জোজো 

Durga Puja 2024: নিজের তৈরি মূর্তিকে পুজো! হাতখরচ জমিয়েই শিল্পকে প্রাণদান ছাত্রের

উত্তর দিনাজপুর: জোজোর হাতের তৈরি দুর্গা এবার পুজো পাচ্ছে রায় পরিবারে। নিজের হাতে তৈরিমূর্তি গড়েই পুজো দিচ্ছে ছাত্র জোজো। বাবা সরকারি চাকরিজীবি, মা গৃহবধূ । ছোট থেকেই দুর্গা প্রতিমা বানানোর শখ জোজোর। জোজোর ভাল নাম বিতীহোত্র রায়। কলেজপাড়ার বাসিন্দা সরকারি চাকরিজীবী বিকাশ রায়ের ছোট ছেলে জোজোর হাতের তৈরি দুর্গামূর্তি এবারে পুজা হতে চলছে রায় পরিবারে। সপ্তমীর দিন নিজের হাতেই মায়ের পুজো করবে রায় পরিবারের ছোট ছেলে জোজো।

কাদামাটির তৈরি জোজোর হাতের প্রতিমা এই প্রথম পূজিত হতে চলছে। তবে শুধু দুর্গাই নয়, একটি জগদ্ধাত্রীর প্রতিমাও গড়ছে সে। এই জগদ্ধাত্রী মূর্তিটিও পুজা হবে আগামী জগদ্ধাত্রী পুজায় বলে জানায় সে।

নিজের পড়াশোনার ফাঁকে বিকেল অথবা রাতে এই কাজ করে জোজো। আলমারি জুড়ে কালি, দুর্গা, লক্ষ্মী বাসরস্বতীর মূর্তি। মূর্তির তৈরি খরচ সে জোগাড় করে নিজের হাত খরচা জমিয়ে।

পিয়া গুপ্তা