ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার যুববৃন্দের এবছরের পুজোর থিম ময়ূরাক্ষী। এবছর তাদের পুজো ৫২ তম বৎসরে পদার্পণ করেছেন। এই পুজো ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়।প্রতিবছর নতুন নতুন থিম নিয়ে হাজির হয় যুববৃন্দ। এবছরো তার ব্যতিক্রম হয়নি। ময়ূরের যে সৌন্দর্য তা ফুটিয়ে তুলতে এই থিম তৈরি করেছে উদ্যোক্তারা। থিম তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফোম, শালপাতা।
প্রতিমার ক্ষেত্রে সাবেকিয়ানা বজায় রাখা হয়েছে। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে মনীশ গুপ্ত জানিয়েছেন, এই পুজোর থিম কেমন হবে তা দেখতে অনেকেই অপেক্ষা করে থাকেন।
ফলে তাদের সামনে ভাল জিনিস তুলে ধরাই লক্ষ্য। আর সেজন্য ময়ূরের রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমগ্র মন্ডপে একাধিক ময়ূরের প্রতিকৃতি রয়েছে। এছাড়াও রয়েছে ছবি তোলার জন্য জায়গা। দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে একাধিক ব্যবস্থা। এ নিয়ে শুভদ্বীপ বর্মণ নামের এক ব্যক্তি জানিয়েছেন, যারা আসছে তারা সকলেই ভাল বলছে। এটাই বড় পাওনা। অনেক দূর থেকে অনেকেই এই পুজো দেখতে আসছেন। এই পুজো দেখতে মানুষের ঢল নামবে তা আর বলার অপেক্ষা রাখে না।
নবাব মল্লিক