ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারে জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া। (Photo Courtesy- BCCI X)

IND vs BAN: ভারতের ব্যাটিং তাণ্ডবে ধরাশায়ী বাংলাদেশ, ৭ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া

দলের ক্রিকেটার পাল্টালেও মেজাজ এতটুকু পাল্টায়নি। কানপুর টেস্ট যেখানে শেষ করেছিল ভারতীয় দল, গোয়ালিওরে ঠিক সেখান থেকেই টি-২০ সিরিজ শুরু করল ভারতীয় দল। একতরফা ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৭ উইকেটে সহজ জয় পেল মেন ইন ব্লুজ। ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নিল সূর্যকুমার যাদবের দল।

ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্সরা। গোটা ইনিংসে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ৩৫ ও শান্ত ২৭ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজমক স্কোরের সম্মুখীন হতে হত বাংলাদেশকে। ভারতের সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং।

ভারতীয় বোলিং অ্যাটাকে নজর কাড়েন প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফেরা কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এই মিস্ট্রি স্পিনার। এছাড়া বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচে অভিষেক হয় ভারতের সরুণ স্পিড স্টার মায়াঙ্ক যাদবের। প্রথম ওভারেই মেডেন দেন তিনি। ৪ ওভারে ২১ রান ১ উইকেট নিয়ে নজরকাড়া বোলিং করেন তিনি।

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা। ঝোড়ো ইনিংস শুরু করেও দুর্ভাগ্যবশত রানআউট হন অভিষেক শর্মা। ৭ বলে ১৬ রান করেন অভিষেক। এরপর ক্রিজে এসেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৪ বলে ২৯ রান করে আউট হন তিনি। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন স্কাই।

আরও পড়ুনঃ KKR News: নাম তুলে নিলেন দল থেকে! বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন আন্দ্রে রাসেল

ছন্দে পাওয়া যায় ওপেনার সঞ্জু স্যামসনকেও। তিনিও বেশ কিছু অনবদ্য শট খেলে ১৯ বলে ২৯ রান করে আউট হন। বাকি কাজটুকু করে দেন হার্দিক পান্ডিয়া ও এই ম্যাচে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি। ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ রানে অপরাজিত থাকেন নীতিশ কুমার রেড্ডি।