উত্তরবঙ্গ, মালদহ IMD Weather Update: সাগরে শক্তি বাড়িয়ে ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত…! কাঁপিয়ে ঝড়-বৃষ্টি আসছে, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? কবে কাটবে দুর্যোগ? হাওয়া অফিসের বড় আপডেট Gallery October 10, 2024 Bangla Digital Desk বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর দু-দুটি আবহাওয়া সিস্টেম। দেশের আবহাওয়ায় এবার দ্বিগুণ দুর্যোগের অশনি সঙ্কেত। কী হতে চলেছে সপ্তমী থেকে দশমী? বড় সতর্কতা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া নিয়ে ফের উদ্বেগ তৈরি হচ্ছে দুর্গাপুজোর মধ্যে। দুর্গা পুজোতে ও রেহাই নেই ঝড় বৃষ্টির হাত থেকে। দক্ষিণের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাব পড়েছে জেলা পুরুলিয়াতেও। তবে প্রবল ঝড়-বৃষ্টি হয়নি জেলার কোনও অংশে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে জেলার বিভিন্ন প্রান্ত। ক্ষীণ হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। সপ্তমীর সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যে কোনও মুহূর্তে। বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ মেঘলা থাকবে। দিনে দুই থেকে একবার বৃষ্টি হতে পারে গৌড়বঙ্গের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। সপ্তাহের শেষে আকাশ পরিষ্কার হতে পারে। দশমী পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই গৌড়বঙ্গের আকাশ মেঘলা। জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন জেলাগুলিতে কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলা গুলিতে।