কলকাতা পুলিশের দারুণ উদ‍্যোগ!

Durga Puja 2024: কলকাতা পুলিশের দারুণ উদ‍্যোগ! প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পুজো পরিক্রমা

কলকাতাঃ আজ, মঙ্গলবার চতুর্থী। সারা বাংলায় শুরু হয়ে গিয়েছে উৎসব। পুজোয় মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। এবার পুজোতে শহরের প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে। “প্রণাম” প্রকল্পের আওতাভুক্ত ৪২০ জন প্রবীণ নাগরিক, এবং ১৩০ জন বিশেষভাবে সক্ষম শিশুকে সঙ্গে নিয়ে ২২টি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে শহরের পুজো ঘুরে দেখাবেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ফ্ল্যাগ অফ সেরেমনিতে উপস্থিত ছিলেন নগরপাল মনোজ ভার্মা-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুনঃ মহৌষধ! এই ‘দুই সস্তার ভেষজ’ নিংড়ে নেবে ইউরিক অ্যাসিড! ৭ দিনেই ধরাশায়ী ব্যথা-যন্ত্রণা-ফোলাভাব

প্রতিবছর আয়োজন করা হয় এই পুজো পরিক্রমা। শহরের প্রবীণ নাগরিকদের, যাঁদের বেশিরভাগেরই ছেলে মেয়েরা সঙ্গে থাকে না, বাইরে চাকরি করে, তাঁদের সাহায্যার্থে এই “প্রণাম” প্রকল্প কলকাতা পুলিশের। বেশ কিছু বছর ধরেই চলছে। প্রতি বছর এই প্রকল্পের সদস্যদের সঙ্গে নিয়ে বাসে করে ঠাকুর দেখায় পুলিশ। এবছর সঙ্গে বিশেষভাবে সক্ষম ১২০ জন শিশুও রয়েছে।

সারাবছরই চলে “প্রণাম” প্রকল্পের কাজ। শহরের প্রবীণ নাগরিক, যাঁদের ছেলে মেয়েরা বাইরে থাকে। তাঁদের দরকারে সবসময় পাশে এই সংস্থা। কলকাতা পুলিশের এই প্রকল্পের কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের বিভিন্ন স্থানে। প্রতিবছরের ন‍্যায় এবছর তাঁরা প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এই ব‍্যবস্থা করেছে।