জ্যোতিষকাহন, পশ্চিম বর্ধমান Flower for Devi Durga: মা দুর্গা মর্ত্যে আসছেন, পদ্মফুলের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু জানেন কি মা দুর্গা এই ফুলগুলিতেও হন তুষ্ট Gallery October 8, 2024 Bangla Digital Desk দেবী দুর্গার পদ্ম, শিউলি ভীষণ প্রিয় ফুল। পাশাপাশি জবা ফুল দেওয়া যায় মহামায়াকে। কিন্তু আরও তিনটি ফুল পেলে খুশি হন দেবী। বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলছেন, দেবী দুর্গার ভীষণ পছন্দের ফুল পদ্ম এবং শিউলি। তবে দুর্গাপূজোর সময় পদ্ম বা শিউলি ফুলের পাশাপাশি দেবীকে আকন্দ, অপরাজিতা বা করবী ফুল দেওয়া যায়। তিনি জানিয়েছেন, আকন্দ মহাদেবের ভীষণ প্রিয় ফুল। আবার বলা হয় সাদা আকন্দ ফুলের মূলে সিদ্ধিদাতা গণেশের বাস। তাই ১০৮ টি আকন্দ ফুলের মালা দুর্গাপুজোর সময় দেবীকে অর্পণ করতে পারেন। অপরাজিতা ফুলও দেবী দুর্গার ভীষণ প্রিয়। এক্ষেত্রে সাদা অথবা নীল অপরাজিতা দেবীকে অর্পণ করতে পারেন। এমনিতেই বিজয়া দশমীতে অপরাজিতার পুজো হয়। বিশ্বাস করা হয়, দেবীকে অপরাজিতা ফুল অর্পণ করলে, সব কাজে আপনি অপরাজেয় থাকবেন। এছাড়াও আরও একটি ফুল দেবীর ভীষণ পছন্দের। এই ফুল ছাড়া অসম্পূর্ণ মহানবমীর যজ্ঞ। দেবী দুর্গার অপার কৃপা পেতে হলে তাকে অর্পণ করতে পারেন সাদা করবী ফুলের মালা। মালা না পারলে অন্ততপক্ষে ১১ টি করবী ফুল দেবীকে অর্পণ করে মনস্কামনা জানান। ইচ্ছাপূরণ হবে।।