Huawei Mate XT পুরো খুললে ট্যাবের মতো হয়ে যায়। ১০.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এর মধ্যে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির।

iPhone Real vs Fake: সস্তায় iPhone কিনে ঠকে যাননি তো? আপনার ফোন আসল না কি নকল, বুঝবেন কীভাবে? দেখে নিন সেই উপায়

আজকাল প্রায় প্রতি পদক্ষেপেই প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। এদিকে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর সেই বিষয়টা মাথায় রেখেই ই-কমার্স সংস্থাগুলি সেল এনেছে। যার ফলে দারুণ দারুণ জিনিস সেলে সস্তায় পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। উদাহরণস্বরূপ বলা যায় যে, সেলেফোন কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
আজকাল প্রায় প্রতি পদক্ষেপেই প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। এদিকে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর সেই বিষয়টা মাথায় রেখেই ই-কমার্স সংস্থাগুলি সেল এনেছে। যার ফলে দারুণ দারুণ জিনিস সেলে সস্তায় পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। উদাহরণস্বরূপ বলা যায় যে, সেলেফোন কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
কারণ অনেক সময় সেল থেকে স্মার্টফোন কিনে ঠকেছেন গ্রাহকরা। আসলে দেখা গিয়েছে, ভুয়ো ফোন পেয়েছেন তাঁরা। আর দামি ফোনের ক্ষেত্রে এই প্রতারণার আশঙ্কা অনেকটাই বেশি। তাই যদি iPhone-এর কথা বলা হয়, তাহলে আসল আর নকলের ফারাকটা বোঝা অত্যন্ত জরুরি।
কারণ অনেক সময় সেল থেকে স্মার্টফোন কিনে ঠকেছেন গ্রাহকরা। আসলে দেখা গিয়েছে, ভুয়ো ফোন পেয়েছেন তাঁরা। আর দামি ফোনের ক্ষেত্রে এই প্রতারণার আশঙ্কা অনেকটাই বেশি। তাই যদি iPhone-এর কথা বলা হয়, তাহলে আসল আর নকলের ফারাকটা বোঝা অত্যন্ত জরুরি।
আসল ফোনে সব সময় IMEI নম্বর থাকে। আর এখান থেকেই আসল আর নকলের তফাতটা বোঝা সম্ভব। আর IMEI নম্বর পাওয়ার জন্য প্রথমে Settings-এ যেতে হবে। এরপর General অপশনে ক্লিক করতে হবে। About অপশনে ট্যাপ করে স্ক্রোল করে নীচে নামলেই বেরিয়ে আসবে IMEI নম্বর। যদি কোনও IMEI অথবা সিরিয়াল নম্বর না থাকে, তাহলে বুঝতে হবে যে, iPhone মডেলটা নকল।
আসল ফোনে সব সময় IMEI নম্বর থাকে। আর এখান থেকেই আসল আর নকলের তফাতটা বোঝা সম্ভব। আর IMEI নম্বর পাওয়ার জন্য প্রথমে Settings-এ যেতে হবে। এরপর General অপশনে ক্লিক করতে হবে। About অপশনে ট্যাপ করে স্ক্রোল করে নীচে নামলেই বেরিয়ে আসবে IMEI নম্বর। যদি কোনও IMEI অথবা সিরিয়াল নম্বর না থাকে, তাহলে বুঝতে হবে যে, iPhone মডেলটা নকল।
অপারেটিং সিস্টেম পরীক্ষা: iPhone যে iOS-এ চলে, এ কথা সকলেরই জানা! সেই সঙ্গে এটা জানাও জরুরি যে, এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের তুলনায় আলাদা। তাই iPhone-এর অপারেটিং সিস্টেম পরীক্ষা করতে হবে। এর জন্য ফোনের Settings মেন্যুতে যেতে হবে। তারপর Software ট্যাবে ক্লিক করতে হবে। এখান থেকেই জানা যাবে, iOS ভার্সনের বিষয়ে। বলে রাখা ভাল যে, iPhone-এ একাধিক অ্যাপ রয়েছে, যা ইনবিল্ট থাকে। যেমন - Safari, Health, iMovie ইত্যাদি।
অপারেটিং সিস্টেম পরীক্ষা: iPhone যে iOS-এ চলে, এ কথা সকলেরই জানা! সেই সঙ্গে এটা জানাও জরুরি যে, এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের তুলনায় আলাদা। তাই iPhone-এর অপারেটিং সিস্টেম পরীক্ষা করতে হবে। এর জন্য ফোনের Settings মেন্যুতে যেতে হবে। তারপর Software ট্যাবে ক্লিক করতে হবে। এখান থেকেই জানা যাবে, iOS ভার্সনের বিষয়ে। বলে রাখা ভাল যে, iPhone-এ একাধিক অ্যাপ রয়েছে, যা ইনবিল্ট থাকে। যেমন – Safari, Health, iMovie ইত্যাদি।
Siri ফেসিলিটি: প্রতিটি iPhone-এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri থাকে। তাই একবার Hey Siri বলে সেটা দেখে নিতে হবে। যদি তা অ্যাক্টিভেটেড না হয়, তাহলে Settings-এ একবার Siri অপশন যেতে হবে। যদি সেখানেও তা না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে, iPhone আসল নয়।
Siri ফেসিলিটি: প্রতিটি iPhone-এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri থাকে। তাই একবার Hey Siri বলে সেটা দেখে নিতে হবে। যদি তা অ্যাক্টিভেটেড না হয়, তাহলে Settings-এ একবার Siri অপশন যেতে হবে। যদি সেখানেও তা না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে, iPhone আসল নয়।
বডি পরীক্ষা: বেশির ভাগ ক্ষেত্রে নকল iPhone এর বডি দেখে চেনা সম্ভব। আসলে নকল এবং সস্তার মডেলের দাম কিন্তু আসল মডেলের থেকে অনেকটাই কম। আর এর ডিজাইনের ক্ষেত্রেও হালকা পার্থক্য দেখা যায়। তাই iPhone হাতে নিয়ে এর ফিজিক্যাল বডি সাবধানে দেখে নিতে হবে। এর পাশাপাশি নচ, ফ্রেম এবং ক্যামেরা মডিউল থেকেও আসল-নকলের ফারাক করা সম্ভব।
বডি পরীক্ষা: বেশির ভাগ ক্ষেত্রে নকল iPhone এর বডি দেখে চেনা সম্ভব। আসলে নকল এবং সস্তার মডেলের দাম কিন্তু আসল মডেলের থেকে অনেকটাই কম। আর এর ডিজাইনের ক্ষেত্রেও হালকা পার্থক্য দেখা যায়। তাই iPhone হাতে নিয়ে এর ফিজিক্যাল বডি সাবধানে দেখে নিতে হবে। এর পাশাপাশি নচ, ফ্রেম এবং ক্যামেরা মডিউল থেকেও আসল-নকলের ফারাক করা সম্ভব।