দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Puja Travel: ইতিহাস ছুঁয়ে ঘোরার সঙ্গেই পুজোর মজা! কলকাতার কাছেই ঘুরে আসুন পঁচেটগড় রাজবাড়িতে, পুজোর ছুটির সেরা ঠিকানা Gallery October 8, 2024 Bangla Digital Desk পূর্ব মেদিনীপুর জেলার এই প্রাচীন রাজবাড়ীতে পুজোর যেকোনও একদিন এক রাত বা একবেলা কাটিয়ে আসতে পারেন। প্রায় ৫০০ শতাব্দী প্রাচীন এই রাজবাড়িতে দুর্গাপুজোর আনন্দও পাবেন। পঁচেট গড় পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীণ রাজবাড়ির অন্যতম। সঙ্গীত নাটক সাহিত্য প্রভৃতি শিল্পকলায় সারা বাংলা আলাদা স্থান লাভ করেছে। প্রায় ৫০০ বছরের বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে এখনও স্ব-মহিমায়। পুজোয় নানা ঘরানার স্থাপত্য শিল্পকলার ইতিহাস ছুঁয়ে দেখতে হলে আসুন পঁচেট গড় রাজবাড়িতে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে অবস্থিত পঁচেট গড় রাজবাড়ি। দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ ইতিহাস। এই রাজবাড়ির পূর্বপুরুষ কালা মুরারিমোহন দাসমহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক। তাঁর সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লীর মুঘল দরবারে। মোগল সম্রাট ঔরঙ্গজেব তাম্রলিপ্ত বন্দর এর প্রশাসকের কাজ দেন। তার কাজে খুশি হয়ে মোগল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গীর দান করেন। স্থাপত্য শিল্পকলার দিক থেকে বিভিন্ন মন্দির ও বিভিন্ন স্থাপত্য বিভিন্ন স্থাপত্য ঘরানার নিদর্শন পাওয়া যায় পঁচেট গড়ে। বাংলার পঞ্চরত্ন স্থাপত্যকলা থেকে উড়িষ্যার রথ দেউল স্থাপত্য কলা এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন স্থাপত্য পাশ্চাত্য রীতির নিদর্শন পাওয়া যায়। বর্তমানে হেরিটেজ তকমা পাওয়া রাজবাড়ি ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে মাত্র ১৯০ কিলোমিটার দূরে। সহজেই সড়কপথে পৌঁছানো যায় পঁচেট গড় রাজবাড়িতে। পঁচেট গড়ে অবস্থিত অনেক মন্দিরের পাশাপাশি রয়েছে এগরার হাটখোলা মন্দির। ঘুরে আসতে পারেন কাছেপিঠেই মাদুর শিল্পের অন্যতম জায়গা পশ্চিম মেদিনীপুর সবং। দিঘা থেকে পঁচেট গড়ের অবস্থান মাত্র ৪৭ কিলোমিটার। বর্তমানে রাজবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে হোম স্টে। কড়ি বর্গার ছাদে প্রাচীন রাজবাড়ীর অন্দরে রাত্রি কাটানোর রয়েছে সুবন্দোবস্ত। মাথাপিছু খরচ দুই হাজার থেকে চার হাজার টাকা। এই রাজবাড়ির সদস্য ফাল্গুনী নন্দন দাস মহাপাত্র এই হোমস্টের তত্ত্বাবধানে রয়েছেন। ফোনে বুকিং করে ঘুরে আসুন প্রাচীন জনপদ এই পঁচেট গড়ে। যোগাযোগ: +91-7044943794ইমেইল: enquiry@panchetgarh.comwww.panchetgarh.com দুর্গাপুজোর সময় প্রাচীন স্থাপত্য কলার পাশাপাশি এই রাজবাড়িতে বাড়তি পাওনা রাজবাড়ির দুর্গাপুজো। প্রাচীন রাজবাড়ির দুর্গাপুজোয় পুজোর যেকোনও একদিন ঘুরে বেড়ানোর আনন্দ নিতে পঁচেট গড়ে আসুন।