Tag Archives: IPhone

Phone Charging: ৮০ শতাংশের উপর চার্জ হচ্ছে না আইফোনে! চিন্তায় ইউজাররা, ব্যাপারটা আদতে কী দেখুন

দিল্লিতে ৫২ ডিগ্রি তাপমাত্রা। প্রবল গরমে নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে শুধু মানুষ নয়, ইলেকট্রনিক গ্যাজেটেরও একই দশা। আইফোন ইউজারদের একাংশ দাবি করেছেন, ৮০ শতাংশের বেশি আর চার্জ নিচ্ছে না ফোন। চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, চিন্তার কিছু নেই। এটা ডিভাইস এবং ব্যাটারির স্বাস্থ্য রক্ষার জন্য ডিজাইন করা একটা ফিচার।

আরও পড়ুনঃ মোবাইল ফোন কি হ্যাকারদের কবলে পড়েছে? এই লক্ষণগুলো দেখলেই সাবধান

কেন ৮০ শতাংশের বেশি চার্জ হচ্ছে না আইফোনে: যদি কারও আইফোনে ৮০ শতাংশের বেশি চার্জ না হয়, বিশেষ করে গ্রীষ্মকালে, তাহলে খুব সম্ভবত গরমের কারণেই এমনটা হচ্ছে। ডিভাইসের তাপমাত্রা সীমা ছাড়িয়ে গেলে চার্জিং পজ করার জন্য বিশেষ প্রোগ্রাম করা রয়েছে আইফোনে। এটা অতিরিক্ত গরমের কারণে সৃষ্ট সম্ভাব্য ক্ষতির হাত থেকে ডিভাইসকে রক্ষা করে।

সমস্যা সমাধানের উপায়: আইফোন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া এর আর কোনও সমাধান নেই। ডিভাইস ঠান্ডা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চার্জিং শুরু হবে। ইউজারকে কিচ্ছু করতে হবে না। যদি কেউ ওয়্যারলেস চার্জার ব্যবহার করেন, তাহলে গ্রীষ্মকালে তারযুক্ত চার্জারে স্যুইচ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঙ্গে বলা হচ্ছে, ডিভাইস চার্জ করার উপযুক্ত সময় হল রাত্রিবেলা, কারণ তখন পরিবেশের তাপমাত্রা অনেক কম হবে।

চার্জ করার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। এমন অভিযোগ করেন অনেকেই। এই পরিস্থিতিতে ঠান্ডা জায়গায় চার্জ করতে বলা হয়। যেমন যে ঘরে এসি চলছে সেখানে চার্জ করলে এই সমস্যা কম হবে। ফোনের কেস খুলে চার্জ করার পরামর্শও দেওয়া হয়।

কী করা উচিত নয়: সোশ্যাল মিডিয়ায় পরামর্শের বন্যা বইছে। কেউ বলছে, আইস কিউবের উপর রেখে চার্জ করুন, কেউ ফ্রিজের মধ্যে ফোন রাখার পরামর্শ দিচ্ছে। কেউ কেউ তো সুইমিং পুলের জলের নীচে ফোন চালানোর ভিডিও আপলোড করেছে। কিন্তু এর কোনওটাই করা যাবে না। ফোন যদি ওয়াটারপ্রুফ হয়, তাও। এতে আইফোনের স্থায়ী ক্ষতি পারে। AppleCare Plus-এর মতো বিমা না থাকলে কোনও OEM (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) ডিভাইস মেরামত করবে না।

Whatsapp: আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, ফেভারিট চ্যাটস ও গ্রুপস ফিচার আনল WhatsApp, জেনে নিন কীভাবে কাজ করবে নয়া ফিচার

বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল মেটা-অধিকৃত WhatsApp। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার আনল তারা। আসলে মেটা-অধিকৃত এই অ্যাপ সম্প্রতি লেটেস্ট অ্যাপ আপডেট রিলিজ করেছে। যার ফলে আইফোন ব্যবহারকারীরা পেয়ে যাচ্ছেন ফেভারিট চ্যাট অ্যান্ড গ্রুপস ফিচার।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল মেটা-অধিকৃত WhatsApp। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার আনল তারা। আসলে মেটা-অধিকৃত এই অ্যাপ সম্প্রতি লেটেস্ট অ্যাপ আপডেট রিলিজ করেছে। যার ফলে আইফোন ব্যবহারকারীরা পেয়ে যাচ্ছেন ফেভারিট চ্যাট অ্যান্ড গ্রুপস ফিচার।
কিন্তু কীভাবে কাজ করবে এই ফিচার? মূলত প্রধান কথোপকথনের উপরেই জোর দেবে এই ফিচার। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গ্রুপ কিংবা কন্ট্যাক্টের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন।
কিন্তু কীভাবে কাজ করবে এই ফিচার? মূলত প্রধান কথোপকথনের উপরেই জোর দেবে এই ফিচার। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গ্রুপ কিংবা কন্ট্যাক্টের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন।
অর্থাৎ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহাকারীরা নিজেদের সবথেকে গুরুত্বপূর্ণ কথোপকথনের উপর জোর দিতে পারবেন। এর ফলে আর কাস্টম ফিল্টার ব্যবহার করে নিজেদের পছন্দের চ্যাট এবং গ্রুপ খুঁজে বার করতে তাঁদের কাঠখড় পোড়াতে হবে না। যার অর্থ হচ্ছে, গোটা প্রক্রিয়াটাই সহজ হয়ে যাবে।
অর্থাৎ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহাকারীরা নিজেদের সবথেকে গুরুত্বপূর্ণ কথোপকথনের উপর জোর দিতে পারবেন। এর ফলে আর কাস্টম ফিল্টার ব্যবহার করে নিজেদের পছন্দের চ্যাট এবং গ্রুপ খুঁজে বার করতে তাঁদের কাঠখড় পোড়াতে হবে না। যার অর্থ হচ্ছে, গোটা প্রক্রিয়াটাই সহজ হয়ে যাবে।
অ্যাপ সেটিংসের মধ্যে এই ফেভারিট-এর বিষয়টা ম্যানেজ করার জন্য চ্যাট লিস্টের একেবারে মাথায় ফেভারিট ফিল্টার এবং নতুন একটি সেকশন যোগ হওয়ার ফলে ব্যবহারকারীরা কার্যকর ভাবে নিজেদের পছন্দের কন্ট্যাক্ট এবং গ্রুপ অর্গানাইজ ও অ্যাক্সেস করতে পারবেন। ফলে বিষয়টা একেবারে সাজানো-গোছানো থাকবে।
অ্যাপ সেটিংসের মধ্যে এই ফেভারিট-এর বিষয়টা ম্যানেজ করার জন্য চ্যাট লিস্টের একেবারে মাথায় ফেভারিট ফিল্টার এবং নতুন একটি সেকশন যোগ হওয়ার ফলে ব্যবহারকারীরা কার্যকর ভাবে নিজেদের পছন্দের কন্ট্যাক্ট এবং গ্রুপ অর্গানাইজ ও অ্যাক্সেস করতে পারবেন। ফলে বিষয়টা একেবারে সাজানো-গোছানো থাকবে।
এখানেই শেষ নয়, WhatsApp Business-এ এল নতুন এআই ফিচার। সাও পাওলো-তে নিজেদের কনভার্সেশনস ইভেন্টে মেটা এই কথা ঘোষণা করেছে। ব্যবহারকারীরা যাতে কোনও ব্যবসা থেকে তথ্য, পণ্য এবং পরিষেবা সরাসরি ভাবে সহজেই পেতে পারেন, তার জন্যই মূলত এই নয়া টুল। আর এর লক্ষ্য হল, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করা।
এখানেই শেষ নয়, WhatsApp Business-এ এল নতুন এআই ফিচার। সাও পাওলো-তে নিজেদের কনভার্সেশনস ইভেন্টে মেটা এই কথা ঘোষণা করেছে। ব্যবহারকারীরা যাতে কোনও ব্যবসা থেকে তথ্য, পণ্য এবং পরিষেবা সরাসরি ভাবে সহজেই পেতে পারেন, তার জন্যই মূলত এই নয়া টুল। আর এর লক্ষ্য হল, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করা।
আসলে WhatsApp-এর নতুন এআই ফিচারটি ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাক্সেসিবিলিটি উন্নত করবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা যাতে সঠিক পণ্য এবং সঠিক পরিষেবা খুঁজে পান, সেটাতেও সাহায্য করবে। অফিসিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে যে, যে কোনও ব্যবসার বিষয়ে ব্যবহারকারীদের প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে তার জবাব খুঁজে দেবে ওই নতুন এআই ফিচারটি।
আসলে WhatsApp-এর নতুন এআই ফিচারটি ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাক্সেসিবিলিটি উন্নত করবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা যাতে সঠিক পণ্য এবং সঠিক পরিষেবা খুঁজে পান, সেটাতেও সাহায্য করবে। অফিসিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে যে, যে কোনও ব্যবসার বিষয়ে ব্যবহারকারীদের প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে তার জবাব খুঁজে দেবে ওই নতুন এআই ফিচারটি।

East Medinipur News: আইফোনের জন‍্য যা করল যুবক, হয়রানির স্বীকার হাওড়া খড়গপুর ডিভিশানের যাত্রীরা

