কলকাতা Kolkata Metro: সপ্তমীতে রাত জেগে ঠাকুর দেখুন চুটিয়ে, রাতভর চলবে নানা রুটের মেট্রো, রইল রুট অনুযায়ী সময়সূচি Gallery October 10, 2024 Bangla Digital Desk *মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন, সপ্তমী থেকে নবমীর ভোর পর্যন্ত মিলবে মেট্রো। দশমীতে মেট্রো পাওয়া যাবে মাঝরাত পর্যন্ত। ফলে আজ থেকে সারা রাত ঠাকুর দেখুন। বাড়ি ফেরার ঝক্কি নেই৷ আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা মেট্রো। প্রতিবেদনঃ আবীর ঘোষাল। ফাইল ছবি। *দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সপ্তমী থেকে নবমী ওই শাখায় চলবে ২৪৮টি ট্রেন। দশমীতে ১৭৪, একাদশীতে ১৩০টি পরিষেবা পাওয়া যাবে। দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউন লাইন মিলিয়ে ট্রেন চলবে ২৩৬টি। ফাইল ছবি। *শুধু ব্লু লাইনে নয়, গ্রিন (১ এবং ২), পার্পল এবং ওরেঞ্জ লাইনের সূচিও জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। শিয়ালদহ থেকে সেক্টর ৫ শাখায় সপ্তমী থেকে দশমী ওই লাইনে প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টা থেকে। শেষ মেট্রো রাত সাড়ে ১১’টা। দশমীতে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে প্রথম মেট্রো দুপুর ২’টো থেকে পাওয়া যাবে। ফাইল ছবি। *এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো সূচিতেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। সপ্তমী থেকে নবমী প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১’টা থেকে। তবে শেষ মেট্রো মিলবে রাত ১’টা ৪৫ মিনিটে। দশমীতে দুপুর ২ টোয় প্রথম মেট্রো পাওয়া যাবে। আর শেষ মেট্রো রাত ৯’টা ৪৫ মিনিটে। ফাইল ছবি। *জোকা-মাঝেরহাট লাইনে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মেট্রো চালানো হয়েছে। আজ সপ্তমী থেকে একাদশী পর্যন্ত এই শাখায় কোনও পরিষেবা পাওয়া যাবে না। অন্যদিকে, কবি সুভাষ থেকে রুবি শাখাতে একই সময়ে পরিষেবা মিলবে। ফাইল ছবি। *পুজোর দিনে বিভিন্ন স্টেশনের ভ্রাম্যমাণ কাউন্টার থেকে কিউ আর কোডনির্ভর কাগজের টিকিট দেওয়া হবে। ভিড় বেশি হয়, এমন স্টেশনে বিশেষ টিকিট বুকিং টার্মিনাল হাতে টিকিট বিক্রি করবেন মেট্রোকর্মীরা। ফাইল ছবি। *দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, এসপ্লানেড, রবীন্দ্র সদন, যতীন দাস পার্ক, কালীঘাট স্টেশনে বিশেষ টার্মিনাল ব্যবহার করে টিকিট কাটার সুবিধা মিলবে। হাওড়া ময়দান ও হাওড়া স্টেশনেও ওই ব্যবস্থায় টিকিট মিলবে। কলকাতা মেট্রোয় মোট ২৩টি এমন টার্মিনাল আনা হয়েছে। ফাইল ছবি।