গয়না 

Durga puja 2024: হঠাৎ কালিয়াগঞ্জ থেকে পার্সেল পার্সেল কী যাচ্ছে আমেরিকাতে? জানলে হাসতে হাসতে পেট ব‍্যাথা হয়ে যাবে

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জের টেরাকোটার গয়না এবার যাচ্ছে আমেরিকাতেও। পুজোর মধ্যে আমেরিকাবাসির পছন্দ এবার কালিয়াগঞ্জের টেরাকোটার গয়না। শুধু আমেরিকাবাসি নয়, ইংল্যান্ড এবং রাশিয়ার মানুষদেরও এখন পছন্দের শীর্ষে কালিয়াগঞ্জ এর মাটির টেরাকোটার গয়না। পুজোর আগে তাই দেশে তো বটেও বরং বিদেশেও পারি দিচ্ছে মাটির এই টেরাকোটার গয়নাগুলো। ফেসবুক পেজ মারফত নাম্বার সংগ্রহ করে সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন। তারপর সেই একই ডিজাইনের টেরাকোটার মালা কিংবা কানের দুল তৈরি করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ছাতায় বন্দি করে এ কী নিয়ে হাসপাতালে এলেন রোগী! দেখেই থতমত খেলেন চিকিৎসক

তারপর, সেখানে বড় ব্যবসায়ীদের মারফত কলকাতায় আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে তা চলে যাচ্ছে আমেরিকা, রাশিয়া,ইংল্যান্ড-সহ বিভিন্ন জায়গায়। জানা যায় পুজোর মধ্যে এবারে দেশে তো বটেও বরং বিদেশ থেকেও প্রায় ৫০ হাজার টাকার অর্ডার এসেছে এই টেরাকোটার জুয়েলারির জন্য। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর কুনোর হাটপাড়ার টেরাকোটার গয়না এখন যেন জগৎ বিখ্যাত।

এখানে সারা বছরই ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন ধরনের টেরাকোটার গয়না। আর কদিন পরে দুর্গাপুজো তাই দিনরাত এক করে মাটির গয়না বানাতে ব্যস্ত টেরাকোটার শিল্পীরা। এই টেরাকোটার শিল্পীদের মধ্যে অন্যতম দুলাল রায়। প্রতিবছরই পুজোর আগে তার তৈরি টেরাকোটার গয়না পাড়ি দেয় বিদেশে। গলার হার,কানের দুল, টিকলি, চুরি সহ বিভিন্ন ধরনের মাটির গয়না তিনি তৈরি করে থাকেন। এলাকার বিশিষ্ট টেরাকোটা শিল্পী দুলাল চন্দ্র রায় জানিয়েছেন যে, প্রায় তিন থেকে চার দশক ধরে তিনি এই মাটির কাজের সঙ্গে যুক্ত। জানা যায়, এখানে এই মাটির তৈরি গয়না গুলোর দাম তাদের কারোকার্যের উপর নির্ভর করেই নির্ধারণ করা হয়ে থাকে। তবে সর্বনিম্ন গয়না গুলো দেড়শ টাকা থেকে শুরু। বিভিন্ন রংবেরঙের শাড়ির সঙ্গে টেরাকোটার বিভিন্ন রঙিন জুয়েলারির চাহিদা বর্তমানে অনেক বেশি।

পিয়া গুপ্তা