জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা

Purulia News: পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির দুর্গাপুজো, দেড় কেজি সোনায় তৈরি মায়ের মূর্তি

পুরুলিয়া : পুরুলিয়ার জয়পুরের কণক দুর্গা…সারা বছর ঠাকুর থাকেন ব্যাঙ্কের লকারে। ‌পুজোর চারটে দিন মাকে সর্বসাধারণের মধ্যে রাখা হয়। পুলিশি প্রহরায় দেবীকে ব্যাঙ্ক থেকে মণ্ডপে আনা হয়। এই চারদিন কড়া পুলিশি পাহারার মধ্যে থাকেন কণক দুর্গা। ‌পুজো শেষ হতেই ফের পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে মাকে ব্যাঙ্কে রেখে আসা হয় । বছরের পর বছর এই ভাবেই জয়পুর রাজবাড়িতে দুর্গাপুজো পালিত হয়ে আসছে।

রাজ পরিবারের বর্তমান উত্তরসূরী প্রশান্ত নারায়ণ সিংহদেও বলেন , দেড় কেজি সোনা দিয়ে তৈরি দুর্গা মূর্তি। ২ মণ রুপো দিয়ে তৈরি মায়ের চালচিত্র। সুরক্ষার কথা ভেবেই ব্যাঙ্কের লকারে রাখা হয় মাকে। পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম জয়পুর রাজবাড়ির দুর্গাপুজো।‌ বছরের পর বছর ধুমধামের সঙ্গে এই পুজো পালিত হয়ে আসছে। পুজোর সময় এখানে কাতারে কাতারে ভক্তের সমাগম হয়।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়