ভাসমান রেস্তোরাঁ 

Durga Puja 2024: এবার পুজোয় ইছামতি নদীবক্ষে ভাসমান রেস্তোরায় খানাপিনা! করুন অগ্রিম বুকিং

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের ইছামতি নদীবক্ষে ভাসমান রেস্তোরাঁ। এক ঘন্টায় ৩০০ টাকা তার সঙ্গে চা কফি বিস্কুটের পাশাপাশি ইছামতির নদীর কাঁকড়া চিংড়ি মাছ বিভিন্ন নোনা মাছের বাহারি মেনু। বসিরহাট পৌরসভার মাথায় নয়া পালক দিনরাতে ভ্রাম্যমান লঞ্চ টাকির পর বসিরহাটের পর্যটনের নতুন দিগন্ত খুলেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার উদ্যোগে ইছামতি নদীর বোটঘাট থেকে থেকে যাত্রা শুরু হলো চলমান লঞ্চ।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে দুর্যোগ! আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৮ জেলায়! কতদিন চলবে বৃষ্টি? আবহাওয়ার Big আপডেট

যেখানে থাকবে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। এক ঘন্টায় ৩০০ টাকা তার সঙ্গে চা কফি বিস্কুটের পাশাপাশি ইছামতির নদীর কাঁকড়া চিংড়ি মাছ বিভিন্ন নোনা মাছের বাহারি মেনু। ইতিমধ্যে পুজোর কটা দিন বুক হয়ে গেছে পাশাপাশি ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দেখতে এই ভ্রাম্যমান লঞ্চ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুজোয় পেয়ে রীতিমতো খুশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। বসিরহাটে এই প্রথম লঞ্চ ভাসমান রেস্তোরাঁ পেয়ে খুশি। যেখানে রয়েছে একাধিক প্রাচীন নিদর্শন যেমন ভারত ও বাংলাদেশ সীমান্তের পানিতর গ্রামে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম শ্রী গৌরি দেবীর বাড়ি প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে এসেছে সেইসব নিদর্শন দেখতে পাবে পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী শহীদ দিনেশ মজুমদারের স্মূতি বিজড়িত প্রাচীন বাড়ি।

শতাব্দী প্রাচীন বহু প্রাচীন বাড়ি রয়েছে যেমন বসু, কর ব্যানার্জি, ভট্টাচার্য-সহ একাধিক প্রাচীন জমিদার বাড়ির নিদর্শন চাক্ষুষ করতে পারবেন, অন্যদিকে সংগ্রামপুরে সংগ্রাম সিংহের তৈরি করা ৫০০ বছরের পুরনো জাগ্রত কালিমন্দির অন্যদিকে বসিরহাটে প্রাচীন যেসব বাড়ি রয়েছে সেগুলো নিজের চোখে চাক্ষুস করে দেখে নিতে পারবে। সকাল ৯ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত পর্যটকরা পরিষেবা পাবে। এই ভ্রাম্যমান রেঁস্তরা উদ্বোধন করেন বসিরহাট মহাকুমার শাসক আশীষ কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান-সহ প্রশাসনিক আধিকারিকরা। তবে ভ্রাম্যমান এই রেস্তোরাঁ যে পর্যটনের নয় দিগন্ত খুলতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

জুলফিকার মোল্লা