Tag Archives: Mosquito Repellent

Mosquito Repellent Tips: মশা তাড়াতে দামি দামি তেল-ধূপ বাদ দিন, লেবুতে গুঁজে রাখুন ‘এই’ জিনিসটি! রক্তচোষার বংশ খুঁজে পাবেন না

বর্ষাকালে মশার উপদ্রব নাজেহাল করে দেয় সবাইকে। মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো জ্বরেরও বারবার আতঙ্ক লক্ষ্য করা যায় বিভিন্ন হাসপাতালগুলিতে। এই সহজ কয়েকটি উপায় অবলম্বন করে বাড়ি থেকে মশার উপদ্রব কমানো সম্ভব। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বর্ষাকালে মশার উপদ্রব নাজেহাল করে দেয় সবাইকে। মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো জ্বরেরও বারবার আতঙ্ক লক্ষ্য করা যায় বিভিন্ন হাসপাতালগুলিতে। এই সহজ কয়েকটি উপায় অবলম্বন করে বাড়ি থেকে মশার উপদ্রব কমানো সম্ভব। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
অনেকেরই বাজার চলতি কেমিক্যালজাত মশা তাড়ানোর ঔষধে এলার্জির সমস্যা থাকে। সেই কারণে অনেকেই চান ঘরোয়া উপায় মশা তাড়ানোর যে কোনও ব্যবস্থা। যাতে মশার উপদ্রব কমে এবং শরীরের ক্ষতিও না হয়।
অনেকেরই বাজার চলতি কেমিক্যালজাত মশা তাড়ানোর ঔষধে এলার্জির সমস্যা থাকে। সেই কারণে অনেকেই চান ঘরোয়া উপায় মশা তাড়ানোর যে কোনও ব্যবস্থা। যাতে মশার উপদ্রব কমে এবং শরীরের ক্ষতিও না হয়।
মশা তাড়ানোর প্রধান উপায় হল তুলসি গাছ। বাড়ির আশেপাশে বিশেষ করে জানালা, ব্যালকনি কিংবা বারান্দায় বেশ কয়েকটি তুলস গাছ টবের মধ্যে লাগিয়ে রাখুন। তুলস গাছের গন্ধে মশা কম আসবে।
মশা তাড়ানোর প্রধান উপায় হল তুলসি গাছ। বাড়ির আশেপাশে বিশেষ করে জানালা, ব্যালকনি কিংবা বারান্দায় বেশ কয়েকটি তুলস গাছ টবের মধ্যে লাগিয়ে রাখুন। তুলস গাছের গন্ধে মশা কম আসবে।
কর্পূরকে মশাদের যম হিসেবে ধরা হয়। ৫০ গ্রামের একটি কর্পূরের টুকরো নিয়ে একটি পাত্রে রেখে সেটিকে জল দিয়ে পরিপূর্ণ করে রাখুন। এরপর সেটিকে ঘরের একটি কোণে রেখে দিন। এরপর দুদিন পর পর পাত্রের জল পরিবর্তন করুন। কর্পূরের গন্ধে বাড়িতে মশা অনেকটাই কম আসবে।
কর্পূরকে মশাদের যম হিসেবে ধরা হয়। ৫০ গ্রামের একটি কর্পূরের টুকরো নিয়ে একটি পাত্রে রেখে সেটিকে জল দিয়ে পরিপূর্ণ করে রাখুন। এরপর সেটিকে ঘরের একটি কোণে রেখে দিন। এরপর দুদিন পর পর পাত্রের জল পরিবর্তন করুন। কর্পূরের গন্ধে বাড়িতে মশা অনেকটাই কম আসবে।
রসুন অত্যন্ত উপকারী মশা তাড়ানোর ক্ষেত্রে। কয়েকটি রসুনের কোয়া থেতো করে জলের সেদ্ধ করে নিন কিম্বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর সেই জল ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করে দিন। দেখবেন মশা ভ্যানিশ!
রসুন অত্যন্ত উপকারী মশা তাড়ানোর ক্ষেত্রে। কয়েকটি রসুনের কোয়া থেতো করে জলের সেদ্ধ করে নিন কিম্বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর সেই জল ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করে দিন। দেখবেন মশা ভ্যানিশ!
একটি বা দুটি লেবু মাঝামাঝি কেটে নিন এরপর কাঁটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গ ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরো প্লেটে করে ঘরের কোনে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে মশা নেই।
একটি বা দুটি লেবু মাঝামাঝি কেটে নিন এরপর কাঁটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গ ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরো প্লেটে করে ঘরের কোনে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে মশা নেই।
এছাড়াও মশা তাড়াতে গায়ে সুগন্ধি কিংবা পারফিউম ব্যবহার করতে পারেন এছাড়াও রাতে ঘুমানোর আগে মশা তাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাজার থেকে মশা তাড়ানোর লোশন গায়ে ব্যবহার করতে পারেন।
এছাড়াও মশা তাড়াতে গায়ে সুগন্ধি কিংবা পারফিউম ব্যবহার করতে পারেন এছাড়াও রাতে ঘুমানোর আগে মশা তাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাজার থেকে মশা তাড়ানোর লোশন গায়ে ব্যবহার করতে পারেন।

