Tag Archives: Bihar news

Patna student death: স্কুলের নালা থেকে উদ্ধার চার বছরের শিশুর দেহ, ক্ষোভে বিদ্যালয়ে আগুন লাগালেন আন্দোলনকারীরা

পটনা: পটনায় স্কুলের নালা থেকে উদ্ধার হল চার বছরের শিশুর দেহ। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে স্কুলেই আগুন ধরিয়ে দিলেন আন্দোলনকারীরা। ঘটনাটি ঘটেছে পটনার দিঘা এলাকায় টাইনি টট একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে।

ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পটনার দিঘা এলাকার বেসরকারি স্কুলে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে তিন জনকে আটক করেছে। সেই এলাকার পুলিশ সুপার চন্দ্র প্রকাশ জানিয়েছেন শিশুটিকে স্কুলে ঢুকতে দেখা গিয়েছিল, তার পরে আর সে স্কুল থেকে বেরোয়নি।

আরও পড়ুন: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের

তিনি বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শিশুটি স্কুলে ঢুকেছে, কিন্তু তাকে আর স্কুল থেকে বেরোতে দেখা যায়নি। আমরা এটিকে খুনের ঘটনা ধরে নিয়েই তদন্ত করব, কারণ মনে হচ্ছে মৃতদেহ লোপাট করার জন্যই নালা দেহটিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমরা তিন জনকে আটক করেছি, ঘটনার তদন্ত চলছে।”

জানা গিয়েছে শিশুটি স্কুলে এলেও সময় মতো বাড়ি না ফিরলে শিশুটির বাবা-মা সন্তানের খোঁজ শুরু করেন। স্কুল কর্তৃপক্ষ শিশুটির না ফেরা নিয়ে কোনও সদুত্তর দিতে পারায় স্কুল কর্তৃপক্ষের উপরে সন্দেহ হয় শিশুটির বাবা-মার। তার পর সারা স্কুল তন্নতন্ন করে খুঁজে দেখা পরে স্কুলের নর্দমা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন তাঁরা।

শিশুটির বাবা-মার দাবি স্কুল কর্তৃপক্ষ আসল ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেন, তার পরে তারা স্কুলে আগুন লাগিয়ে দেন। ঘটনা সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশবাহিনী। সাধারণ মানুষের কাছে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

Accident: মুহূর্তেই গাড়িটার উপর এসে পড়ল আস্ত ট্রাক! রক্তগঙ্গা, ৬ জীবন শেষ! রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা

ভাগলপুর: সড়ক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্করপিও গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুঙ্গের থেকে পিরপাইন্টি যাচ্ছিলেন সবাই। এ সময় আমাপুরের কাছে ওই স্করপিও গাড়ির উপর বালিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার ঘোঘা থানা এলাকায় অবস্থিত আমাপুর গ্রামের কাছে NH 80-এর।

বালিবাহী ট্রাকটি উল্টে যাওয়ার পর স্করপিও গাড়িটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং সবার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

বারাণসীতে, ২৭ এপ্রিল, এক ই-রিকশা চালক হঠাৎ রাস্তায় ইউ-টার্ন নেওয়ার পরে এক যুবকের মৃত্যু হয়েছিল। এই ঘটনার সিসিটিভি ভিডিওও প্রকাশ পেয়েছে। ই-রিক্সা চালক হঠাৎ ব্রিজের উপর রিকশা ঘুরিয়ে দেয়, ফলে সামনে থেকে আসা বাইক আরোহী আকাশ সিংয়ের বাইকটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়।

আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা

ঘটনার পর আকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি মারা যান। শুধু তাই নয়, ঘটনার পর ই-রিকশা চালক রিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নিহতের বাবার অভিযোগে কিদগঞ্জ থানার পুলিশ মামলা করেছে। এখন পর্যন্ত রিকশাচালক পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।

Bihar Bridge Collapsed: ভোটের মুখে বড় দুর্ঘটনা! বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাপা পড়ে শ্রমিকেরা

