প্রতীকী ছবি

Durga Puja 2024: পুজোর মুখে টানা দুর্যোগ! কাজ হচ্ছে না প‍্যান্ডেলের, মাথায় হাত কর্মকর্তাদের

বিশ্বজিৎ হালদার,কাকদ্বীপ: পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় সুন্দরবনের পুজো কমিটিগুলি। এই পরিস্থিতিতে পুজো প্রস্তুতিতে বাধা পেতে হচ্ছে বৃষ্টির জেরে। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কীভাবে পুজো মন্ডপের কাজ শেষ করবে সেই নিয়ে চিন্তায় সুন্দরবনের পুজো উদ্যোক্তারা।

গতকাল থেকে কখনও একটানা, কখনও দফায় দফায় ভারি বৃষ্টি হয়ে চলেছে কাকদ্বীপ-সহ উপকূলীয় এলাকাজুড়ে। হাওয়া অফিসের পূর্বাভাষ অনুযায়ী আজ উপকূলীয় এলাকাগুলিতে ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার বইতে পারে। এই পরিস্থিতিতে পুজো মন্ডপের প্রস্তুতির কাজ ব্যাহত হবে বলে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন।

তারা আরও বলেন, “চলতি মাসে একের পর এক নিম্নচাপের জেরে বেশিরভাগ সময় মন্ডপের কাজ ব্যাহত হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত পূর্ণিমার কোটালে জলমগ্ন হয়ে পড়ে পুজো মন্ডপ চত্বর। তার জেরে প্রায় এক সপ্তাহ কাজ বন্ধ ছিল। আবারও যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে করে সময় মতো আমরা পুজো মন্ডপের কাজ কীভাবে শেষ করব তা নিয়ে চিন্তায় রয়েছি।