কোলাঘাট: যুবকের অদ্ভুত দাবি। চলন্ত ট্রেনের চেন টেনে চড়ে বসল রেল ব্রিজের মাথায়। সাময়িকভাবে বন্ধ হয়ে দক্ষিণপূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর ডিভিশানে ট্রেন পরিষেবা। প্রায় তিন ঘণ্টার মতো বন্ধ থাকে দক্ষিণ-পূর্ব রেল শাখার খড়গপুর হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল। দীর্ঘ সময়ের পর ওই যুবককে রেল ব্রিজের মাথা থেকে নামিয়ে আনা হয়। তারপর ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক হয়। আর এই ঘটনায় কোলাঘাট-সহ পূর্ব মেদনীপুর জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ মানসিকভাবে বিপর্যস্ত! জিজ্ঞাসাবাদ করা গেল না দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারী চালককে

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রেল স্টেশনে অদূরে রূপনারায়ণ নদের ওপর তিন নম্বর রেল ব্রিজের উপরে উঠে যায় এক যুবক। স্থানীয়রা দৃশ্যটি দেখার পরেই ওই যুবককে নামানোর কাজে হাত লাগান। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে নামান সম্ভব হলেও, যে দড়িতে করে ওই যুবককে নামান হচ্ছিল সেই দড়ি ছিঁড়ে রূপনারায়ণ নদে পড়ে যায় ওই যুবক। রূপনারায়ণের জল থেকে দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কোলাঘাটের পাইপপাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তবে, এই কারণে বেশ প্রায় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

দক্ষিণপূর্ব রেলের মেছাদা জিআরপিএফ থানা থেকে জানা যায়, ওই যুবক হাওড়া আদ্রা প্যাসেঞ্জার ট্রেনে চেপে আসছিল। হঠাৎই কোলাঘাট স্টেশন ঢোকার আগেই রূপনারায়ন নদের ওপর ট্রেনের চেন টেনে বসে। থেমে যায় ট্রেন। তারপরেই ওই যুবক ট্রেন থেকে নেমে সোজা রেল ব্রিজের মাথায় চড়ে বসে। আর এর ফলেই ট্রেন চলাচল পরিষেবা ব্যহত হয়। জিআরপিএফ সূত্রে জানা যায় ওই যুবক আইফোনের দাবিতে রেল ব্রিজের মাথায় চড়ে বসে। প্রায় তিন ঘণ্টা পর ওই যুবককে স্থানীয় বাসিন্দা এবং রেল পুলিশের সহায়তায় নামিয়ে আনতে সক্ষম হয়। যদিও নামিয়ে আনার সময় বিপত্তি ঘটে। দড়ি ছিঁড়ে ওই যুবক সোজা রূপনারায়ণ নদের জলে পড়ে যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়।

রেল পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কোথা থেকে ট্রেনে বসেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। রেল ব্রিজের মাথায় চড়ে ওই যুবকের আইফোনের দাবি শুনে কার যত হতবাক হয়ে যায় রেল পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা। আর এই মানসিক ভারসাম্যহীন যুবকের কারণে দক্ষিণ-পূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর ডিভিশনে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। ওই যুবককে নামানোর পরই ট্রেন চলাচল সচল হয়।

সৈকত শী

Purba Medinipur News: নীচে রূপনারায়ণ, ট্রেন থামিয়ে কোলাঘাটে সেতুর মাথায় যুবক! দাবি শুনে থ পুলিশ

কোলাঘাট: আইফোন চাই৷ এই দাবিতে চেন টেনে ট্রেন থামিয়ে কোলাঘাটে রূপনারায়ণ নদীর উপরের সেতুর মাথায় চড়ে বসল এক যুবক৷ প্রায় দু ঘণ্টার চেষ্টায় ওই যুবককে নীচে নামাতে গিয়েও বাঁধে বিপত্তি৷ দড়ি ছিঁড়ে সোজা নীচে নদীতে গিয়ে পড়ে ওই যুবক৷ স্থানীয়দের তৎপরতায় অবশ্য দ্রুত উদ্ধার করা হয় তাঁকে৷

ঘটনার সূত্রপাত এ দিন বিকেল ৫টা নাগাদ৷ হাওড়া আদ্রা প্যাসেঞ্জার ট্রেন কোলাঘাটে রূপনারায়ণ নদীর উপরের সেতুতে পৌঁছতেই প্রথমে চেন টানেন ওই যুবক৷ সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে যায়৷ এর পরই ট্রেন থেকে নেমে সোজা ব্রিজের মাথায় চড়ে বসেন ওই যুবক৷

আরও পড়ুন: পিছনে ৩০০ ফুট গভীর খাদ, গাড়ি চালানো শিখছিলেন তরুণী! চোখের নিমেষে সব শেষ, দেখুন ভিডিও

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং রেল পুলিশ৷ যুবকের কাণ্ড দেখে নীচেও সাধারণ মানুষের ভিড় জমে যায়৷ পুলিশকর্মীরা ওই যুবককে নেমে আসতে বললে সে জানায়, আইফোন হাতে পেলে তবেই সেতুর স্তম্ভের উপর থেকে নামবে সে৷

