আজকের দিনে জলপাইগুড়ির দিন বাজারে প্রতি কেজি  শশা বিকোচ্ছে ৬০ টাকা দরে, আলু ৩০ থেকে ৩৫ টাকা  এবং ভুটান আলু বিকোচ্ছে ৫০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা, রসুন ৩৫০ টাকা, পিঁয়াজ ৭০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, ওলকপি ৮০ টাকা, ফুলকপি শেঞ্চুরি পার করে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Vegetable Price Hike before Durga Puja: পুজোয় এবার আর খিচুড়িতে আর ফুলকপি বোধহয় দেওয়া গেল না! পটলের দাম শুনলে চোখ উঠবে কপালে

পূর্ব বর্ধমান: মাত্র কয়েকদিনের ব্যবধানে পর পর দুবার বন্যা পরিস্থিতির সৃষ্টি ! আর এর প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলাতেও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ব্লকের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয়। কিন্তু চাষিদের কথায় বৃষ্টিপাতের জেরে বেশিরভাগ সবজিই নষ্ট হয়ে গিয়েছে। এইসময় যে পরিমাণ সবজি হওয়ার কথা, তা একেবারেই নেই।
পূর্ব বর্ধমান: মাত্র কয়েকদিনের ব্যবধানে পর পর দুবার বন্যা পরিস্থিতির সৃষ্টি ! আর এর প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলাতেও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ব্লকের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয়। কিন্তু চাষিদের কথায় বৃষ্টিপাতের জেরে বেশিরভাগ সবজিই নষ্ট হয়ে গিয়েছে। এইসময় যে পরিমাণ সবজি হওয়ার কথা, তা একেবারেই নেই।
পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলী ২ নম্বর ব্লকে বড় বড় পাইকারি বাজারও রয়েছে। কালেখাতলা বাজার এবং জামালপুর বাজার। পূর্বস্থলীর বেশিরভাগ চাষি মূলত এই বাজারেই তাদের উৎপাদিত সবজি নিয়ে এসে বিক্রি করেন। সেই সবজি বড় বড় লরিতে করে পৌঁছে যায় ভিন রাজ্যে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার সহ আরও বিভিন্ন জায়গায় সবজি যায় এই বাজার থেকে। কিন্তু বর্তমানে সবজির আমদানি কম।
পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলী ২ নম্বর ব্লকে বড় বড় পাইকারি বাজারও রয়েছে। কালেখাতলা বাজার এবং জামালপুর বাজার। পূর্বস্থলীর বেশিরভাগ চাষি মূলত এই বাজারেই তাদের উৎপাদিত সবজি নিয়ে এসে বিক্রি করেন। সেই সবজি বড় বড় লরিতে করে পৌঁছে যায় ভিন রাজ্যে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার সহ আরও বিভিন্ন জায়গায় সবজি যায় এই বাজার থেকে। কিন্তু বর্তমানে সবজির আমদানি কম।
এই কারণে পাইকারদেরও দেখা মিলছে না। এই প্রসঙ্গে আড়ৎদার ক্ষুদিরাম মাহাতো জানিয়েছেন, "আমাদের এলাকায় এই সময় যে সবজিটা হত তার ৯৫% নষ্ট হয়ে গেছে। পেঁপে বাগান ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এই সময় বাজারের প্রচুর ফুলকপির আমদানি হত কিন্তু সেই ফুলকপিও নষ্ট হয়ে গেছে। পটল গাছের গোড়াতেও জল জমে গাছ মরে গিয়েছে। এখন আশ্বিন মাস ফুলকপির আমদানি সব থেকে বেশি থাকত। কিন্তু বৃষ্টিপাতের কারণে ফুলকপি নষ্ট হয়ে গেছে। বাইরের পাইকারদের এসেও ঘুরে যেতে হচ্ছে। "
