মায়ের কোল থেকে শিশু ছিনতাই শিম্পাজির, খাবলে খুবলে যা করল...শিউরে উঠবেন!

Monkey Attack: মায়ের কোল থেকে শিশু ছিনতাই শিম্পাজির, টুকরো টুকরো করল দেহ! শিউরে উঠবেন

বিসাউ: শিম্পাজির মাথা বিগড়োলে কী কী হতে পারে? আমাদের কারওর সেই ধারণা নেই। তবে গিনিতে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যার পরে শিম্পাজিকে মানুষের বন্ধু হিসাবে ভাবতে কষ্ট হবে। ঘটনাটি পুরো জানলে শিউরে উঠবে সবাই।

গিনির এক শবর বিসাউ। সেখানে হয়েছে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মহিলার কোল থেকে আট মাসের শিশুকে ছিনিয়ে নেন এক শিম্পাজিকে৷ তারপর টানতে টানতে নিয়ে যায় জঙ্গলের ভিতর৷ সেখানে কামড়ে, আচড়ে টুকরো টুকরো করে শিশুটিকে৷ পরে যখন দেহটি উদ্ধার করতে যায় বনকর্মীরা, তারা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল৷ মেয়ের অবস্থা থেকে আর্তনাদ করতে শুরু করেন মা৷ বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল সে৷

আরও পড়ুন : মাত্র ৯ হাজার টাকায় বাইক! গুটখা খাইয়ে কৃষককে সর্বশান্ত করল প্রতারকরা

ডেইল স্টার নিউজ ওয়েবসাইটে জানানো হয়েছে, মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার পর প্রায় তিন কিলোমিটার শিশুটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শিম্পাজিটি৷ তার নাম জেজে৷ শিশুটির নাম রাখা হয়েছিল হেলেন৷ ঘটনাটি হল কীভাবে? জানা গিয়েছে, মেয়েকে নিয়ে মা গিয়েছিলেন শিমূল আলু তুলতে৷ সেই সময় পিছন থেকে আক্রমণ করে শিম্পাজিটি৷ প্রথমে মহিলাকে কামড় বসায়, তারপর শিশু কন্যাটিকে ছিনিয়ে নিয়ে চলে যায় বনের ভিতর৷ নিম্বা মাউন্টেইন নেচার রিসার্ভ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়া যায় বাচ্চাটির মৃতদেহ৷

আরও পড়ুন : জনপ্রিয় চ্যানেল হ্যাক! মুষড়ে পড়েছেন বিখ্যাত ইউটিউবার, লিখলেন…

শিশুটির লাশ দেখে চমকে গিয়েছিলেন সবাই৷ সাধারণত, মানুষ যে সমস্ত ছোটখাটো যন্ত্রাংশ ব্যবহার করে, শিম্পাজিকে শিখিয়ে দিলে সেটা তারাও ব্যবহার করতে পারে৷ বনকর্মীদের ধারণা, কোনও ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে টুকরো টুকরো করেছে শিম্পাজি৷ গোটা ঘটনায় ক্ষেপে যায় সাধারণ মানুষ৷ তারা ওই অঞ্চলের চিড়িয়াখানা ভাঙচুর করে৷ পুড়িয়ে দেওয়া হয় একাধিক ডকুমেন্ট৷

কিন্তু শিম্পাজির এতটা সাহস এলো কোথা থেকে৷ খুব ভালো সম্পর্ক না হলে সাধারণত মানুষের থেকে তারা দূরেই থাকে৷ এবিষয়ে মুখ খুলেছেন বাঁনর বিশেষজ্ঞ জেন ইয়ামাকোশি৷ তাঁর মতে, শিম্পাজিরা আগে মানুষকে অল্প হলেও ভয় পেত৷ তাই মিলেমিশে থাকত তারা৷ এখন পরিস্থিতি বদলেছে৷ তারা এত বেশি মানুষের সংস্পর্শে এসে গিয়েছে যে সেই ভয়টাই আর নেই৷ তার উপর খাবারের জন্য লড়াই তো আছেই৷ এই কারণগুলোই এদের আগ্রাসী করে তুলছে৷