অনুব্রত-কাজল সাক্ষাৎ৷

Anubrata Mondal Kajal Sheikh meeting: অনুব্রত ফিরতেই তিনি কোণঠাসা? পাঁচ দিন পর অবশেষে সময় হল কাজলের

বোলপুর: পাঁচ দিন হল বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল৷ এই পাঁচ দিনে জেলার তাবড় নেতারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে ভিড় করেছেন তাঁর বাড়ি নয়তো দলীয় কার্যালয়ে৷ যদিও শুক্রবার পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেননি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ৷ বীরভূমের রাজনীতিতে যিনি অনুব্রত মণ্ডলের বিরোধী শিবিরের নেতা হিসেবেই বরাবর পরিচিত৷

শেষ পর্যন্ত শনিবার বিকেলে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন কাজল শেখ৷ দু জনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়৷ বেরনোর সময় কাজল শেখ দাবি করেন, সৌজন্য সাক্ষাৎ করতেই অনুব্রতর কাছে এসেছিলেন তিনি৷ অনুব্রতর শরীরেরও খোঁজ নিয়েছেন৷ কাজল শেখ দাবি করেন, আমাদের মধ্যে কোনও দূরত্ব নেই, কোনওদিন ছিলও না৷

আরও পড়ুন: মামলা মোকদ্দমাতেই নিঃস্ব অনুব্রত? অবস্থা আর আগের মতো নেই, স্বীকার করলেন কেষ্ট

কাজল শেখ মুখে যাই বলুন না কেন, অনুব্রত ফিরতেই বীরভূমে কাজল অনুগামীরা কোণঠাসা বলে খবর৷ অনুব্রতর গ্রেফতারির পর বীরভূমে কাজল শেখের নেতৃত্বেই কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রত ফিরে আসতেই বোলপুরের দলীয় কার্যলয় থেকে কাজল শেখ সহ কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে দেওয়া হয়৷ যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন কাজল শেখ৷

আবার অনুব্রত ফিরে আসতেই বীরভূমে মাথাচাড়া দিয়েছে কাজল শেখ এবং কেরিম খানের দ্বন্দ্ব৷ নানুরের নেতা কেরিম খান অনুব্রতর অন্যতম ঘনিষ্ঠ নেতাদের মধ্যে একজন৷ ফলে অনুব্রতর সঙ্গে কাজলের সাক্ষাতে দূরত্ব সত্যিই কতটা মিটল, সংশয় থাকছেই৷