সুপৌল: বিহারের সুপৌলে একটি বড় দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এখানে একটি নির্মীয়মাণ সেতুর স্ল্যাব ভেঙে ৩০ জন শ্রমিক আটকা পড়েছেন বলে খবর। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। প্রাণহানি হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

বর্তমানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতমালা প্রকল্পের অধীনে এই সেতুটি তৈরি হচ্ছে। শুক্রবার সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ত্রাণ ও উদ্ধার কাজে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পোষ্য কুকুর কি টিভির দিকে তাকিয়ে বসে থাকে? সত্যিই কি সে টিভি দেখে? কীসের ইঙ্গিত এটি জানলে চমকে যাবেন

গত বছর ২৩ জুন বিহারের ভাগলপুর জেলায় গঙ্গার উপর নির্মীয়মাণ একটি সেতু পুরোপুরি ভেঙে পড়েছিল। এই ঘটনার সময় সেতুটিতে কোনও নিমার্ণকর্মী না থাকায় প্রাণহানি হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ সম্পূর্ণ গঙ্গায় মিশে যায়।

সেতু ভেঙে পড়ার দৃশ্যটি মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন এলাকায় উপস্থিত বেশ কয়েক জন। তাতে দেখা গিয়েছে, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে সেতুটি ভেঙে পড়ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

‘হ্যালো স্যার, মাল রেডি, কখন চান বলুন’; বিলাসবহুল গাড়িতে ‘বাচ্চা’ বিক্রি করতেন দম্পতি, বামাল গ্রেফতার

মুজাফফরপুর, বিহার: বিহারে মদ নিষিদ্ধ। কড়া আইন রয়েছে। তাই বলে বিক্রি বন্ধ হয়নি। লুকিয়ে-চুরিয়ে দিব্যি চলে কেনাবেচা। মাঝেমধ্যে পুলিশি অভিযানে ধরা পড়ে মদের চোরাচালানকারীরা। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বিহারের মুজাফফরপুরে।

‘হ্যালো স্যার, আপনার মাল রেডি। কখন চান বলুন’। গ্রাহককে ফোন করে বলছেন এক মহিলা ব্যবসায়ী। ‘মাল’ মানে এখানে মদ। রীতিমতো মদের হোম ডেলিভারির ব্যবসা ফেঁদে বসেছিলেন ওই মহিলা। এমন কথোপকথন শুনে সবাই থ’। ওই মহিলাকে গ্রেফতার করেছে মুজাফফরপুর জেলার মিঠনপুরা থানার পুলিশ।

আরও পড়ুন- ‘প্রেম সহজে হয় না, কিন্তু যখন হয়…’, বিহারের জামুইয়ের ছাত্রের পদার্থ বিজ্ঞানের উত্তরপত্র ভাইরাল

মহিলা ব্যবসায়ী সম্পর্কে যে সব তথ্য উঠে আসছে তাতে আশ্চর্য হয়ে গিয়েছেন দুঁদে পুলিশ অফিসাররাও। জানা গিয়েছে, মদের হোম ডেলিভারির জন্য ভিন্ন কৌশল নিয়েছিলেন তিনি। বিয়েতে যৌতুক হিসেবে পাওয়া বিলাসবহুল গাড়িতে চেপে রীতিমতো ফিল্মি কায়দায় বাড়ি বাড়ি মদ পৌঁছে দিতেন ওই মহিলা।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ: মিঠনপুরা থানার পুলিশের কাছে দীর্ঘদিন ধরে গোপন খবর আসছিল যে এক মহিলা স্বামীর সঙ্গে মিলে বিলাসবহুল গাড়িতে মদের হোম ডেলিভারি করেন। এরপর ফাঁদ পাতে পুলিশ। গ্রাহকের ছদ্মবেশে কোড ওয়ার্ড ব্যবহার করে মদের অর্ডার দেয়।

আরও পড়ুন– রাশিফল ১১ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন

ফাঁদে পা দেন মহিলা। গাড়িতে চেপে স্বামী-স্ত্রী মিলে মদ নিয়ে মিঠনপুরে আসেন। তক্কে তক্কে ছিল পুলিশ। গাড়ি আটকে তল্লাশি শুরু হয়। উদ্ধার হয় প্রচুর মদ। এরপরই স্বামী-স্ত্রী-কে গ্রেফতার করে পুলিশ।

এই কোড ওয়ার্ডেই পুলিশ ফাঁদ পাতে: মিঠনপুরা থানার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দু’জনেই একাধিকবার ভুল নাম-ঠিকানা দেয়। কড়া হয় পুলিশও। শেষে দুজনকে রামবাগ এলাকার স্বামীকে সানি ওরফে রাহুল ও স্ত্রী জয়া কুমারী বলে সনাক্ত করা হয়। এঁদের জিজ্ঞাসাবাদ করে অবৈধ মদের ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসায়ীদের নাম ঠিকানাও পেয়েছে পুলিশ।

এবার সেই মতো বিহার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাবে বলে জানা গিয়েছে। মিঠনপুরা থানার পুলিশও জানিয়েছে, ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিলাসবহুল গাড়িতে করে উচ্চবিত্ত মানুষের কাছে দামি ব্র্যান্ডের মদ পৌঁছে দিতেন এই দম্পতি। বাচ্চা, আধা ঝাড়খণ্ড, বেঙ্গল খাম্বা- এ সবই মদ বিক্রির কোড ওয়ার্ড। জিজ্ঞাসাবাদ শেষে দু’জনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Bihar Politics: বিহারে আস্থা ভোটে জয় পেলেন নীতীশ কুমার, বিধানসভা থেকে ওয়াকআউট আরজেডি-এর

পাটনা: বারবার জোট বদল করেও ক্ষমতায় টিকে থেকেছেন নীতীশ কুমার৷ এ বার তিনি বিজেপি বিরোধী জোট ছেড়ে ফিরে এসেছেন বিজেপির কাছেই৷ নতুন করে সরকার গড়েছেন আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে৷ আর লোকসভা ভোটের মুখে সেই জোট সরকারই বিহারের বিধানসভায় আস্থা ভোটের মুখে পড়ল৷ যদিও আস্থা ভোটে সহজ জয় পেলেন নীতীশ কুমার৷ তাঁর পক্ষে ভোট পড়ল ১২৯টি৷

যদিও এদিন ভোটের সময় জুড়ে বিরোধীদের বিপুল সমালোচনার মুখে পড়তে হয় নীতীশকে৷ বিরোধী কংগ্রেসের বিধায়ত শাকিল আহমেদ খান বলেন, ‘বিজেপি-জেডিইউ জোটের জয়ের পরেও এক কথা বলতে হয়, তাঁদের মাথা নিচু হয়ে গিয়েছে৷ নতুন করে তাঁদের আর কিছু বলার নেই৷ যখন আদর্শ ও নীতি বাদ দিয়ে কেবল মাত্র সুবিধাবাদ রাজনীতিতে পড়ে থাকে, তখন এমন ঘটনা ঘটে৷’

এ দিন বিহারের বিধানসভায় নীতীশ কুমারের জয়ের পর বিধানসভা থেকে ওয়ার আউট করেন বিরোধী আরজেডি-এর বিধায়করা৷ যদিও তাতে তোয়াক্কা করেননি নীতীশ কুমার৷ তিনি ভোটে জয়ের পর বলেন, ‘২০০৫ সালে, আমি ক্ষমতায় আসার পর থেকে বিহারে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে৷ আমার আগে তেজস্বী যাদবের মা ও বাবা বিহারে কাজ করার সুযোগ পেয়েছিলেন ১৫ বছরের জন্য৷ তারা কী করলেন? তখন হিন্দু-মুসলমানে বারবার ঝামেলা হত, আমি আসার পর সেসব বন্ধ হয়ে গিয়েছে৷’

সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে ইন্ডিয়া জোট নিজের মতো করে বিজেপি বিরোধী মঞ্চ তৈরির চেষ্টা করলেও ধীরে ধীরে সেই বিরোধী জোটের শক্তিবৃদ্ধির আশা ক্রমে ক্ষীণ হচ্ছে৷ এক দিকে নীতীশ কুমারের হাত ছেড়ে যাওয়া, তার পর পঞ্জাবে আপ ও পশ্চিমবঙ্গে তৃণমূলের একা লড়ার সিদ্ধান্ত ঘোষণার পর শক্তি ক্রমে আরও ক্ষয় হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷

Seven Sisters Success Story: এক ছেলের আশায় ৭ মেয়ের জন্ম! ‘কন্যাদায়গ্রস্ত পিতা’ই আজ গর্বিত বাবা, এমন সন্তান চাইছে সকলে, কাহিনি চোখে জল আনবে

সারান: কন্যাসন্তান মানেই পরিবারে শোকের ছায়া- কেবল প্রাচীন যুগে নয়, আজও দেশের কোণায় কোণায় এই মানসিকতার চল রয়েছে। পুত্রসন্তানের আশায় একের পর এক সন্তান প্রসবের মতো ঘটনা যেমন দেখা গিয়েছে, তেমনই কন্যাভ্রুণ হত্যার মতো অপরাধ দিনের পর দিন হয়েছে এই দেশেই।

সেখানে বিহারের এই ঘটনা সত্যিই নজির গড়েছে। সাত কন্যার জন্যই আজ আটার মিলের কর্মী রাজার সুখ পেয়েছেন। বিহারের সারান জেলার বাসিন্দা রাজকুমার সিং। রাজকুমারের সাত মেয়ে ও এক ছেলে। প্রতি নিয়ত প্রতিবেশী ও আত্মীয়দের কটাক্ষ সহ্য করতে হত রাজকুমারকে। দুশ্চিন্তা ছিল, সাত কন্যার বিয়ে কীভাবে হবে? বিয়ের খরচ থেকে শুরু করে যদি বরের বাড়ি পণের দাবি করে, সেই সমস্ত ব্যয় কীভাবে বইবেন রাজকুমার? পাড়ার লোকে সেই মেয়েদের বোঝা মনে করতেন। আর রাজকুমার? সেই কন্যাদায়গ্রস্ত পিতার তকমা পেলেন। কিন্তু আজ তারাই সেই মেয়েদের উদাহরণ দিচ্ছে।

একটি আটার মিল চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। একটা সময় ছিল যখন রাজকুমার তাঁর আট সন্তানকে নিয়ে একটি ঘরেই বসবাস করতেন। আশপাশের লোকজন সাতকন্যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু আজ তাঁর সব মেয়েই পুলিশকর্মী। এই কন্যারা তাঁদের বাবার জন্য দু’টি ঘর বানিয়ে দিয়েছে। যে বাবা একসময় তাঁর মেয়েদের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে চিন্তিত ছিলেন, সে বাবার ভবিষ্যত আজ তাঁর মেয়েরাই উজ্জ্বল করেছে।

আরও পড়ুন: জনপ্রিয় নায়িকাকে ধর্ষণ? বন্ধুর বিরুদ্ধে FIR প্রাক্তন বিগ বস প্রতিযোগীর, টেলিপাড়ায় চাঞ্চল্য

পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছে সেই সাত মেয়ে। বড় মেয়ে রানি বিহার পুলিশে। দ্বিতীয়জন এসএসবি-তে, তৃতীয়জন সোনি সিআরপিএফ-এ, চতুর্থজন প্রীতি ক্রাইম ব্রাঞ্চে, পঞ্চম জন পিঙ্কি আবগারি পুলিশে, ষষ্ঠজন বিহার পুলিশে কর্মরত এবং সপ্তম জন ননহি কুমারী জিআরপি-তে কর্মরত। এখন আশেপাশের লোকেরা রাজকুমারকে কটূক্তি করে না বরং তাঁর মেয়েদের উদাহরণ দেয়। এই সাত বোনের গল্প তাঁদের জন্য উপযুক্ত জবাব, যাঁরা তাঁদের মেয়েকে বোঝা মনে করেন।