নারীদের মুশকিল আসান! বিপদে পড়লেই এবার সহায় 'পিঙ্ক প্যাট্রল মোবাইল'! জেনে নিন

Pink patrol mobile in Bankura:বাঁকুড়ায় ‘পিঙ্ক প্যাট্রল মোবাইল’, দাপিয়ে বেড়াবেন মহিলা পুলিশকর্মীরা

বাঁকুড়া জেলা পুলিশ চালু করল *দ্য পিঙ্ক পেট্রোল মোবাইল*
বাঁকুড়া জেলা পুলিশ চালু করল *দ্য পিঙ্ক পেট্রোল মোবাইল*
নারীর নিরাপত্তা এবং নারীর বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত পরিস্থিতি ভালোভাবে পরিচালনার সুবিধার্থে।
নারীর নিরাপত্তা এবং নারীর বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত পরিস্থিতি ভালোভাবে পরিচালনার সুবিধার্থে।
দ্য পিঙ্ক প্যাট্রোলের দুটি সংখ্যা জেলা জুড়ে চালু করা হয়েছে। পিঙ্ক পেট্রোল মোবাইলটি সমস্ত মহিলা পুলিশ অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হবে মহিলাদের সম্পর্কিত সমস্যাগুলির প্রয়োজন বা সংকট মেটাতে।
দ্য পিঙ্ক প্যাট্রোলের দুটি সংখ্যা জেলা জুড়ে চালু করা হয়েছে। পিঙ্ক প্যাট্রোল মোবাইলটি সমস্ত মহিলা পুলিশ অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হবে মহিলাদের সম্পর্কিত সমস্যাগুলির প্রয়োজন বা সংকট মেটাতে।
বর্তমান বিজয়ী দলের 10টি মোটরসাইকেল বেড়ে হল ১৫টি মোটরসাইকেল ।
বর্তমান বিজয়ী দলের ১০টি মোটরসাইকেল বেড়ে হল ১৫টি মোটরসাইকেল।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বৈভব তিওয়ারি বলেন,
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বৈভব তিওয়ারি বলেন, “যেসব জায়গায় মহিলাদের ভিড় বেশি যেমন, পার্ক, কোচিং সেন্টার, প্যান্ডেল, মার্কেট, সেই জায়গাগুলিতে “পিংক পেট্রোল মোবাইল” সব সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসবে।”
আসন্ন দুর্গোৎসব এর আগে জেলা পুলিশের নারী নিরাপত্তা নিশ্চিতের নতুন অঙ্গীকার।
আসন্ন দুর্গোৎসবের আগে জেলা পুলিশের নারী নিরাপত্তা নিশ্চিতের নতুন অঙ্গীকার।