ওই যুবককে টোপ দিতে নীচ থেকে একটি ফোন দেখান পুলিশকর্মীরা৷ কিছুটা নেমে এসে ওই যুবক বুঝতে পারেন ওই ফোনটি আইফোন নয়৷ এর পর আবার সেতুর স্তম্ভের মাথায় উঠে বসেন তিনি৷

শেষ পর্যন্ত সন্ধ্যা সাতটা নাগাদ ওই যুবককে নামাতে সেতুর মাথায় ওঠেন কয়েকজন স্থানীয় বাসিন্দা৷ গামছা, দড়ি দিয়ে বেঁধে যুবককে নামানোর চেষ্টা করা হয়৷ তখনই বাঁধে বিপত্তি৷ দড়ি ছিঁড়ে সোজা নীচে নদীর জলে গিয়ে পড়েন ওই যুবক৷ সঙ্গে সঙ্গেই অবশ্য স্থানীয় কয়েকজন বাসিন্দা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে যুবককে উদ্ধার করেন৷ আহত অবস্থায় তাঁকে কোলাঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ ওই যুবক মানসিক ভারসাম্যহীন কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ তাঁর পরিচয়ও জানার চেষ্টা চলছে৷

Knowledge: আইফোনের ‘i’ এর মানে কী বলুন দেখি…? iPhone ব্যবহারকারীরাও ফেল! আজ আপনার পালা