Avoid Mosquito Bite: বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গুর আতঙ্গ, দেখে নিন বাঁচার মোক্ষম উপায়, মশা ধারে কাছেও ঘেঁষতে পারবে না

অনেকদিনের
অনেকদিনের প্রতীক্ষার পর বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভেসেছে বাংলা৷ বানভাসি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা৷ তার মধ্যেই প্রত্যেকবারের মধ্যে মশাবাহিত রোগে আতঙ্কিত শহর কলকাতা থেকে প্রত্যেকটা জেলা৷ ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন প্রান্তে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
এর থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা৷ তবে আপনি না হয় সচেতন হলেন৷ কিন্তু একা রাস্তায় চলার সময়, কাজের জায়গায় বা সন্তানের স্কুলকে মশা থেকে মুক্ত করতে তো পারবেন না! তাই জন্য দরকার আরও কিছু পদক্ষেপের
এর থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা৷ তবে আপনি না হয় সচেতন হলেন৷ কিন্তু একা রাস্তায় চলার সময়, কাজের জায়গায় বা সন্তানের স্কুলকে মশা থেকে মুক্ত করতে তো পারবেন না! তাই জন্য দরকার আরও কিছু পদক্ষেপের
জমা জল দূর করুন: জমা জলেই মশা বংশ বিস্তার করে৷ এই বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই৷ তবে মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য এই হল সবচেয়ে কার্যকর উপায়৷
জমা জল দূর করুন: জমা জলেই মশা বংশ বিস্তার করে৷ এই বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই৷ তবে মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য এই হল সবচেয়ে কার্যকর উপায়৷
মশকুইটো রিপেলেন্ট ক্রিম: বাইরে বেরোলে, বিশেষ করে পার্কে হাঁটতে গেলে বা সন্তান স্কুল যাওয়ার সময় এই ক্রিম অবশ্যই লাগান৷ ওই যে সব জায়গায় জমা জল পরিষ্কার করার দায়িত্ব তো নেওয়া যাবে না? তাই সেখানে বাড়তি সচেতনতার জন্য থাকুক এই ব্যবস্থা৷
মশকুইটো রিপেলেন্ট ক্রিম: বাইরে বেরোলে, বিশেষ করে পার্কে হাঁটতে গেলে বা সন্তান স্কুল যাওয়ার সময় এই ক্রিম অবশ্যই লাগান৷ ওই যে সব জায়গায় জমা জল পরিষ্কার করার দায়িত্ব তো নেওয়া যাবে না? তাই সেখানে বাড়তি সচেতনতার জন্য থাকুক এই ব্যবস্থা৷
জামার রঙ: গাঢ় রঙের জামাতে মশা বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন হালকা রঙের জামা পরার৷
জামার রঙ: গাঢ় রঙের জামাতে মশা বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন হালকা রঙের জামা পরার৷
নেটের ব্যবহার: রাতে না হয় মাশারি টাঙালেন৷ কিন্তু ডেঙ্গুর মশা যে ভোর বেলায় কামড়ায়! তাহলে উপায়? ঘরে নেট লাগান৷ মশা আটকানোর মতো সূক্ষ নেট বাজারে সহজলভ্য৷ তাই এই ধরনের নেট দিয়ে ঘর, রান্নাঘর, বাথরুমের জানলা মুড়ে ফেলুন৷
নেটের ব্যবহার: রাতে না হয় মাশারি টাঙালেন৷ কিন্তু ডেঙ্গুর মশা যে ভোর বেলায় কামড়ায়! তাহলে উপায়? ঘরে নেট লাগান৷ মশা আটকানোর মতো সূক্ষ নেট বাজারে সহজলভ্য৷ তাই এই ধরনের নেট দিয়ে ঘর, রান্নাঘর, বাথরুমের জানলা মুড়ে ফেলুন৷
এসেনশিয়াল ওয়েল: ঘর মোছার সময় জলে খানিক এসেনশিয়াল জল দিয়ে মুছুন৷ এতে ঘর যেমন পরিষ্কার হবে, তেমনই মশার উপদ্রবও কমতে বাধ্য৷
এসেনশিয়াল ওয়েল: ঘর মোছার সময় জলে খানিক এসেনশিয়াল জল দিয়ে মুছুন৷ এতে ঘর যেমন পরিষ্কার হবে, তেমনই মশার উপদ্রবও কমতে বাধ্য৷
পার্ফিউম ব্যবহার: পার্ফিউমের মিষ্টি গন্ধে মশা অনেক বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন এই ধরনের পার্ফিউমের ব্যবহার কমাতে৷ তার বদলে এসেনশিয়াল ওয়েল ব্যবহার করুন৷
পার্ফিউম ব্যবহার: পার্ফিউমের মিষ্টি গন্ধে মশা অনেক বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন এই ধরনের পার্ফিউমের ব্যবহার কমাতে৷ তার বদলে এসেনশিয়াল ওয়েল ব্যবহার করুন৷

