দক্ষিণ ২৪ পরগনা, লাইফস্টাইল Banana Cultivation in Roof Top: বাড়ির ছাদে টবেই হবে সিঙ্গাপুরি কলা! জেনে নিন পদ্ধতি Gallery October 8, 2024 Bangla Digital Desk বাড়ির ছাদে বা টবে জৈব পদ্ধতিতে কলা গাছ চাষ করা যায় একটি কলা গাছের মূল সহ চারা সংগ্রহ করতে হবে। সারা বছরই কলাগাছ চাষ করা যায়। ছাদের উপরে একটি বড় সাইজে টপ লাগাতে হবে যে টবটি ২৪ ইঞ্চি মুখ হতে হবে এবং হাইট ১২ ইঞ্চি এবার সেই টবে ভাল করে মাটি ভর্তি হবে। ওই টবে সাধারণ মাটি, লাল মাটি ও গোবর সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এরপর মাটিটি মাঝখানে কিছুটা গর্ত করে ওই টবেই গাছটি বসিয়ে দিতে হবে। তবে নজর রাখতে হবে, পুরো টবটি যেন মাটি ভর্তি না হয় গাছটিকে যাতে সূর্যের আলো পায় সে দিকটা নজর রাখতে হবে ২৮ দিন পর দেখা যাবে গাছটি বাড়তে শুরু করেছে এরপর নতুন পাতা গজানোর পর যে খোল গুলি তৈরি হবে সেগুলো কি কেটে ফেলতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে একটি টবের একটি গাছ থাকতে হবে অন্য গাছ থাকলে গাছটির পুষ্টি নষ্ট হবে। গাছের গোড়ায় যদি কোন আগাছা জন্মায় তাহলে সেগুলি তুলে ফেলতে হবে। গাছটি যখন বড় হবে তারপর সেই জাতি জৈব সার প্রয়োগ করতে হবে এতে থাকবে কম্পোস হাড় গুড়ো ও সর্ষে খোল এভাবে গাছের গোড়ায় আবারও ছড়িয়ে দিতে হবে তারপর জল ছিটিয়ে দিন এরপর যেদিন গাছ উঠেছিলেন তার থেকে ঠিক ৩০৫ দিনের মাথায় দেখতে পাবেন গাছ থেকে কলা কাঁদি বার হয়েছে।