনে৷

জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ওই তৃণমূল কাউন্সিলরের নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়৷ এ দিন বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথেই কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সড়কের উপরে ডানকুনি টোলপ্লাজার কাছে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা৷ মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে রাস্তার দু পাশে কড়া পুলিশি প্রহরারও ব্যবস্থা করা হয়৷ ডানকুনি টোলপ্লাজার একেবারে সামনে যেখানে এই ঘটনা ঘটে, সেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজেও৷

আরও পড়ুন: বাড়ির দরজায় আটকে দিল পুলিশ, দলেরই মন্ত্রী এবং বিধায়ককে ফিরিয়ে দিলেন অনুব্রত! কারা তাঁরা?

মুখ্যমন্ত্রীর কনভয় টোল প্লাজার কাছে আসতেই স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের নেতা, কর্মীরা৷ টোল প্লাজা পেরনোর সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের গতি কিছুটা কমানো হয়৷ সেই সুযোগেই আচমকা একটি খামে ভরা চিঠি হাতে মুখ্যমন্ত্রীর গাড়ির একেবারে সামনে চলে যান ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ৷ অভ্যাস মতোই চালকের বাঁ দিকের আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী অবশ্য হাতের ইশারায় ওই কাউন্সিলরকে পিছনের গাড়িতে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে ওই চিঠি দিতে বলেন৷ সেই মতো চিঠি দিয়েও দেন শুভজিৎ৷ কিন্তু এর পরেই বাঁধে বিপত্তি৷

আরও পড়ুন: বাড়ির দরজায় আটকে দিল পুলিশ, দলেরই মন্ত্রী এবং বিধায়ককে ফিরিয়ে দিলেন অনুব্রত! কারা তাঁরা?

তৃণমূল কাউন্সিলরের এই কাণ্ড দেখে ক্ষুব্ধ হয়ে এগিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার৷ ওই পুলিশ কর্তা অবশ্য তখন জানতেন না শুভজিৎ তৃণমূলের কাউন্সিলর৷ দৃশ্যতই ক্ষুব্ধ পুলিশ কমিশনার শুভজিৎকে প্রশ্ন করেন, কেন এ ভাবে মুখ্যমন্ত্রীর কনভয় থামানোর চেষ্টা করলেন৷

মুখ্যমন্ত্রীর কনভয় যে এভাবে আটকানো নিয়ম বিরুদ্ধ, সেকথাও তৃণমূল কাউন্সিলরকে জানিয়ে দেন পুলিশ কমিশনার৷ শুভজিতের পরিচয় জানার পরেও ভবিষ্যতে এমন না করার জন্য তাঁকে সতর্ক করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে৷