এই কারণে পাইকারদেরও দেখা মিলছে না। এই প্রসঙ্গে আড়ৎদার ক্ষুদিরাম মাহাতো জানিয়েছেন, “আমাদের এলাকায় এই সময় যে সবজিটা হত তার ৯৫% নষ্ট হয়ে গেছে। পেঁপে বাগান ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এই সময় বাজারের প্রচুর ফুলকপির আমদানি হত কিন্তু সেই ফুলকপিও নষ্ট হয়ে গেছে। পটল গাছের গোড়াতেও জল জমে গাছ মরে গিয়েছে। এখন আশ্বিন মাস ফুলকপির আমদানি সব থেকে বেশি থাকত। কিন্তু বৃষ্টিপাতের কারণে ফুলকপি নষ্ট হয়ে গেছে। বাইরের পাইকারদের এসেও ঘুরে যেতে হচ্ছে। “
বিভিন্ন সবজি চাষ হয় পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলী এলাকায়। ফুলকপি, পেঁপে, পটল, করলা সহ আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন চাষিরা। সাধারণত প্রত্যেকবছর এইসময় নানান ধরনের সবজিতে ভরে ওঠে এই পাইকারি সবজি বাজার। কিন্তু বর্তমানে একেবারেই আমদানি নেই সবজির।
বিভিন্ন সবজি চাষ হয় পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলী এলাকায়। ফুলকপি, পেঁপে, পটল, করলা সহ আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন চাষিরা। সাধারণত প্রত্যেকবছর এইসময় নানান ধরনের সবজিতে ভরে ওঠে এই পাইকারি সবজি বাজার। কিন্তু বর্তমানে একেবারেই আমদানি নেই সবজির।
চাষিদের কথায় কমবেশি প্রত্যেক সবজি চাষির ক্ষতি হয়েছে। যে পরিমাণ ফলন হওয়ার কথা, তার অধিকাংশ জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। স্বভাবতই দুর্গা পুজোর আগে ফাঁকা যাচ্ছে পাইকারি সবজি বাজার। বৃষ্টিপাতের জেরে বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। দীপঙ্কর দাস নামের এক আড়তদার জানিয়েছেন, "সবজি বেশি থাকলে অনেক সুবিধা হয়, পাইকাররা আসে।কিন্তু এবছর সবজির আমদানি নেই। বাইরের পাইকাররাও কম আসছে। "
চাষিদের কথায় কমবেশি প্রত্যেক সবজি চাষির ক্ষতি হয়েছে। যে পরিমাণ ফলন হওয়ার কথা, তার অধিকাংশ জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। স্বভাবতই দুর্গা পুজোর আগে ফাঁকা যাচ্ছে পাইকারি সবজি বাজার। বৃষ্টিপাতের জেরে বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। দীপঙ্কর দাস নামের এক আড়তদার জানিয়েছেন, “সবজি বেশি থাকলে অনেক সুবিধা হয়, পাইকাররা আসে।কিন্তু এবছর সবজির আমদানি নেই। বাইরের পাইকাররাও কম আসছে। “
সবজির আমদানি নেই , তাহলে কী পুজোর আগে দাম বাড়বে সবজির ? এই বিষয়ে আড়ৎদারদের মতামত, এখনও সেই অর্থে সবজির দাম বাড়েনি। কিন্তু পুজোর আগে সবজির দাম বাড়বে। এটা প্রত্যেক বছর বাড়ে। কিন্তু পুজোর আগে পর্যাপ্ত সবজি বাজারে থাকবে কিনা সেই নিয়ে রয়েছে দুশ্চিন্তা ! Input- Banowarilal Chowdhary
সবজির আমদানি নেই , তাহলে কী পুজোর আগে দাম বাড়বে সবজির ? এই বিষয়ে আড়ৎদারদের মতামত, এখনও সেই অর্থে সবজির দাম বাড়েনি। কিন্তু পুজোর আগে সবজির দাম বাড়বে। এটা প্রত্যেক বছর বাড়ে। কিন্তু পুজোর আগে পর্যাপ্ত সবজি বাজারে থাকবে কিনা সেই নিয়ে রয়েছে দুশ্চিন্তা ! Input- Banowarilal Chowdhary