How To Get Rid Of Mosquitoes: মশাদের যম এই ৫ সস্তার জিনিস! আজই ব্যবহার শুরু করুন, কয়েক মাইল দূরে থাকবে পোকামাকড়

বর্ষায় বেড়েছে মশার উপদ্রব। একইসঙ্গে বেড়েছে ডেঙ্গির আতঙ্ক। ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন যা মশা থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। জানিয়েছেন পতঙ্গবিদ রিম্পা ভট্টাচার্য।
বর্ষায় বেড়েছে মশার উপদ্রব। একইসঙ্গে বেড়েছে ডেঙ্গির আতঙ্ক। ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন যা মশা থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। জানিয়েছেন পতঙ্গবিদ রিম্পা ভট্টাচার্য।
বর্ষাকালে অবশ্যই জানালার কাছে তবে একটি তুলসী গাছ রেখে দিন। তুলসীর গন্ধ মশার চরম অপছন্দের। ফলে তুলসীর সাহায্য সহজেই মশা তাড়াতে পারবেন।
বর্ষাকালে অবশ্যই জানালার কাছে তবে একটি তুলসী গাছ রেখে দিন। তুলসীর গন্ধ মশার চরম অপছন্দের। ফলে তুলসীর সাহায্য সহজেই মশা তাড়াতে পারবেন।
এই পতঙ্গবিদ বলছেন, কর্পূর মশা তাড়াতে দারুণভাবে উপকারী। বর্ষাকালে একটি বাটিতে ৫০ গ্রাম মতো কর্পূর রেখে, তাতে জল দিয়ে দিন। তারপর রেখে দিন ঘরের কোণে। দেখবেন মশা উধাও।
এই পতঙ্গবিদ বলছেন, কর্পূর মশা তাড়াতে দারুণভাবে উপকারী। বর্ষাকালে একটি বাটিতে ৫০ গ্রাম মতো কর্পূর রেখে, তাতে জল দিয়ে দিন। তারপর রেখে দিন ঘরের কোণে। দেখবেন মশা উধাও।
তিনি বলছেন, বর্ষাকালে অবশ্যই রুম স্প্রে ব্যবহার করুন। কারণ সুগন্ধ একেবারেই অপছন্দ মশাদের। তাই ঘরে সুগন্ধ থাকলে মশার উৎপাত থাকবে না। কমবে ডেঙ্গির আতঙ্ক।
তিনি বলছেন, বর্ষাকালে অবশ্যই রুম স্প্রে ব্যবহার করুন। কারণ সুগন্ধ একেবারেই অপছন্দ মশাদের। তাই ঘরে সুগন্ধ থাকলে মশার উৎপাত থাকবে না। কমবে ডেঙ্গির আতঙ্ক।
পতঙ্গবিদ রিম্পা দেবী বলছেন, নিম তেল আর রসুন মশাদের যম। তাই জলে কয়েক কোয়া থেঁতো করার রসুন সেদ্ধ করে সেই জল ঘরে স্প্রে করুন। মশা থাকবে না। নিম তেল ঘরে স্প্রে করলেও মশারা ঘরে ঢুকতে সাহস করবে না।
পতঙ্গবিদ রিম্পা দেবী বলছেন, নিম তেল আর রসুন মশাদের যম। তাই জলে কয়েক কোয়া থেঁতো করার রসুন সেদ্ধ করে সেই জল ঘরে স্প্রে করুন। মশা থাকবে না। নিম তেল ঘরে স্প্রে করলেও মশারা ঘরে ঢুকতে সাহস করবে না।

