লাইফস্টাইল Mosquito Repellent Tips: দামি স্প্রে-ধূপ ছাড়ুন…! এই প্রাকৃতিক ‘মিশ্রণ’ মারাত্মক! মশার বংশ খুঁজে পাবেন না Gallery October 9, 2024 Bangla Digital Desk শহর কলকাতা হোক বা গ্রাম-গঞ্জ, সন্ধে হতে না হতে ছেঁকে ধরছে মশার পাল। দামি দামি ওষুধ বা স্প্রে দিয়েও ঠেকানো যাচ্ছেন উৎপাত। মুক্তির জন্য কী না করছেন তিতিবিরক্ত মানুষ। দেখতে ছোট্ট হলেও এই এক পতঙ্গের যন্ত্রণা সহ্য করা কঠিন। শুধু তাই নয়, মশার কামড়ে মারাত্মক সব রোগে আক্রান্ত হয় ছোট থেকে বড় যে কেউ। ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়ার মতো মারাত্মক অসুখের বাহক এই মশা। যা প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে। বাড়িতে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন, কী করবেন ভেবে উঠতে পারছেন না? ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিস থেকেই তাড়াতে পারবেন মশা। প্রথমে আপনাকে বাজার থেকে বেশ কয়েকটি পাকা পাকা দেখে পাতিলেবু নিতে হবে, তারপর কয়েকটা লবঙ্গ, একটু সরিষার তেল, একটি তুলো আর কর্পূর সংগ্রহ করতে হবে। তারপর লেবুটি নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবুর মুখের দিকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর ওই লেবুর ভিতর থেকে মুখের দিক থেকে কিছুটা লেবু চামচ দিয়ে তুলে নিতে হবে, দেখতে হবে যাতে লেবুটি ফেটে না যায় বা নষ্ট না হয়। এরপর ওই লেবুর মধ্যে প্রথমে একটু সরিষার তেল দিতে হবে, তারপর লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে দিতে হবে। তারপর তার উপরে তুলোটি বসিয়ে দিন। দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলে এক নিমেষে মশা কোথায় পালিয়ে যাবে তা আপনি ভেবে উঠতে পারবেন না। অনেক কিছু ব্যবহার করেছেন এটি একবার ব্যবহার করে দেখতে পারেন।