সাধারণ জ্ঞানের ভাণ্ডার যে কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝা মুশকিল। এই জ্ঞানের ভাণ্ডারে যেমন রয়েছে নানা ধরণের শিক্ষামূলক তথ্য তেমনই থাকে নানা মজাদার ইনফরমেশন যা আমাদের চোখের সামনে থাকলেও বেশিরভাগেরই অজানা।
সাধারণ জ্ঞানের ভাণ্ডার যে কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝা মুশকিল। এই জ্ঞানের ভাণ্ডারে যেমন রয়েছে নানা ধরণের শিক্ষামূলক তথ্য তেমনই থাকে নানা মজাদার ইনফরমেশন যা আমাদের চোখের সামনে থাকলেও বেশিরভাগেরই অজানা।
আর এই সমস্ত প্রশ্ন ও তার উত্তরই দেশজুড়ে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসেবে প্রায়ই উঠে আসে পরীক্ষা পত্রে। আজ এই প্রতিবেদনে এমনই এক প্রশ্ন ও তাঁর উত্তর নিয়ে আলোচনা করা হবে যা খুবই সাধারণ কিন্তু আপনিও হয়তো জানেন না এর সঠিক উত্তর।
আর এই সমস্ত প্রশ্ন ও তার উত্তরই দেশজুড়ে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসেবে প্রায়ই উঠে আসে পরীক্ষা পত্রে। আজ এই প্রতিবেদনে এমনই এক প্রশ্ন ও তাঁর উত্তর নিয়ে আলোচনা করা হবে যা খুবই সাধারণ কিন্তু আপনিও হয়তো জানেন না এর সঠিক উত্তর।
স্মার্টফোন আজকাল সবারই প্রায় হাতে হাতে। প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরই স্বপ্ন থাকে আইফোন ব্যবহার করার। কারণ স্মার্টফোনের দুনিয়ায় এর আলাদাই কদর।
স্মার্টফোন আজকাল সবারই প্রায় হাতে হাতে। প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরই স্বপ্ন থাকে আইফোন ব্যবহার করার। কারণ স্মার্টফোনের দুনিয়ায় এর আলাদাই কদর।
আইফোন তার উন্নত কর্মক্ষমতা এবং শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তির জন্য পরিচিত। গ্যাজেট যাঁরা ভালবাসেন তেমন ব্যক্তিরা আইফোনের প্রতি এতটাই দুর্বল যে এই ফোনটি কিনতে লাখ লাখ টাকাও ব্যয় করে ফেলেন তাঁরা।
আইফোন তার উন্নত কর্মক্ষমতা এবং শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তির জন্য পরিচিত। গ্যাজেট যাঁরা ভালবাসেন তেমন ব্যক্তিরা আইফোনের প্রতি এতটাই দুর্বল যে এই ফোনটি কিনতে লাখ লাখ টাকাও ব্যয় করে ফেলেন তাঁরা।
কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আইফোনে ‘i’ মানে কী? আপনার উত্তর যদি হয় ‘আমি’ তাহলে আপনি একেবারেই ভুল। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নিই কেন আইফোনে ‘i’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এর আসল সঠিক উত্তরই বা কী?
কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আইফোনে ‘i’ মানে কী? আপনার উত্তর যদি হয় ‘আমি’ তাহলে আপনি একেবারেই ভুল। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নিই কেন আইফোনে ‘i’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এর আসল সঠিক উত্তরই বা কী?
অনেকেই আইফোন পছন্দ করেন, কিন্তু খুব কম মানুষই আছেন যাঁরা আইফোনের অর্থ জানেন। এই প্রতিবেদনে আইফোনের ‘i’ এর অর্থ কী তা নিয়েই জেনে নেওয়া যাক সবটা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শুধু আইফোন নয়, অ্যাপলের অন্যান্য পণ্য যেমন iMac, iPod, iTunes, iPad-এও i আছে।
অনেকেই আইফোন পছন্দ করেন, কিন্তু খুব কম মানুষই আছেন যাঁরা আইফোনের অর্থ জানেন। এই প্রতিবেদনে আইফোনের ‘i’ এর অর্থ কী তা নিয়েই জেনে নেওয়া যাক সবটা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শুধু আইফোন নয়, অ্যাপলের অন্যান্য পণ্য যেমন iMac, iPod, iTunes, iPad-এও i আছে।
প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ১৯৯৮ সালে একটি অ্যাপল ইভেন্টে iMac প্রবর্তন করেন, ‘i’ এবং ‘Mac’ এর মধ্যে লিঙ্ক ব্যাখ্যা করে তিনি বলেছিলেন যে iMac-এ ব্যবহৃত i মানে ইন্টারনেট। এরপর থেকে ইন্টারনেট ছাড়াও, অ্যাপল পণ্যগুলিতে i মানে ব্যক্তি, তথ্য, স্বতন্ত্র নির্দেশ, তথ্য এবং অনুপ্রেরণা হিসাবে সংজ্ঞায়িত করা শুরু হয়।
প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ১৯৯৮ সালে একটি অ্যাপল ইভেন্টে iMac প্রবর্তন করেন, ‘i’ এবং ‘Mac’ এর মধ্যে লিঙ্ক ব্যাখ্যা করে তিনি বলেছিলেন যে iMac-এ ব্যবহৃত i মানে ইন্টারনেট। এরপর থেকে ইন্টারনেট ছাড়াও, অ্যাপল পণ্যগুলিতে i মানে ব্যক্তি, তথ্য, স্বতন্ত্র নির্দেশ, তথ্য এবং অনুপ্রেরণা হিসাবে সংজ্ঞায়িত করা শুরু হয়।
এরপরে ক্রমশ বাজারে আসে আইফোন। ২০০৭ সালে যখন আইফোন ঘোষণা করা হয়েছিল, তখন এর তিনটি প্রধান অংশের মধ্যে একটি মিউজিক, ফোন কল আর ইন্টারনেট যোগাযোগ বৈশিষ্ট্য আনা হয়েছিল, যা ইন্টারনেটের মূল উদ্দেশ্যের সঙ্গে ‘i’-কে সংযুক্ত করে।
এরপরে ক্রমশ বাজারে আসে আইফোন। ২০০৭ সালে যখন আইফোন ঘোষণা করা হয়েছিল, তখন এর তিনটি প্রধান অংশের মধ্যে একটি মিউজিক, ফোন কল আর ইন্টারনেট যোগাযোগ বৈশিষ্ট্য আনা হয়েছিল, যা ইন্টারনেটের মূল উদ্দেশ্যের সঙ্গে ‘i’-কে সংযুক্ত করে।
২০০৭ সালে আইফোন লঞ্চ করার পর অ্যাপল কোম্পানি এখনও পর্যন্ত আইফোন, আইপ্যাড, আইপডের অনেক মডেল লঞ্চ করেছে। প্রসঙ্গত, এই বছরের সেপ্টেম্বরেই iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে যা ইতিমধ্যেই বাজার কাঁপাচ্ছে।
২০০৭ সালে আইফোন লঞ্চ করার পর অ্যাপল কোম্পানি এখনও পর্যন্ত আইফোন, আইপ্যাড, আইপডের অনেক মডেল লঞ্চ করেছে। প্রসঙ্গত, এই বছরের সেপ্টেম্বরেই iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে যা ইতিমধ্যেই বাজার কাঁপাচ্ছে।
যাইহোক, আপনারা তো জেনেই গেলেন আইফোন এর আই অক্ষরটির আসল অর্থ কী? এবার আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন আপনার বন্ধু বা পরিবারেরই কজন এই প্রশ্নের উত্তর আদৌ জানেন।
যাইহোক, আপনারা তো জেনেই গেলেন আইফোন এর আই অক্ষরটির আসল অর্থ কী? এবার আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন আপনার বন্ধু বা পরিবারেরই কজন এই প্রশ্নের উত্তর আদৌ জানেন।

Motion Sickness: দামী iPhone গায়েব হবে গাড়িতে বমির সমস্যা! আধুনিক প্রযুক্তিতে কামাল হবে কীভাবে, জানুন

