যানজট নিয়ন্ত্রণ একাধিক পদক্ষেপ

উৎসবের শহরে একাধিক পদক্ষেপ পৌরসভা ও প্রশাসনের! শহরবাসীর জন্যই এমন উদ্যোগ

পুরুলিয়া : যানজট পুরুলিয়া শহরের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সারা বছরই যান জটের সমস্যা থাকে শহরে। যানজট নিয়ন্ত্রণে একাধিকবার একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে।

পুজোর এই সময় বহু মানুষ ঠাকুর দেখতে বেরোন। তাই এই সময় যানজটের সমস্যা আরওঅনেকখানি বেড়ে যায়। মানুষের সাথে সুষ্ঠুভাবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারে। যাতে কারও কোনওরকম সমস্যা না হয়, তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া পৌরসভা ও প্রশাসন।

আরও পড়ুন- মারলেন, কিন্তু দেখলেন না! ক্রিকেটে নতুন শট! কেন পান্ডিয়া সেরা অলরাউন্ডার, দেখুন

এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন , যান নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত দিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‌ বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠক সম্পন্ন হয়েছে। শহরবাসীদের যাতে কোনওরকম অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই বিষয়ে তৎপর থাকছে পৌরসভা।

এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, প্রশাসনিকভাবে সমস্ত দিক থেকেই তারা পদক্ষেপ নিয়েছেন। সমস্ত পুজো কমিটি গুলির কাছে অনুরোধ যাতে তারা প্রশাসনকে সমস্ত দিক থেকে সহযোগিতা করেন। পাশাপাশি প্রশাসনকেও তিনি অনুরোধ করেন যাতে সুষ্ঠুভাবে পুজোর সব কাজ পরিচালিত হয়।

আরও পড়ুন- বলুন তো, টেস্ট ক্রিকেটে কেন থাকে চা বিরতি? ক্রিকেটের সঙ্গে চা পানের কী সম্পর্ক!

পুরুলিয়া শহরে সারা বছর যানজটের সমস্যা লেগেই থাকে। তবে এই সমস্যা সমাধান করার জন্য বরাবরই উদ্যোগ নিয়ে থাকে পৌরসভা ও প্রশাসন। উৎসবের এই সময়ে তাই বাড়তি নজরদারি রয়েছে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে।

শর্মিষ্ঠা ব্যানার্জি