দক্ষিণ ২৪ পরগনা, ব্যবসা-বাণিজ্য Money Making Tips: খুব সহজ পদ্ধতিতে বাড়ির ছাদেই করুন শসা চাষ ! হবে বিপুল টাকা আয় Gallery October 21, 2024 Bangla Digital Desk ছাদ বাগানে সহজেই করুন শশা চাষ। বাড়ির ছাদ বাগানে অনেকেই বিভিন্ন ধরনের চাষ করে থাকে। এর মধ্যে ভালো আয় পেতে শশা চাষ করতে পারেন। ছাদে শশা চাষ করার জন্যে আগে মাটি তৈরি করতে হবে। এর জন্য মাটিকে ভালো করে ভিজিয়ে নিয়ে বাজার থেকে কিনে আনা শসার বীজ গুলি পুঁতে দিতে হবে। বীজ রোয়ায় পরে সাত থেকে আট দিন পরেই শসার বীজ থেকে চারা বেরিয়ে আসবে। চারা বেরোনোর ১৫-২০ পর্যন্ত সূর্যের আলো, জল ও মাটি খুব ভালো করে দিতে হবে। চারা বেরোলেই গাছে প্রয়োজনীয় জৈব সার দিতে হবে। বাজার থেকে জৈব সার কিনে আনবেন যার মধ্যে থাকবে জিঙ্ক, কপার, সালফেট, সহ প্রয়োজনীয় খাদ্য উপাদান। গাছ বড়ো হয়ে গেলে মাচার মধ্যে সুতো ও বাঁশের সাহায্যে সম্পূর্ণ গাছটা বেঁধে দিন। শসা গাছ বেশি লতালে খুব ভালো হয়। গাছ বের হবার পর প্রায় ৪৫-৫০ দিন পরেই দেখবেন এই গাছ ভর্তি শশা এসেছে। তারপরে আসতে আসতে সেই শসা গাছ থেকে ছিঁড়ে নিয়ে অনায়েসেই খেতে পারবেন।