ইউজারদের জন্য নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচার নিয়ে আসছে অ্যাপল। চলন্ত গাড়িতে ফোন বা ট্যাব ব্যবহার করার সময় অনেকেরই বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথাব্যথার মতো লক্ষণ দেখা যায়। একে বলে মোশন সিকনেস। কোম্পানির মতে, একজন ব্যক্তি যে গতি দেখছেন এবং যা অনুভব করছেন, তার মধ্যে তারতম্য ঘটলে এমনটা হয়।
ইউজারদের জন্য নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচার নিয়ে আসছে অ্যাপল। চলন্ত গাড়িতে ফোন বা ট্যাব ব্যবহার করার সময় অনেকেরই বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথাব্যথার মতো লক্ষণ দেখা যায়। একে বলে মোশন সিকনেস। কোম্পানির মতে, একজন ব্যক্তি যে গতি দেখছেন এবং যা অনুভব করছেন, তার মধ্যে তারতম্য ঘটলে এমনটা হয়।
এই সমস্যার মোকাবিলায় টেক জায়ান্ট সংস্থা আইফোন এবং আইপ্যাডে ভেহিক্যাল মোশন কিউস নামের একটি নতুন ফিচার চালু করতে চলেছে। চলন্ত যানবাহনে যাত্রীদের মোশন সিকনেস কমাতে সাহায্য করবে এই ফিচার। অ্যাপল ব্লগ পোস্টে জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে এই ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা।
এই সমস্যার মোকাবিলায় টেক জায়ান্ট সংস্থা আইফোন এবং আইপ্যাডে ভেহিক্যাল মোশন কিউস নামের একটি নতুন ফিচার চালু করতে চলেছে। চলন্ত যানবাহনে যাত্রীদের মোশন সিকনেস কমাতে সাহায্য করবে এই ফিচার। অ্যাপল ব্লগ পোস্টে জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে এই ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা।
অ্যাপল ব্লগ পোস্টে জানিয়েছে, ভেহিক্যাল মোশন কিউস ফিচারে স্ক্রিনের প্রান্তে কিছু অ্যানিমেটেড ডট থাকবে। মোশন সিকনেস কমানোর জন্য গাড়ির গতি পরিবর্তনগুলো ফুটে উঠবে এখানে। লেখা হয়েছে, “আইফোন এবং আইপ্যাডের এই সেন্সর ব্যবহার করে ভেহিক্যাল মোশন কিউস ফিচার ইউজার কীভাবে চলন্ত গাড়িতে রয়েছেন এবং কী প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা সনাক্ত করবে। আইফোনে স্বয়ংক্রিয়ভাবে এই ফিচার চালু করা যায়। কিংবা সেটিংসে গিয়েও অন বা অফ করা যাবে”।
অ্যাপল ব্লগ পোস্টে জানিয়েছে, ভেহিক্যাল মোশন কিউস ফিচারে স্ক্রিনের প্রান্তে কিছু অ্যানিমেটেড ডট থাকবে। মোশন সিকনেস কমানোর জন্য গাড়ির গতি পরিবর্তনগুলো ফুটে উঠবে এখানে। লেখা হয়েছে, “আইফোন এবং আইপ্যাডের এই সেন্সর ব্যবহার করে ভেহিক্যাল মোশন কিউস ফিচার ইউজার কীভাবে চলন্ত গাড়িতে রয়েছেন এবং কী প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা সনাক্ত করবে। আইফোনে স্বয়ংক্রিয়ভাবে এই ফিচার চালু করা যায়। কিংবা সেটিংসে গিয়েও অন বা অফ করা যাবে”।
ভেহিক্যাল মোশন কিউস ছাড়াও প্রতিবন্ধী ইউজারদের জন্যও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার আনতে চলেছে টেক জায়ান্ট সংস্থা অ্যাপল। এর মধ্যে আই ট্র্যাকিং ফিচার অন্যতম। নাম থেকেই বোঝা যাচ্ছে, ইউজাররা চোখ দিয়েই আইফোন বা আইপ্যাডের স্ক্রিন নেভিগেট করতে, স্ক্রোল করতে বা সোয়াইপ করতে পারবেন। এর পাশাপাশি হ্যান্ডস ফ্রি কন্ট্রোলের জন্য ভয়েস শর্টকাটও নিয়ে আসছে অ্যাপল। এই ফিচার ব্যবহার করে বধির বা শ্রবণশক্তিহীন যাত্রী বা চালক সাইরেন কিংবা গাড়ির হর্নের বিজ্ঞপ্তি পাওয়ার জন্য সতর্কতা চালু করতে পারেন।
ভেহিক্যাল মোশন কিউস ছাড়াও প্রতিবন্ধী ইউজারদের জন্যও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার আনতে চলেছে টেক জায়ান্ট সংস্থা অ্যাপল। এর মধ্যে আই ট্র্যাকিং ফিচার অন্যতম। নাম থেকেই বোঝা যাচ্ছে, ইউজাররা চোখ দিয়েই আইফোন বা আইপ্যাডের স্ক্রিন নেভিগেট করতে, স্ক্রোল করতে বা সোয়াইপ করতে পারবেন। এর পাশাপাশি হ্যান্ডস ফ্রি কন্ট্রোলের জন্য ভয়েস শর্টকাটও নিয়ে আসছে অ্যাপল। এই ফিচার ব্যবহার করে বধির বা শ্রবণশক্তিহীন যাত্রী বা চালক সাইরেন কিংবা গাড়ির হর্নের বিজ্ঞপ্তি পাওয়ার জন্য সতর্কতা চালু করতে পারেন।
এখানেই শেষ নয়। অ্যাপল নতুন মিউজিক হ্যাপটিক্স ফিচারও চালু করেছে। এর মাধ্যমে বধির বা শ্রবণশক্তিহীন ইউজাররা গান শোনার অভিজ্ঞতা পাবেন। ব্লগে অ্যাপল লিখেছে, “মিউজিক হ্যাপটিক্স অ্যাপল মিউজিক ক্যাটালগের লক্ষ লক্ষ গানে কাজ করে এবং ডেভেলপাররা অ্যাপে মিউজিককে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য এপিআই হিসেবে কাজে লাগাতে পারেন”।
এখানেই শেষ নয়। অ্যাপল নতুন মিউজিক হ্যাপটিক্স ফিচারও চালু করেছে। এর মাধ্যমে বধির বা শ্রবণশক্তিহীন ইউজাররা গান শোনার অভিজ্ঞতা পাবেন। ব্লগে অ্যাপল লিখেছে, “মিউজিক হ্যাপটিক্স অ্যাপল মিউজিক ক্যাটালগের লক্ষ লক্ষ গানে কাজ করে এবং ডেভেলপাররা অ্যাপে মিউজিককে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য এপিআই হিসেবে কাজে লাগাতে পারেন”।

iPhone Vs Android: আইফোনকে টেক্কা দিতে পারে এই ৩ অ্যান্ড্রয়েড স্মার্টফোন! দামেও সস্তা!

Smartphones: স্মার্টফোনের জগত দুটি শিবিরে বিভক্ত। অ্যান্ড্রয়েড ও আইওএস। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বিপুল। সাধারণ মানুষের নাগালের মধ্যে। অন্য দিকে, আইওএস-এর রয়েছে কাল্ট স্ট্যাটাস। এখন কোনটা ভাল, এই নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তবে গড় স্মার্টফোন ব্যবহারকারীরা এই দ্বন্দ্বের মধ্যে পড়তে চান না। তাঁরা সস্তায় এমন ডিভাইস চান যা দীর্ঘদিন চলবে।

দ্বন্দ্ব যখন শুরু হয়েছে তখন শেষ দেখা যাক। সাধারণত আইফোনকে অ্যান্ড্রয়েডের তুলনায় শক্তিশালী এবং নির্ভরযোগ্য মনে করা হয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সমসাময়িক অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি স্পেসিফিকেশনের ক্ষেত্রে আইফোনের থেকে অনেক এগিয়ে। সেটা রিফ্রেশ রেট হোক কিংবা ডিসপ্লে বা দ্রুত চার্জিং।

আইফোন ইউজারদের সাধারণত অ্যাপল ইকোসিস্টেমের মধ্যে থাকতে হয়। iMessage, FaceTime এবং iCloud-এর জন্য কোম্পানির পরিষেবার উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। অ্যান্ড্রয়েডে এই ঝামেলা নেই। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মই অত্যন্ত স্মার্ট, দ্রুত এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। ইউজাররা এই ডিভাইস থেকে কী চান, সেটাই আসল পার্থক্য। দু’দিকেই সুবিধা এবং অসুবিধা রয়েছে। স্মার্টফোনের জগতে আইফোন আজও ‘গোল্ড স্ট্যান্ডার্ড’। বিশেষ করে হাই এন্ড রেঞ্জে।

আরও পড়ুন: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!

ক্যামেরা পারফরম্যান্স, ওএস নির্ভরযোগ্যতা এবং সামগ্রিক বিচারে আইফোনকে টক্কর দিতে পারে, এমন কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে রয়েছে। বাস্তবতা এটাই। আইফোনের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করা যায়।

Samsung Galaxy S24 Ultra: আইফোনকে টেক্কা দিতে পারে Samsung Galaxy S24 Ultra। এতে ২০০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল 5x অপটিক্যাল জুম ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম-সহ বর্তমানে স্মার্টফোনগুলির মধ্যে সেরা ক্যামেরা রয়েছে এতে। রয়েছে এআই।

