পাঞ্জাবিতে হাতে আঁকা চিত্র

Money Making Tips: ভাল আঁকতে জানেন? আপনার জন্য রয়েছে মাসে হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ

ভালো আঁকতে জানেন? তাহলে আপনার জন্য রয়েছে মস্ত বড় একটি সুযোগ! বছরে ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা! জেনে নিন বিশদে ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
ভালো আঁকতে জানেন? তাহলে আপনার জন্য রয়েছে মস্ত বড় একটি সুযোগ! বছরে ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা! জেনে নিন বিশদে ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়ার শান্তিপুর শহরের নিশ্চিন্তপুর এলাকার সোনা শর্মা পেশায় একটি বিদ্যালয়ের অস্থায়ী অঙ্কন শিক্ষক। বাড়িতেও ছবি আঁকা শেখান তিনি। বাংলা, ইংরেজি নববর্ষ, দোল উৎসব, বড়দিন, রাখি, ভাইফোঁটা, দুর্গাপুজো, নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আবেগকে কাজে লাগিয়ে পোশাকে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন উৎসবের মেজাজ।
নদিয়ার শান্তিপুর শহরের নিশ্চিন্তপুর এলাকার সোনা শর্মা পেশায় একটি বিদ্যালয়ের অস্থায়ী অঙ্কন শিক্ষক। বাড়িতেও ছবি আঁকা শেখান তিনি। বাংলা, ইংরেজি নববর্ষ, দোল উৎসব, বড়দিন, রাখি, ভাইফোঁটা, দুর্গাপুজো, নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আবেগকে কাজে লাগিয়ে পোশাকে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন উৎসবের মেজাজ।
নেটমাধ্যমকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেন তিনি। ছাত্রদের মধ্যে সহযোগিতার ভিত্তিতে ১৫ জনের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সোনাবাবু বলেন, “মেয়েদের শাড়ি কুর্তির মতোই পুরুষদের সমান চাহিদা পাঞ্জাবিতেও। বিশেষত দুর্গাপুজোর সময় এ প্রজন্মের ছেলেরা সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চায়।
নেটমাধ্যমকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেন তিনি। ছাত্রদের মধ্যে সহযোগিতার ভিত্তিতে ১৫ জনের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সোনাবাবু বলেন, “মেয়েদের শাড়ি কুর্তির মতোই পুরুষদের সমান চাহিদা পাঞ্জাবিতেও। বিশেষত দুর্গাপুজোর সময় এ প্রজন্মের ছেলেরা সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চায়।
আর সেই আবেগকে কাজে লাগিয়ে রংবেরঙের সুতির পাঞ্জাবির উপর দুর্গা ঠাকুরের ছবি, স্বস্তিক চিহ্ন, শরতের আকাশ, মন্ত্র লেখার মত নানা অভিনব ডিজাইন মন কেড়েছে ক্রেতাদের। ফলে গত বছরের থেকে এ বছরে পাঞ্জাবি অর্ডার বেড়েছে অনেকটাই। কাপড়ের গুণগত মান ও সাইজের উপর নির্ভর করে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি।
আর সেই আবেগকে কাজে লাগিয়ে রংবেরঙের সুতির পাঞ্জাবির উপর দুর্গা ঠাকুরের ছবি, স্বস্তিক চিহ্ন, শরতের আকাশ, মন্ত্র লেখার মত নানা অভিনব ডিজাইন মন কেড়েছে ক্রেতাদের। ফলে গত বছরের থেকে এ বছরে পাঞ্জাবি অর্ডার বেড়েছে অনেকটাই। কাপড়ের গুণগত মান ও সাইজের উপর নির্ভর করে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি।
অন্য দিকে, কয়েক বছর আগে শাড়িতে দুর্গা মায়ের মুখ, স্বস্তিক চিহ্ন এবং বিভিন্ন মন্ত্র লেখা বিষয়গুলো জনপ্রিয় হওয়ায় এ প্রজন্মের অঙ্কন শিল্পীরা চাকরির আশা ছেড়ে মন দিয়েছেন এই পেশায় প্রতিষ্ঠিত হওয়ার।
অন্য দিকে, কয়েক বছর আগে শাড়িতে দুর্গা মায়ের মুখ, স্বস্তিক চিহ্ন এবং বিভিন্ন মন্ত্র লেখা বিষয়গুলো জনপ্রিয় হওয়ায় এ প্রজন্মের অঙ্কন শিল্পীরা চাকরির আশা ছেড়ে মন দিয়েছেন এই পেশায় প্রতিষ্ঠিত হওয়ার।
অঙ্কন শিল্পী সহেলি দাস জানাচ্ছেন তিনি স্নাতক হওয়ার পরে এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন শিক্ষক সোনা শর্মার পরামর্শ অনুযায়ী। তিনি বলেন সারা দিনে সামান্য কিছু সময় ব্যয় করে এখন মাসে ৩০০০ টাকার কাছাকাছি রোজগার করতে পারছেন অনায়াসে। সময় এবং পরিশ্রম বাড়িয়ে দিলেই বাড়বে রোজগারও।
অঙ্কন শিল্পী সহেলি দাস জানাচ্ছেন তিনি স্নাতক হওয়ার পরে এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন শিক্ষক সোনা শর্মার পরামর্শ অনুযায়ী। তিনি বলেন সারা দিনে সামান্য কিছু সময় ব্যয় করে এখন মাসে ৩০০০ টাকার কাছাকাছি রোজগার করতে পারছেন অনায়াসে। সময় এবং পরিশ্রম বাড়িয়ে দিলেই বাড়বে রোজগারও।