ট্যুরিস্ট স্পটগুলিতে সারা বছরই বেজায় ভিড়। ভ্রমণ পিপাসুরা এখন তাই অফবিট জায়গার সন্ধানে থাকেন। অজানা পাহাড়, জঙ্গলে বেড়াতে যান। তাঁবু খাটিয়ে থাকেন। প্রকৃতিকে নতুন করে আবিষ্কার করেন। খুঁজে ফেরেন নিজেকেও।
এই সব জায়গায় বেড়াতে যাওয়ার এক আলাদা তৃপ্তি রয়েছে। আবার সমস্যাও কম নেই। বিশেষজ্ঞরা সেই সব সমস্যার মুখোমুখি হতে পারেন। কিন্তু আনকোরা পর্যটকরা বিপদে পড়েন। সম্প্রতি অ্যামাজনের জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন এক পর্যটক। তাঁবু খাটিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠেই দেখেন মুখের সামনে দৈত্যাকার মাকড়সা। তাঁবুর ভিতরে রীতিমতো ঘাঁটি গেড়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন– ‘বোন নম্রতাকে নিয়ে কোনও কথা নয়’, সাফ জানিয়ে দিলেন দিদি শিল্পা শিরোদকর, ব্যাপারটা কী?
ইনস্টাগ্রাম ইউজার পল রোসোলি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। পেশায় লেখক। বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও কাজ করেন। অগাস্টে এই ভিডিও পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, অ্যামাজনে বেড়াতে গিয়ে কী মর্মান্তিক অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
View this post on Instagram
একাই পেরুর অ্যামাজনে গিয়েছিলেন পল। তাঁবু খাটিয়ে ছিলেন। রাতে ঘুমোতে যান। মাঝরাতে হঠাত ঘুমে যায়। চোখ খুলে দেখেন, তাঁবুতে থিকথিক করছে লিফকাটার পিঁপড়ে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লিফকাটার পিঁপড়ে পাতা খায়। তারপর সেগুলো থেকে ছত্রাক তৈরি করে। ভিডিওতে দেখা যাচ্ছে, পিঁপড়েগুলো পাতা না পেয়ে তাঁবু চিবিয়ে খাচ্ছে।
পল দেখেন, লিফকাটার পিঁপড়ে তাঁর তাঁবু কেটে ফাঁক করে দিয়েছে। বড় বড় গর্ত। সেখান দিয়ে ঢুকছে অ্যামাজনের মশা। ভিডিওতে তিনি দেখান, তাঁবুর ফাঁক দিয়ে পোকামাকড় ঢুকে পড়েছে। একেবারে মুখের সামনে চলে এসেছে ট্যারান্টুলা মাকড়সা। তিনি শুয়ে আছেন। আর তাঁর মুখের সামনে বসে দৈত্যাকার মাকড়সা। যেন পলকে এক দৃষ্টিতে দেখে চলেছে।
এখনও পর্যন্ত ২ কোটির বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। কমেন্টও করেছেন অনেকেই। এক ইউজার লিখেছেন, “বাপ রে! এ ইয় দুঃস্বপ্ন।’’ আরেকজন মজা করে লিখেছেন, “আপনার স্টেইনলেস স্টিলের তাঁবু কেনা উচিত ছিল।’’ আরেকজন লিখেছেন, “আপনি কী চাকরি করেন মশাই যে অ্যামাজনের জঙ্গলে তাঁবুতে রাত কাটাতে হচ্ছে? আমি বাবা কোনওদিন এমন চাকরি করব না।’’