আরও পড়ুন: দিন না রাত? এই বিশেষ সময়ে বই পড়লে মনে থাকবে পড়া! ভাল রেজাল্ট করতে হলে জানুন

OnePlus Open: দ্বিতীয় ফোন হল OnePlus Open। ফোল্ডেবল, হালকা এবং স্লিম। শক্তিশালী ট্রিপল লেন্স হ্যাসেলব্লাড ক্যামেরা সেট আপ রয়েছে যা অন্ধকারেও প্রাণবন্ত ছবি তুলতে পারে।

Pixel 8 Pro: Google-এর নিজস্ব Tensor G3 চিপ দিয়ে তৈরি এই ইন-হাউস ডিভাইস বিশুদ্ধ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা – সবই চিত্তাকর্ষক স্পেসিফিকেশন নিয়ে হাজির। এআই-এর উপর সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে।

iPhone: আইফোন কিনে দিতেই হবে, জেদ মেয়ের! রাস্তার মধ্যেই কী করলেন অসহায় বাবা? ভাইরাল ভিডিও

তাইউয়ান: আইফোন কেনার সাধ তো অনেকেরই থাকে, কিন্তু সাধ্য হয় কত জনের? আইফোনের আকর্ষণ এমনই যে অনেকে বাজেটের বাইরে গিয়েও সাধের এই ফোন যেভাবেই হোক কেনার চেষ্টা করেন৷ গোটা বিশ্ব জুড়েই আইফোন নিয়ে মানুষের উৎসাহ, চাহিদা একই রকম৷

আর এই আইফোনকে কেন্দ্র করেই সম্প্রতি এক হৃদয়স্পর্শী ছবি উঠে এসেছে চিনের একটি ব্যস্ত রাস্তা থেকে৷ ওই ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মেয়েকে আই ফোন কিনে দিতে না পেরে লজ্জায় তার সামনেই হাঁটু মুড়ে বসে ক্ষমা চাইছেন এক বাবা৷ সন্তানের সামনে এক বাবার অসহয়তার এই ছবি গোটা বিশ্বেই ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন: ছাত্রের সঙ্গে ক্লাসরুমেই শারীরিক সম্পর্ক, হোটেলে ডেকেও কুকীর্তি! বড় শাস্তি শিক্ষিকার

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৪ মে চিনের তাইউয়ান শহরে এই ঘটনা ঘটেছে৷ সেই সময় পথচলতি একজন মানুষ ওই ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন৷ ওই প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, আই ফোন কিনে দিতে না পারায় মেয়েটি নিজের বাবার উপরে রীতিমতো চিৎকার করছিল৷ ওই মেয়েটিকে বলতে শোনা যায়, ‘অন্য বাবা মায়েরা তো নিজেদের ছেলেমেয়েক আইফোন কিনে দিতে পারে, তুমি কেন পারো না৷’

মেয়ের সামনেই হাঁট মুড়ে বসে পড়েন বাবা৷ ছবি- সাউথ চায়না মর্নিং পোস্ট৷
মেয়ের সামনেই হাঁট মুড়ে বসে পড়েন বাবা৷ ছবি- সাউথ চায়না মর্নিং পোস্ট৷

মেয়ের এই প্রশ্নের উত্তর দিতে না পেরে রাস্তার উপরেই হাঁটু মুড়ে বসে পড়েন ওই ব্যক্তি৷ এর পর, নিজের আই ফোন কেনার সাধ্য না থাকার জন্য মেয়ের কাছে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে৷ বাবাকে এমন করতে দেখে মেয়েটি তখন তাঁকে তাড়াতাড়ি উঠে পড়ে বলে৷

যে ব্যক্তি এই ভিডিও রেকর্ড করেন,তিনিও ওই মেয়েটির জেদ দেখে ক্ষুব্ধ হন৷ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তিনি লেখেন, ‘আমারও মনে হচ্ছিল এগিয়ে গিয়ে মেয়েটিকে একটা থাপ্পড় মারি৷’

এই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই সন্তানকে মানুষ করা এবং বাবা মায়েদের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়৷ একজন মন্তব্য করেন, ‘পণ্যের বিপণন এমন পর্যায়ে পৌঁছেছে তা যুব সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে৷ তারা বিলাসিতার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ছে যে বাবা-মা কী কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, সেটাও ভাবছে না৷’

কেউ কেউ আবার ওই মেয়েটির বাবাকেই দোষ দিচ্ছেন৷ তাঁদের যুক্তি, ‘ওই ব্যক্তি এমন আচরণ করছেন যা দেখে তাঁর মেয়ের জেদ আরও বাড়বে৷ তাঁর উচিত ছিল নিজের মেয়ের ভুল শুধরে দেওয়া৷ বাবা হিসেবে তাঁর ভূমিকা খুবই খারাপ৷’

Vivo X Fold 3: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!

ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected 
ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected 
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected 
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected 
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected 
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected 
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected