খেলা KKR News: তাকে ছাড়লে ‘ঐতিহাসিক ভুল’ করবে কেকেআর! নিজের ক্ষমতা বুঝিয়ে দিলেন নাইট তারকা Gallery October 6, 2024 Bangla Digital Desk সামনেই রয়েছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। তাঁকে দলে রিটেন করবে কিনা কলকাতা নাইট নরাইডার্স তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিন্তু আইপিএল রিটেনশনের আগেই নিজের ক্ষমতা বুঝিয়ে দিলেন কেকেআর তারকা। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন কেকেআর তারক। সৌজন্যে তার আগের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স। কিন্তু টি-২০ বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচ খেলেও দাগ কাটতে পারেননি। কথা হচ্ছে বরুণ চক্রবর্তীর। ২০২১ সালের পর থেকে ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় বরুণের জন্য। গতবার আইপিএলের কেকেআরের হয়ে ১৫ ম্যাচে নিয়েছিলেন ২১ উইকেট। সেই সুবাদেই ৩ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পান বরুণ। (Photo Courtesy- AP) সামনে আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের দিন। একইসঙ্গে জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করলেন না কেকেআরের মিস্ট্রি স্পিনার। (Photo Courtesy- AP) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনারের উইকেটে শিকারের তালিকায় রয়েছে তৌহিদ হৃদয়, জাকের আলি ও রিশাদ হোসেন। (Photo Courtesy- AP) কেকেআর আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করার আগে বরুণ চক্রবর্তী এই পারফরম্যান্সের মাধ্যমে এক প্রকার বার্তা দিয়ে রাখলেন। বুঝিয়ে দিলেন তাঁকে ধরে রাখাটা কতটা দরকারি। (Photo Courtesy- AP)