‘আমাদের আক্রমণ করলে আমরাও আক্রমণ করব’, রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

Benjamin Netanyahu: ‘আমাদের আক্রমণ করলে আমরাও আক্রমণ করব’, রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

বেইরুট: রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি গাজা ও লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব ইজরায়েল মানবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। নেতানিয়াহু বললেন, “হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে না জেতা পর্যন্ত লড়াই চলবে।’’

আন্তর্জাতিক নেতাদের সামনে ইরানকে রীতিমতো একহাত নেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তেহরান আক্রমণ চালালে ইজরায়েল পাল্টা হামলা করতে দু’বার ভাববে না। নেতানিয়াহুর কথায়, “আমাদের আক্রমণ করলে আমরাও আক্রমণ করব। ইরানের এমন কোনও এলাকা নেই যেখানে আমাদের হাত পৌঁছবে না।’’

আরও পড়ুুন: সংসদে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে এবার অভিষেক! জোট সরকারের চাপের মুখেই কি এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের?

গত এক সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল। হামলায় এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সরকার দুই দেশকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তাতে লাভ কিছু হয়নি। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু বলেন, “হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নিলে আমাদেরও যুদ্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। নাগরিকদের নিরাপদে রাখার অধিকার ইজরায়েলের আছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, “লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চলবে।’’

গত বছরের অক্টোবরে ইজরায়েলের একটি মিউজিক কনসার্টে হামলা চালিয়েছিল হামাস। তারপর থেকেই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রণংদেহি মেজাজে আক্রমণ শুরু করে ইজরায়েল। কার্যত যুদ্ধ শুরু হয় গাজায়। তবে বর্তমানে হামাসের পাশাপাশি হিজবুল্লাহকেও টার্গেট করেছে নেতানিয়াহুর দেশ। লেবানন জুড়ে চলছে এয়ার স্ট্রাইক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১১৮,০০০ মানুষ বাস্ত্যচ্যুত হয়েছেন। শুক্রবার লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, রাতারাতি ইজরায়েলের এয়ার স্ট্রাইক আরও তীব্রতর হয়েছে। হামলায় দক্ষিণ লেবাননের একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

শুধু এয়ার স্ট্রাইক নয়। এবার হিজবুল্লার বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন করা হবে বলে ঘোষণা করেছে ইজরায়েল। সে দেশের এক সরকারি কর্তা বলেন, “হিজবুল্লাহর মাথাদের নিকেশ করাই সামরিক অভিযানের লক্ষ্য।’’ লেবানন সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে থাকা ইজরায়েলি ট্যাঙ্কের একটি ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। ইজরায়েলি সরকার অনুমতি দিলেই হামলা শুরু হবে।