দক্ষিণ ২৪ পরগনা, লাইফস্টাইল Offbeat Destination: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! ছোট্ট ছুটিতে একবার পৌঁছে যান, মাত্রা ছাড়াবে রোম্যান্স Gallery October 10, 2024 Bangla Digital Desk *এবার পুজোয় ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। পর্যটকদের জন্য নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটনকেন্দ্র। *এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানা স্টেশনে। সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে পৌঁছে যাবেন এই পাতিবুনিয়ায়। এখানে রয়েছে হোমস্টে, মাড হাউস, রয়েছে টেন্ট। *ভাড়া থাকছে ১৪০০-২৫০০ টাকার মধ্যে। বঙ্গোপসাগরে কোলে থাকা নির্জন এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এবার পুজোর ছুটিতে আপনি ঘুরে আসতেই পারেন এই দ্বীপে। *বকখালিতে যাওয়ার পথে পড়ে এই দ্বীপ। দ্বীপটিতে রয়েছে ছোট ম্যানগ্রোভের জঙ্গল। সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। নির্জন এই দ্বীপে আপনি সমুদ্র স্নান করতেই পারেন। কোনও নিষেধাজ্ঞা নেই এখানে।। *চোরাবালির সতর্কীকরণও নেই। এখান থেকে প্রয়োজন অনুযায়ী বোট নিয়ে আপনি যেতে পারেন মৌসুনী অথবা জম্বুদ্বীপে। *নতুন এই পর্যটনকেন্দ্রটি আগামীদিনে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেজন্য সবার যাওয়ার আগে আপনি ঘুরে আসুন এই দ্বীপ থেকে।