পাঁচমিশালি ওভারটাইমের জন্য নেই কোনও পারিশ্রমিক, প্রথম দিনেই চাকরি ছেড়ে বেরিয়ে এলেন যুবক ! প্রশ্ন তুললেন বসের দৃষ্টিভঙ্গি নিয়ে Gallery October 10, 2024 Bangla Digital Desk চাকরির প্রথম দিনেই চাকরি থেকে ইস্তফা দিলেন এক প্রডাক্ট ডিজাইনার। কিন্তু চাকরি ছাড়ার কারণ জানলে উদ্বেগ বাড়বে বই কমবে না! আসলে ওই ডিজাইনার ওভারটাইমে কাজ করুন, এমনটাই চেয়েছিলেন তাঁর বস। আর এর জন্য তাঁকে ক্ষতিপূরণও দিতে রাজি ছিলেন না সেই বস। এমনকী, ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের ধারণাকে ‘ফ্যান্সি বিষয়’ এবং ‘পশ্চিমী সংস্কৃতি’ বলে রীতিমতো নস্যাৎ করে দিয়েছিলেন বলে অভিযোগ। (Pic credit: Reddit/Old-Ad169) এখানেই শেষ নয়, রীতিমতো ভয় দেখিয়ে ওই ডিজাইনারকে দিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করানোর চেষ্টাও করেছিলেন সেই বস। তবে তাঁর এই দাবিকে অত্যন্ত অনৈতিক, অমানবিক এবং অবিবেচক বলে গণ্য করেছেন ওই ডিজাইনার। এছাড়া বসের বকুনির জন্য় অপমানিত বোধ করেছেন শ্রেয়স নামে ওই কর্মী। সম্প্রতি গোটা ঘটনা তিনি ভাগ করে নিয়েছেন রেডিটে। Representative Image অ্যাসোসিয়েট প্রডাক্ট ডিজাইনার পদে চাকরি পেয়েছিলেন শ্রেয়স। তাঁর প্যাকেজ ছিল বার্ষিক ৭ লক্ষ টাকা। যদিও শ্রেয়সের মতে, এই প্যাকেজ তাঁর ২ বছরের অভিজ্ঞতার নিরিখে কিছুই নয়। তা সত্ত্বেও সেই অফার গ্রহণ করেছিলেন তিনি। কারণ এটা সম্পূর্ণ ভাবে রিমোট ওয়ার্কিং ছিল। তবে অফিসে কিংবা হাইব্রিড মোডে কাজ করতেও অসুবিধা ছিল তাঁর। নিজের ইস্তফা দেওয়ার সেই ই-মেলের স্ক্রিনশটও শেয়ার করেছেন শ্রেয়স। সেখানে কাজের প্রতি তাঁর বসের দৃষ্টিভঙ্গি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। Representative Image শ্রেয়সের বক্তব্য, “কাজের সময়ের বাইরে আমার কাজকর্ম নিয়ে আপনি ক্রমাগত মন্তব্য করে গিয়েছেন। আমি মনে করি এটা একেবারেই ঠিক নয়। এমনকী এটা অ-পেশাদারও বটে! আমার ব্যক্তিগত সময়ে আমি কী করব সেটা আমার বিশেষ অধিকার। এটা নিয়ে তো কোনও সমালোচনার জায়গাই নেই।” তিনি আরও লিখেছেন যে, “সঠিক ক্ষতিপূরণ ছাড়া কাজের প্রত্যাশা করা কিন্তু আইনি মানদণ্ড এবং কর্মীর প্রাপ্য সম্মানকে ক্ষুণ্ণ করে।” Representative Image সব শেষে শ্রেয়স লিখেছেন যে, “আমার বিশ্বাস, অন্য কাউকে খুঁজে নেওয়াই আপনার জন্য ভাল, যিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি যেভাবে চাইছেন, ঠিক সেভাবেই কাজ করবেন। আমি আশা করছি যে, আপনি আমার সিদ্ধান্ত বুঝবেন। কারণ কাজের সম্পর্কে আমি পেশাদারিত্ব এবং সম্মান উভয়কেই গুরুত্ব দিয়ে থাকি।” Representative Image এর পাশাপাশি তাঁর ই-মেলের জবাবে বস কী বলেছেন, সেটাও ভাগ করে নিয়েছেন শ্রেয়স। বসও স্বীকার করে নিয়েছেন যে, তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেন, এমন কাউকেই প্রয়োজন। তিনি লিখেছেন, “এই পরিস্থিতিতে বলা হয়েছিল আর যা বোঝা হয়েছে, সেই ফারাকটা পূরণ করার চেষ্টাই দুপক্ষের কাছেই ফলদায়ক হবে। এই গোটা বিষয়টা থেকে আমি অবশ্যই কিছু শিক্ষা নিয়েছি। আর এর জন্য ধন্যবাদ।” সেই সঙ্গে শ্রেয়সের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বস। আর তাঁর একদিনের কাজের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। Representative Image