দক্ষিণবঙ্গ Durga Puja 2024: চকচক মণ্ডপ, ধাঁধিয়ে যাবে চোখ! একী সোনা? দেখলেই চমকে উঠবেন বনগাঁর এই মণ্ডপ Gallery October 9, 2024 Bangla Digital Desk সীমান্ত শহর বনগাঁয় এবার সারা ফেলে দিয়েছে পিতলের বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি এই পুজো মন্ডপ বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবারে বিশেষ ভাবনায় ধরা দিয়েছে “সমারোহে এসো হে পরমতর” এবার এই পুজো ৭৬তম বর্ষে দেবী প্রতিমা থেকে মণ্ডপ শয্যায় বিশেষ এই ভাবনার মধ্যে দিয়ে এক অভিনবত্ব নিয়ে এসেছে মণ্ডপটি পিতলের বিভিন্ন সামগ্রী যেমন ঘট, বাটি, প্রদীপ, কাজল দানি সহ নানা উপকরণ দিয়ে কারুকার্য করা হয়েছে রাতের আলোক সজ্জায় মণ্ডপের ভেতর যেন মনে হচ্ছে প্রবেশ করেছেন স্বর্ণমন্দিরে, চারিদিকে তাকালেই সোনালী রঙের এই কারু কাজে চোখ ধাঁধিয়ে যাচ্ছে পিতলের সাজের বিভিন্ন মূর্তিও মণ্ডপে স্থান পেয়েছে প্রতিমার পাশাপাশি, তাই বহু মানুষই এখন এই মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন