Tag Archives: Bongaon

North 24 Parganas News: সীমান্তের হাসপাতালে এবার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, বদলাবে পরিস্থিতি!

উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের পর রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার ও কমিশনারদের। এবার তাই সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘণ্টার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করল জেলা প্রশাসন। দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানানো হয়েছে বনগাঁ পুলিশ জেলার তরফে।

আরও পড়ুন:  বিপদসীমার উপরে বইছে ইছামতি কালিন্দি! আতঙ্কে নদী পাড়ের মানুষ

বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার রীতিমত সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, এমনিতেই হাসপাতাল চত্বরে সিসিটিভি ছিল আগেই। আরও অতিরিক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি হাসপাতালে রয়েছে প্রাইভেট সিকিউরিটি, তাদের উপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং তাদের ডিপ্লয়মেন্টের দায়িত্ব থাকবে পুলিশের হাতে বলেও জানা গিয়েছে। তিনি আরও জানান, হাসপাতলে মহিলা কর্মীদের সংখ্যা প্রায় ২০২। তাদের নিরাপত্তায় থাকছে পুলিশের আরটি গাড়ি ও রক্ষক বাহিনীর একজন। হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ১৬ জন পুলিশের কনস্টেবল তিনটে শিফটে থাকবে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার আকাশ দখল! বিশ্বকর্মা পুজোয় অভিনব প্রতিবাদ

রাতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য ইন্সপেক্টর মর্যাদার দুজন অফিসার থাকবে হাসপাতালে বলেও জানানো হয়েছে। এই গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবার জন্য এসডিও বনগাঁ কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে যাতে হাসপাতালে কোনরকম নিরাপত্তার ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে চলেছে জেলা প্রশাসন। যদিও পুলিশের এই তৎপরতায় খুশি চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। রোগী ও রোগীর পরিজনরাও প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy

Bongaon-Sealdah Local Train Problem: শিয়ালদহ-বনগাঁ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল, বৃষ্টিতে যাত্রী হয়রানি, পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময়?

সপ্তাহের মাঝামাঝিতে ব্যস্ত কাজের দিনেই সকাল থেকে শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচলে বিপত্তি৷ জানা গিয়েছে, বনগায় সিগন্যালিংয়ের সমস্যার কারণে কয়েক ঘণ্টা পরিসেবা ব্যাহত থাকার পর অবশেষে চালু হল ট্রেন চলা চল। (Rudra Narayan Roy )
সপ্তাহের মাঝামাঝিতে ব্যস্ত কাজের দিনেই সকাল থেকে শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচলে বিপত্তি৷ জানা গিয়েছে, বনগায় সিগন্যালিংয়ের সমস্যার কারণে কয়েক ঘণ্টা পরিসেবা ব্যাহত থাকার পর অবশেষে চালু হল ট্রেন চলা চল। (Rudra Narayan Roy )
বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে বিপাকে পড়তে হয় বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেনযাত্রীদের। সকাল থেকেই শিয়ালদহ ডিভিশনের বনগাঁ থেকে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।
বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে বিপাকে পড়তে হয় বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেনযাত্রীদের। সকাল থেকেই শিয়ালদহ ডিভিশনের বনগাঁ থেকে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।
বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এই বিপত্তি। দ্রুত সমস্যার সমাধান অবশেষে শুরু হয়েছে ট্রেন চলাচল।
বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এই বিপত্তি। দ্রুত সমস্যার সমাধান অবশেষে শুরু হয়েছে ট্রেন চলাচল।
যদিও নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলছে ট্রেন বলে জানা গিয়েছে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
যদিও নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলছে ট্রেন বলে জানা গিয়েছে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
তবে সকালের দিকে রেল পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো নিত্যযাত্রীদের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রীদেরই দেখা যায় বাধ্য হয়ে বাসে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে। তবে পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ায় এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। 
তবে সকালের দিকে রেল পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো নিত্যযাত্রীদের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রীদেরই দেখা যায় বাধ্য হয়ে বাসে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে। তবে পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ায় এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি।

North 24 Parganas News: বেঁধে দেওয়া হল চূড়ান্ত সময়, ডেঙ্গি রোধে জমা জল পরিষ্কার না করলেই কড়া ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: ডেঙ্গি সচেতনা বার্তা সহ ড্রোন দিয়ে পৌর এলাকার ছাদে জমা জলে বিশেষ নজরদারি পৌরসভার, ৪৮ ঘণ্টার মধ্যে জমা জল পরিষ্কার না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পৌর প্রধানের। সীমান্ত শহর বনগাঁয় ডেঙ্গি প্রতিরোধে নানাভাবে চলছে সচেতনতা প্রচার। র‍্যালি থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে খতিয়ে দেখছেন পৌরকর্মীরা। কিন্তু সে ক্ষেত্রেও থেকে যাচ্ছে ফাঁক। গত বছরের মতো এবছরও তাই বর্ষা আসার আগেই ডেঙ্গি মোকাবিলায় নেমেছে বনগাঁ পুরসভা সহ স্বাস্থ্য দফতর। গত বছর রাজ্যের মধ্যে ডেঙ্গি সচেতনতার দিক থেকে প্রথম হয়েছিল বনগাঁ। বাইরের এলাকা থেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে আসলেও, বনগাঁ এলাকার কেউ ডেঙ্গিতে আক্রান্ত হয়নি বলেই জানা যায়।

আরও পড়ুন:  এই মন্দিরে পূজিত লাল শিবলিঙ্গ! শ্রাবণ সোমবারের পুণ্যলগ্নে ঢল নেমেছে অগণিত ভক্তের

এবারও তাই পুরসভা ও প্রশাসনের তরফে শুরু করা হয়েছে করা নজরদারি। ইতিমধ্যেই বেশ কয়েকজন রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও তারা সকলেই প্রায় বাইরে থেকে এসেছেন বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। তবে বিভিন্ন সময় অভিযোগ উঠছে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না পৌর কর্মীদের ফলে জমা জলের সন্ধান করতে পারছেন না তারা। অপরদিকে, উঁচুতলা বিল্ডিং গুলিতেও ছাদে বহু ক্ষেত্রে জমা জল থাকলেও, তার হদিশ করতে পারছেন না। সেখান থেকে যাতে ডেঙ্গির লার্ভা না জন্মায় তার জন্য এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে সেই সমস্ত উঁচুতলা বিল্ডিং গুলিতে চালানো হয়েছে এক দফা নজরদারি।

আরও পড়ুন: মেশিনেই সাফ হবে রাস্তায় জমা জল! হাবরা পুরসভার নতুন ব্যবস্থা

পরবর্তীতে এলাকা ভাগ করে এই ধরনের নজরদারি চালানো হবে বলেও যারা গিয়েছে। আর এই ধরনের জমা জল পরিষ্কার করতে ৪৮ ঘন্টার চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। পৌর এলাকার মানুষকে বিশেষ ভাবে সতর্ক করে জানানো হয়, বাড়িতে জমা জল থাকলে তা দ্রুত পরিষ্কার করে দিতে। উচু বিল্ডিং গুলির ছাদে জমা জলও পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। তা না হলে, আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পৌরপ্রধান। তবে এখন দেখার প্রশাসনের দেওয়া এই সময়ের মধ্যে পৌর এলাকার জমা জল কতটা পরিষ্কার হয়। ডেঙ্গি প্রতিরোধে এবারও কতটা সফল হয় সীমান্ত এলাকার বনগাঁ পুরসভা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy

North 24 Parganas News: একের পর এক গণধোলাই! ছেলেধরা সন্দেহে বেদম প্রহার, এবার বনগাঁয় হাড়হিম কাণ্ড

বনগাঁ: বারাসত, ব্যারাকপুর, অশোকনগরের পরে এবার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় উত্তেজনা  বনগাঁয়। ঘটনায় এক ভবঘুরেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকার।

স্থানীয় ক্লাব সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস জানান, রাতে এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই ছেলেধরা সন্দেহে তাঁকে মারধর করা হয়।পুলিশ এসে তাঁকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করেছে। এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: লোকসভা ভোটেও কেন কাটল না শূন্যের গেরো? জেলার রিপোর্টে চিন্তা বাড়ল সিপিএমের

ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা শুরু হয় বারাসতের এক বালককে খুনের পর থেকেই। এরপর বারাসতের ঘটনার ছায়া দেখা যায় অশোকনগর, ব্যারাকপুরেও। জেলা পুলিশের তরফ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হলেও তাতে কোনও কাজ হচ্ছে না। বারংবার ঘটছে এ ধরনের ঘটনা। ঘটনার পরেই তৎপর হয়েছে বনগাঁ থানার পুলিশ।

 জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে এই গুজবে কান না দিতে।

Lok Sabha Election 2024: ভোটকেন্দ্র না বিয়েবাড়ি! ভোটারদের জন্য এলাহি আয়োজন দেখলে চমকে যাবেন

উত্তর ২৪ পরগনা: দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন কোনও অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি। কিন্তু না, এটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরনগর শিমুলপুর আনন্দপাড়া নরহরি হাই স্কুল, যা পঞ্চম দফার নির্বাচনে মডেল বুথ করা হয়েছে কমিশনের তরফে। বাইরে থেকে দেখে মনে হবে যেন কোনও বিয়ে বাড়িতে প্রবেশের জন্য ফুল দিয়ে সাজানো গেট।

শুধু তাই নয় গোলাপি সাদা হলুদ কাপড় দিয়ে করা এই প্যান্ডেলে যেমন ঝুলছে ঝাড়বাতি, তেমনই রংবেরঙের আর্টিফিশিয়াল ফুলের বিভিন্ন কাজ চোখে পড়ছে এই মডেল বুথের ভেতর প্রবেশ করলেই। রয়েছে অনুষ্ঠান বাড়িতে ব্যবহারের আরামদায়ক গদির চেয়ার, ভোটারদের গরম থেকে স্বস্তি দিতে এয়ারকুলার এমনকি বক্সে বাজছে গানও। এমন এলাহী আয়োজন দেখে এলাকার ভোটাররাও রীতিমতো উৎসাহী গণতন্ত্রের উৎসবে শামিল হতে।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

তাই এই ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা সকাল সকাল বুথে হাজির হচ্ছেন ভোট দিতে। অনেকেই ঘুরে দেখছেন মডেল বুথের চারপাশ, মুঠো ফোনে বন্দি করছেন অনুষ্ঠান বাড়ির আদলে তৈরি ভোটের এই মডেল বুথের ছবিও। দায়িত্বে থাকা ভোট কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই পোলিং স্টেশনে মোট পাঁচটি বুথ রয়েছে। প্রতিটি বুথ-ই মহিলা পরিচালিত। ফলে, এই বুথে নেই কোনও পুরুষ ভোট কর্মী।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

তবে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা অবশ্য রয়েছে কড়া পাহারায়। সব মিলিয়ে এই মডেল ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৬৫০০। ঠাকুরনগরের মডেল এই ভোটকেন্দ্রের পাঁচটি বুথেই সুষ্ঠুভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। মডেল বুথের এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্রই হয়তো বাকি আরও দুই দফায় দেখা যাবে, আশা নির্বাচন কমিশনের।

Rudra Narayan Roy

Lok Sabha Election 2024: স্থানীয় মহিলারা চেয়েছিলেন প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে, তাতেই এত কান্ড!

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বাগদায় বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয় হামলা চালানোর। এমনকি, প্রার্থীর গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। তার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এরপরই বিজেপির তরফ থেকে প্রার্থীকে খুনের চেষ্টা করার অভিযোগ তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে।

আরও পড়ুন: পাড়ায় রমরমিয়ে চলতো বেআইনি মাদকের ব্যবসা, প্রতিবাদ করতেই আক্রান্ত প্রতিবাদীরা

যদিও ঘটনাস্থলে থাকা বিক্ষোভকারীদের অবশ্য বক্তব্য অন্য। তারা জানান, কোন রকম বিক্ষোভ দেখাতে নয়, এদিন শান্তনু ঠাকুরের সঙ্গেই দেখা করতে এসেছিলেন তারা। এমনকি গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকেই ভোট দিয়েছিলেন। তারপর পাঁচ বছর ধরে তার কোন দেখা মেলেনি। আমফান, করোনার মত মহামারীতেও তাকে এলাকায় দেখা যায়নি বলেই অভিযোগ। মতুয়া কার্ড দেওয়া হবে বলেও টাকা তুলেছেন, কিন্তু কিছুই মেলেনি। এদিন সে বিষয়ে কথা বলতেই এসেছিলেন এলাকার মহিলারা। শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডাবাহিনী দিয়ে নিরীহ এলাকার মহিলাদের ওপর আক্রমণ করে ভোটের আগে বাড়তি নজর কাড়তে চাইছেন বলেই দাবি জানান আক্রান্ত হওয়া মহিলারা। সেই মহিলাদের বাঁচাতে গেলে পুলিশের সঙ্গেও বাঁধে বচসা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাজনৈতিক রং চড়াতেই তৃণমূল আক্রমণ করেছে বলে ছড়িয়ে দেওয়া হয়। যদিও এদিনের ঘটনার পর স্থানীয় এলাকার মহিলারা বলছেন, ব্যালট বক্সেই উত্তর দেওয়া হবে এই বদনামের।

Rudra Narayan Roy

North 24 Parganas News: সীমান্ত এলাকার খুদে পড়ুয়াদের নিরাপত্তায় এবার ডিজিটাল অ্যাটেনডেন্টস, আধুনিক পদ্ধতিতে মিলবে শিক্ষার সুযোগ

উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকার ছাত্রছাত্রীরাও এবার সুবিধা পাবে ডিজিটাল শিক্ষার। আর তারই প্রথম সূচনা হল ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের মাধ্যমে এবার আধুনিকতার ছোঁয়া লাগল সীমান্ত এলাকার এই স্কুলেও। অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলে প্রবেশ করলেই অভিভাবক অভিভাবিকাদের কাছে মোবাইলে পৌঁছে যাবে এসএমএস।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার লিক করছে কিনা বুঝবেন কী করে? বিপদ থেকে বাঁচতে জানুন

ছাত্রছাত্রীরা কখন স্কুলে প্রবেশ করছে এবং কখন স্কুল ছুটি হল সেই বার্তায় পৌঁছাবে অভিভাবকদের মোবাইলে। এতে উপকৃত হবেন অভিভাবক অভিভাবিকারা, ছাত্র-ছাত্রীদের ডিজিটাল পরিচয় পত্র ও আধুনিক সিলেবাস ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে দিয়ে উন্নতমানের ওয়ার্কশীট ব্যাংক সহ প্রশ্ন ব্যাঙ্ক এর সুবিধাও মিলবে এই ডিজিটালাইজেশনের মাধ্যমে। এদিন অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডস সিস্টেমের শুভ সূচনা করেন বনগাঁর এসআই স্কুল কালাম বিশ্বাস। আগামী দিনের সীমান্ত এলাকার আরও স্কুলগুলিতে উন্নত ডিজিটাল পরিষেবা চালু করার ভাবনাচিন্তা রয়েছে শিক্ষা দফতরের বলে জানা গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সীমান্ত এলাকায় শিশু পাচারও একটি সমস্যা, সেই জায়গা থেকে ছোট ছোট পড়ুয়াদের এই পদ্ধতি ব্যবহারে নিরাপত্তাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Rudra Nrayan Roy