পাঁচমিশালি General Knowledge: ভারতে একটি ট্রেন তৈরি করতে কত কোটি টাকা খরচ হয় জানেন? চোখ কপালে উঠবে Gallery October 9, 2024 Bangla Digital Desk ভারতীব রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে করেই যাতায়াত করেন। এতে সুবিধে অনেক বেশি। যাতায়াতের খরচ অন্য যানের থেকে তুলনামূলক কম! কিন্তু একটা ট্রেন তৈরি করতে কত খরচা হয় জানেন? বিশ্বাস হবে না! রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন করেছে! বন্দে ভারতের মতো ট্রেন যুক্ত হয়েছে ভারতীয় রেলে! একটি ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কোচের মতো বগি থাকে। এছাড়া প্যান্ট্রি কার, গার্ড রুমও ট্রেনে অতিরিক্ত লাগানো হয়। সাধারণ কোচের কথা বললে, একটি জেনারেল কোচ তৈরি করতে খরচ হয় ১ কোটি টাকা। একটি স্লিপার কোচ তৈরি করতে খরচ হয় ১.৫ কোটি টাকা। এসি কোচ তৈরি করতে খরচ হয় প্রায় ২ কোটি টাকা। এতেই গোটা ট্রেন কিন্তু তৈরি হল না! আরও আছে! ইঞ্চিনের দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে আপনার। গড় হিসাব ধরলে একটি ট্রেনের ইঞ্জিন তৈরি করতে ১৮ কোটি থেকে ২০ কোটি। পুরো ট্রেন তৈরি করতে যা খরচ হয় ভাবতেও পারবেন না! ২৪ কোচ বিশিষ্ট সম্পূর্ণ ট্রেন তৈরি করতে খরচ হয় প্রায় ৬০ কোটি থেকে ৭০ কোটি টাকা। কিন্তু এই কোটি টাকার ট্রেন ছাড়া ভারতের মানুষ যাতায়াত করতে বিরাট অসুবিধেয় পড়বে!