অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান

Bihar News: অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান

পাটনা: ছোটবেলার পড়াশোনা। বহু ক্ষেত্রেই দেখা যায়, শিশুরা বিরক্ত হয়ে যায়, পড়াশোনায় মন বসাতে চায় না৷ স্কুলে গেলে তারা ক্লাসে থাকে কম, থাকলেও শিক্ষকরা কী বলছেন সেদিকে গুরুত্বও দেয় না৷ বেশিরভাগ ক্ষেত্রেই তাই শিক্ষকদের পরিশ্রম বিফলে চলে যায়৷ এমন সমস্যা থেকে উদ্ধার পেতে বেশ কিছু শিক্ষক নিজেদের মতো করে ব্যবস্থা নেন৷ কেউ খেলার ছলে পড়াতে থাকেন, কেউ আবার গল্পের ছলে পড়ান৷ দেখা যায়, তাঁদেরকেই শিশুরা বেশি পছন্দ করতে শুরু করে৷

আরও পড়ুন : স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো

ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বিহারের এক স্কুলে৷ একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বেশ৷ সেখানে দেখা গিয়েছে, হাসিমুখে এক শিক্ষক ক্লাস নিচ্ছেন৷ তাও আবার অঙ্কের ক্লাস৷ যেখানে শিশুদের চট করে মন বসতে চায় না৷ কিন্তু এখানে ভিডিয়োটি সম্পূর্ণ ভিন্ন কথা বলছে৷ দেখা গিয়েছে, শিশুরা দ্বিগুন উৎসাহে পড়াশোনা করছে৷ শিক্ষক যাই প্রশ্ন করুন না কেন, তারা চেঁচিয়ে উত্তর দিচ্ছে৷ অনেক সময় শিক্ষকের প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিচ্ছে তারা৷

আরও পড়ুন : ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!

এই শিক্ষকের নাম পবন কুমার৷ তিনি লাহারপা গ্রামে থাকেন৷ বিলাউর উক্রামিত মিডল স্কুলের সঙ্গে তিনি ২০২১ সাল থেকে যুক্ত৷ ক্লাসে শিশুদের নামতা পড়ানোর জন্য তিনি ভিন্ন ব্যবস্থা নিয়েছেন৷ ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি সবুজ বোর্ডের উপর প্রথম লম্বা লম্বা দাগ টেনেছেন৷ তারপর প্রথম কলামে তিনি এক থেকে ১০ পর্যন্ত নম্বর লিখেছেন৷ এরপরের কলামগুলিতে কত নম্বর হবে জিজ্ঞেস করছেন শিশুদের৷ দেখা গিয়েছে, অভিনব পদ্ধতিতে হওয়া এই ক্লাসে শিশুরাও দারুণ উৎসাহিত হয়ে উত্তর দিচ্ছে৷ কখনও তারা শিক্ষকের লেখা বা জিজ্ঞাসা করার আগেই উত্তর বলে দিচ্ছে৷

যে বয়সে শিশুরা অঙ্কে ভয় পেয়ে পালায়, সেখানে তাঁর ক্লাসে এমন কেন? পবন বলছিলেন, টেবল করে পড়ানোর ব্যাপারটা যে তিনি শুরু থেকে করছেন তা নয়৷ তবে তিনি নিয়মিত ভাবতেন, কীভাবে গণিতের ক্লাস শিশুদের কাছে আকর্ষণীয় তোলা যায়৷ সেই ব্যাপারে ভাবতে ভাবতেই এই টেবিল করে পড়ানোর ব্যাপারটা মাথায় আসে তাঁর৷ তিনি জানিয়েছেন, স্কুলের শিশুরা এখন তাঁর ক্লাস আর মিস করতে চায় না৷ তারা দ্বিগুন উৎসাহে অঙ্কের ক্লাসে মন দিয়েছে৷ এবং রেজাল্টও ভালো করছে তারা৷