আইফোন এখন অনেকের স্বপ্ন! জানেন কি, এই ফোন আইফোনকে ৫ গোল দেবে!

আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। সেই নিয়ে গোটা বিশ্বে হইচই। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে চিনা কোম্পানি Huawei। চমকে যায় গোটা দুনিয়া। এমন স্মার্টফোন বিশ্ব এর আগে দেখেনি।
আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। সেই নিয়ে গোটা বিশ্বে হইচই। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে চিনা কোম্পানি Huawei। চমকে যায় গোটা দুনিয়া। এমন স্মার্টফোন বিশ্ব এর আগে দেখেনি।
Huawei নিয়ে এসেছে Mate XT। বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন। অর্থাৎ এই ফোন দুইবার নয়, তিনবার ভাঁজ হয়। তাহলে এই ফোন কতটা বড় একবার ভাবুন। স্যামসং, ওয়ান প্লাস, ওপ্পো-এর ডুয়াল ফল্ডেবল স্মার্টফোন রয়েছে। কিন্তু ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তির জগতে এক নতুন রেকর্ড। চিন অ্যাপলের বড় বাজার। তাদের টক্কর দিতেই Huawei একই দিনে এই ফোন নিয়ে এসেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
Huawei নিয়ে এসেছে Mate XT। বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন। অর্থাৎ এই ফোন দুইবার নয়, তিনবার ভাঁজ হয়। তাহলে এই ফোন কতটা বড় একবার ভাবুন। স্যামসং, ওয়ান প্লাস, ওপ্পো-এর ডুয়াল ফল্ডেবল স্মার্টফোন রয়েছে। কিন্তু ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তির জগতে এক নতুন রেকর্ড। চিন অ্যাপলের বড় বাজার। তাদের টক্কর দিতেই Huawei একই দিনে এই ফোন নিয়ে এসেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
Huawei Mate XT পুরো খুললে ট্যাবের মতো হয়ে যায়। ১০.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এর মধ্যে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির।
Huawei Mate XT পুরো খুললে ট্যাবের মতো হয়ে যায়। ১০.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এর মধ্যে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির।
ট্রিপল ফোল্ডেবল এই স্মার্টফোনে Kirin 9 চিপসেট প্রসেসর দিয়েছে Huawei। রয়েছে ১৬ জিবি র‍্যাম। সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি-এর স্টোরেজ অপশন। কোম্পানির দাবি, এই ফোন হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।
ট্রিপল ফোল্ডেবল এই স্মার্টফোনে Kirin 9 চিপসেট প্রসেসর দিয়েছে Huawei। রয়েছে ১৬ জিবি র‍্যাম। সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি-এর স্টোরেজ অপশন। কোম্পানির দাবি, এই ফোন হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।
Huawei Mate XT-তে রয়েছে EMUI 13 অপারেটিং সিস্টেম, Android OS-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহক গুগলের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারবেন না। তবে Huawei নিজস্ব অ্যাপ সার্চ ইঞ্জিন দিয়েছে।
Huawei Mate XT-তে রয়েছে EMUI 13 অপারেটিং সিস্টেম, Android OS-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহক গুগলের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারবেন না। তবে Huawei নিজস্ব অ্যাপ সার্চ ইঞ্জিন দিয়েছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সেট আপ ফটোগ্রাফি এবং ভিড গ্রাফির জন্য চমৎকার বলে দাবি করেছে কোম্পানি।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সেট আপ ফটোগ্রাফি এবং ভিড গ্রাফির জন্য চমৎকার বলে দাবি করেছে কোম্পানি।
Huawei Mate XT-এর দাম ১৯,৯৯৯ CNY (২,৮১০ ডলার) থেকে শুরু। ভারতীয় মুদ্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। তবে এখন শুধুমাত্র চিনের বাজারেই মিলছে এই ফোন। তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারেও চলে আসবে।
Huawei Mate XT-এর দাম ১৯,৯৯৯ CNY (২,৮১০ ডলার) থেকে শুরু। ভারতীয় মুদ্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। তবে এখন শুধুমাত্র চিনের বাজারেই মিলছে এই ফোন। তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারেও চলে আসবে।