দুর্গা পুজো 

Astro Tips for Durga Puja Navratri: বাড়িতে অহেতুক অশান্তি, দুর্গা নবরাত্রির আগেই সরিয়ে ফেলুন কয়েকটি জিনিস, পরিবারে শুধুই হাসি খেলবে

: কিছুদিন পরেই মহালয়া তারপরে দুর্গাপুজো । তার আগেই বাড়িঘর পরিষ্কার করে বাড়ি থেকে সরান কয়েকটি জিনিস । এই বছর ৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। তারপর ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছ দুর্গা পুজো ২০২৪। Photo- Representative
: কিছুদিন পরেই মহালয়া তারপরে দুর্গাপুজো । তার আগেই বাড়িঘর পরিষ্কার করে বাড়ি থেকে সরান কয়েকটি জিনিস । এই বছর ৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। তারপর ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছ দুর্গা পুজো ২০২৪। Photo- Representative
দুর্গা পুজো শুরুর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ পৌষালী গুহা । এই জিনিসগুলি বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে। Photo- Representative
দুর্গা পুজো শুরুর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ পৌষালী গুহা । এই জিনিসগুলি বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে। Photo- Representative
পৌষালী গুহ জানান, পুজোর ঘর থেকে স্টিলের বাসন সরিয়ে ফেলুন: পুজোর সময় রূপা বা তামার পাত্র ব্যবহার করুন। পুজো আসার আগেই ঠাকুর ঘরের বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করুন। পুজোতে কোন ধরনের স্টিলের পাত্র ব্যবহার না করাই ভাল। Photo- Representative
পৌষালী গুহ জানান, পুজোর ঘর থেকে স্টিলের বাসন সরিয়ে ফেলুন: পুজোর সময় রূপা বা তামার পাত্র ব্যবহার করুন। পুজো আসার আগেই ঠাকুর ঘরের বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করুন। পুজোতে কোন ধরনের স্টিলের পাত্র ব্যবহার না করাই ভাল। Photo- Representative
ভাঙা মূর্তি:ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ। তাই কোনও মূর্তি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ঘরে ভাঙা মূর্তি থাকলে দুর্গা পুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন। তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না। Photo- Representative
ভাঙা মূর্তি:ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ। তাই কোনও মূর্তি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ঘরে ভাঙা মূর্তি থাকলে দুর্গা পুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন। তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না। Photo- Representative
পুরনো চটি-জুতো:যে জুতো বা চটি আপনি আর ব্যবহার করেন না, সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না। এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই বাড়িতে বাতিল চটি জুতো থাকলে তা সরিয়ে ফেলুন এখনই। সেগুলি অন্য কারোর ব্যবহারের উপযোগী হলে অন্য কাউকে দান করে দিন। Photo- Representative
পুরনো চটি-জুতো:যে জুতো বা চটি আপনি আর ব্যবহার করেন না, সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না। এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই বাড়িতে বাতিল চটি জুতো থাকলে তা সরিয়ে ফেলুন এখনই। সেগুলি অন্য কারোর ব্যবহারের উপযোগী হলে অন্য কাউকে দান করে দিন। Photo- Representative
বন্ধ ঘড়ি:আপনার বাড়িতে কি কোনও বন্ধ ঘড়ি আছে? জ্যোতিষ অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তির সৃষ্টি করে। তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না। দুর্গা পুজো শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন। Photo- Representative  Input- Piya Gupta
বন্ধ ঘড়ি:আপনার বাড়িতে কি কোনও বন্ধ ঘড়ি আছে? জ্যোতিষ অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তির সৃষ্টি করে। তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না। দুর্গা পুজো শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন। Photo- Representative  Input- Piya Gupta