Mosquito Repellent Plants: হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি! ঘরে রাখুন এই গাছ ও এক চিলতে কর্পূর-কমবে মশার উ‍ৎপাত

বর্ষায় ডেঙ্গি প্রতিরোধ করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে, সব ধরনের রোগ থেকে নিস্তার মেলে। সুস্মিতা গোস্বামী
বর্ষায় ডেঙ্গি প্রতিরোধ করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে, সব ধরনের রোগ থেকে নিস্তার মেলে।
সুস্মিতা গোস্বামী
ঘর বা বাড়ির আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। বৃষ্টির কারণে এ সময় জলাবদ্ধতা বাড়ে, ফলে মশার বংশবিস্তারের স্থানও বাড়ে। তাই ফুলের টব থেকে শুরু করে ড্রেন ইত্যাদিতে যেন জল জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সুস্মিতা গোস্বামী
ঘর বা বাড়ির আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। বৃষ্টির কারণে এ সময় জলাবদ্ধতা বাড়ে, ফলে মশার বংশবিস্তারের স্থানও বাড়ে। তাই ফুলের টব থেকে শুরু করে ড্রেন ইত্যাদিতে যেন জল জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
সুস্মিতা গোস্বামী
মশা তাড়ানোর একটি কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় হল মশা দূরে রাখে এমন গাছ ঘরে রাখা। তুলসি, সিট্রোনেলা, লেমনগ্রাস ইত্যাদি ঘরে মশা আসতে দেয় না। সুস্মিতা গোস্বামী
মশা তাড়ানোর একটি কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় হল মশা দূরে রাখে এমন গাছ ঘরে রাখা। তুলসি, সিট্রোনেলা, লেমনগ্রাস ইত্যাদি ঘরে মশা আসতে দেয় না।
সুস্মিতা গোস্বামী
মশা তাড়ানোর স্প্রে, মলম ইত্যাদি ব্যবহারে জোর দিতে হবে। ঘরে কিংবা বাইরে সবখানেই এগুলো ব্যবহার করা উচিৎ। বিশেষ করে, শিশুদের স্বাস্থ্যের দিক লক্ষ্য রেখে এগুলো অবশ্যই ব্যবহার করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
মশা তাড়ানোর স্প্রে, মলম ইত্যাদি ব্যবহারে জোর দিতে হবে। ঘরে কিংবা বাইরে সবখানেই এগুলো ব্যবহার করা উচিৎ। বিশেষ করে, শিশুদের স্বাস্থ্যের দিক লক্ষ্য রেখে এগুলো অবশ্যই ব্যবহার করা উচিৎ।
সুস্মিতা গোস্বামী
মশা দূরে রাখতে মৃদু কর্পূর, সরিষার তেলের সঙ্গে মেশানো ক্যারোম সিড বা আজওয়াই ইত্যাদি ঘরোয়া প্রতিকার হিসেবে কাজে লাগাতে হবে। অথবা নিমের ও ল্যাভেন্ডার তেলও উপকারী। সুস্মিতা গোস্বামী
মশা দূরে রাখতে মৃদু কর্পূর, সরিষার তেলের সঙ্গে মেশানো ক্যারোম সিড বা আজওয়াই ইত্যাদি ঘরোয়া প্রতিকার হিসেবে কাজে লাগাতে হবে। অথবা নিমের ও ল্যাভেন্ডার তেলও উপকারী।
সুস্মিতা গোস্বামী
ময়লা রাখার পাত্র পরিষ্কার করতে হবে প্রতিদিন। ব্যবহারের সময় ময়লার পাত্রের মুখ ঢেকে রাখতে হবে। এছাড়াও ঘরের কোণা, ছায়াবৃত স্থান, বাগান ইত্যাদিও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সুস্মিতা গোস্বামী
ময়লা রাখার পাত্র পরিষ্কার করতে হবে প্রতিদিন। ব্যবহারের সময় ময়লার পাত্রের মুখ ঢেকে রাখতে হবে। এছাড়াও ঘরের কোণা, ছায়াবৃত স্থান, বাগান ইত্যাদিও নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
সুস্মিতা গোস্বামী