লুক ইস্ট পলিসিতে জোর স্বাস্থ্য ব্যবস্থায়

Tripura News: ‘লুক ইস্ট’ পলিসিতে জোর, স্বাস্থ্য ব্যবস্থায় কর্মীদের দায়বদ্ধতা নিয়ে প্রশংসা ত্রিপুরা সরকারের

আবীর ঘোষাল, আগরতলা: স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি ফার্মাসিস্টদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা দায়বদ্ধতা নিয়ে মানুষের সেবায় কাজ করছেন। স্বাস্থ্য পরিষেবা নিয়ে উত্তর-পূর্ব ভার‍তে আগের চেয়ে অনেক বেশি কাজ হচ্ছে বলে উল্লেখ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  মানিক সাহা।

ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আগরতলার রিজিওনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (RIPSAT) আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-সহ অন্যান্য কর্মীদের উদ্দেশ্যে সম্বোধন করে এই বিশেষ দিনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন ডাঃ সাহা। এবার বিশ্ব ফার্মাসিস্ট দিবসের মূল ভাবনা হচ্ছে – ‘ফার্মাসিস্ট: মিটিং গ্লোবাল হেলথ্ নিডস্’।

আরও পড়ুন- দুবাইতে এভাবেই থাকতে হয় উত্তর প্রদেশ, বিহারের শ্রমিকদের ! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন আপনিও

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চিকিৎসা পরিষেবা প্রদানে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ফার্মাসিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসক ও রোগীদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন তাঁরা। রিপস্যাট রাজ্যের একটি গর্বের শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রাজ্যের ছেলেমেয়েদের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকেও পড়াশুনা করতে আসে ছেলেমেয়েরা। এতে এই প্রতিষ্ঠানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আবহ পরিলক্ষিত হয়। এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করছে রাজ্য সরকার। এখানে পড়াশোনার মান আরও উন্নয়নে প্রয়োজনীয় ফ্যাকাল্টি নিয়োগের জন্য স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে।’’

আরও পড়ুন– অবিরাম বৃষ্টি অব্যাহত, নিম্নচাপের প্রভাবেই রাজ্যে বৃষ্টি, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এদিন আরও বলেন, ‘‘আগে ফার্মাসিস্টের বিভিন্ন কোর্সে শিক্ষালাভের জন্য রাজ্যের ছেলেমেয়েদের বাইরে যেতে হতো। কিন্তু এখন রাজ্যের ছেলেমেয়েরা এখানে থেকেই রিপস্যাটে বি- ফার্ম, ডি-ফার্ম, এম-ফার্ম কোর্সে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দেশের দায়িত্বভার গ্রহণের পর উত্তর পূর্বের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছিলেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়নও সম্ভব নয়। এই দৃষ্টিভঙ্গি থেকেই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও বিকাশে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন প্রধানমন্ত্রী।’’